সারা দেশ
সারা দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ
সারা দেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসময় স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।
আরও পড়ুন: বুয়েটছাত্র আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাইজভান্ডারির অনুসারী শাহ আলম আলভী গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে। যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।
আরও বলা হয়, মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কোনো জেলাতে মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনারদের নিয়োগ বিষয়ে দায়মুক্তি কেন অবৈধ নয়: হাইকোর্ট
২ মাস আগে
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হচ্ছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় দেশব্যাপী হতাহতের বিষয়ে একটি শোক প্রস্তাবও গৃহীত হয়।
সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
আরও পড়ুন: সরকার কোটা আন্দোলনকারীদের নিয়ে ষড়যন্ত্র-মিথ্যাচার করছে, পদত্যাগ করা উচিত: ফখরুল
নিহতদের স্মরণে প্রত্যেকে কালো ব্যাজ পরা এবং মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক
৪ মাস আগে
পাসের হারে সারা দেশে এগিয়ে বরিশাল
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। এ ছাড়া সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৫ দশমিক ৯০।
সাধারণ ৯ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। পরে দুপুর ২টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে বরিশালের পরেই পাসের হারে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪।
ক্রমান্বয়ে রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ।
এ ছাড়া সিলেট বোর্ডে ৭১ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এই ৯ সাধারণ শিক্ষা বোর্ড ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯১ দশমিক ২৫ এবং মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫।
আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩: জিপিএ-৫ এর সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে
১ বছর আগে
সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চলমান অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অবরোধ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের পোশাক কারখানায় ৩২ প্লাটুন এবং বাকি ১৯৭ প্লাটুন বিজিবি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথে অবরোধ চলছে।
আরও পড়ুন: সারা দেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
অবরোধ: সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
১ বছর আগে
সারা দেশে ২৪ ঘণ্টায় ২১ অগ্নিসংযোগের ঘটনা: ফায়ার সার্ভিস
বিএনপি ও জামায়াতে ইসলামীর সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার সারাদেশে ২১টি অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা।
আরও পড়ুন: কিশোরগঞ্জ ট্রেন দুর্ঘটনা: ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত কমিটি গঠন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তানহা বিন জসিম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়।
এর মধ্যে ঢাকা মহানগরীতে পাঁচটি, ঢাকা বিভাগে সাতটি (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ), চট্টগ্রাম (কর্ণফুলী, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড) এবং রাজশাহী (বগুড়া, সিরাজগঞ্জ ও রংপুর) বিভাগে চারটি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সারাদেশে ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।
নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ সরকারকে চাপ দিতে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
আরও পড়ুন: ২৭ ঘণ্টায় ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
মঙ্গলবার সারাদেশে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
১ বছর আগে
৭২ ঘণ্টায় সারা দেশে আরও বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
রবিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীদমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় সারা দেশে আরও বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে ও রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দুই-এক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে রবিবার (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বুলেটিনে বলা হয়- সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে, বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের মৌসুমি বায়ু অবস্থান করছে।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় সারা দেশে আরও বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা হতে আগের ২৪ ঘণ্টায় বরিশালের খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করছে।
আরও পড়ুন: বৃষ্টির ফলে মঙ্গলবার সকালে ঢাকার বাতাসের মান 'ভালো'
১ বছর আগে
সারা দেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী
ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে জন্মাষ্টমী পালন করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এদিন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। পৃথিবী থেকে অশুভ শক্তি দমন; কল্যাণ, ন্যায় ও শুভ শক্তি প্রতিষ্ঠার জন্য দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনে রাজা কংসের বন্দীশালায় ভগবান বিষ্ণু মহাবিশ্বে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন।
আরও পড়ুন: আজ শুভ জন্মাষ্টমী
দিনটি সরকারি ছুটির দিন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। অন্যদিকে, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো ভগবান কৃষ্ণের ঘটনাবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
আরও পড়ুন: যথাযথ ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হচ্ছে
জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়কে বিএনপির শুভেচ্ছা
১ বছর আগে
২৪ ঘণ্টায় সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
আগামী ২৪ ঘণ্টায় (সকাল ৯টা থেকে শুরু) ঢাকাসহ দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীদমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: রংপুর ও সিলেট বিভাগসহ ২ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার ওপর অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান শুক্রবার সকালে 'মধ্যম'
১ বছর আগে
সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকাল থেকে সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হচ্ছে।
৪ বছর আগে