কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হচ্ছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় দেশব্যাপী হতাহতের বিষয়ে একটি শোক প্রস্তাবও গৃহীত হয়।
সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
আরও পড়ুন: সরকার কোটা আন্দোলনকারীদের নিয়ে ষড়যন্ত্র-মিথ্যাচার করছে, পদত্যাগ করা উচিত: ফখরুল
নিহতদের স্মরণে প্রত্যেকে কালো ব্যাজ পরা এবং মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক