নৌকা ডুবে
ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে লিমন হোসেন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন ও আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আহতরা মুন্নু মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বিলের পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে শিক্ষার্থীসহ নিহত ২
নিহত লিমন হোসেন মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলির ছেলে। নিখোঁজ দুইজন হলেন, একই এলাকার দানেজ আলির ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার যমুনা সেতু দেখতে ৬০ জন ট্রলার করে নৌভ্রমণে যান। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দিবাগত রাত ১২টার দিকে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলার চালকসহ ভ্রমণকারী ৫৮ জন নদীর পারে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন এবং পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।’
আরও পড়ুন: সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
কর্ণফুলীতে নৌকায় ফেরির ধাক্কা, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ ২ যাত্রী নিখোঁজ
৩ মাস আগে
বাগেরহাটে নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন: ১ জনের লাশ উদ্ধার
মহিদুল মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।
এর আগে বৃহস্পতিবার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন মহিদুল ও তারিকুল। সেময় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে তাদের নৌকার দড়ি পেঁচিয়ে গেলে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা জেলে তারিকুল পাড়ে উঠতে সক্ষম হলেও মুহিদুল আর পাড়ে উঠতে পারেননি।
মোংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফকরুল ইসলাম বলেন, নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে। আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর ২ যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
৪ মাস আগে
নাটোরে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুতুবদিয়ায় ৩ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত ২ শিশু হলো- আব্দুর রহমান (৭) ও সাদমান আব্দুল্লাহ (১১)।
স্থানীয়রা জানান, বিলে ভ্রমণ করতে গিয়ে নৌকাডুবিতে ২ ভাই নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাগুরায় দুই শিশুর মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা
গাজীপুরে বাসচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
১ বছর আগে
বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ, ভাঙচুর-লুট
বরিশালের কালাবদর নদে কুয়াশায় নিয়ন্ত্রণ হারানো লঞ্চের ধাক্কায় চারটি জেলে নৌকা ডুবেছে।
এতে দুই জেলে নিখোঁজ হওয়ার পর বিক্ষুদ্ধ জেলে ও স্থানীয়রা লঞ্চ ভাংচুর, কর্মচারীদের মারধর এবং মালামাল ও টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের সুপারভাইজার।
এছাড়া বিক্ষুদ্ধরা নৌ পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।
সোমবার ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত মেহেন্দিগঞ্জের চর শেফালী লঞ্চ ঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হচ্ছে উপজেলার বরজালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাকীউল্লাহ সিকদার (৪০) ও একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাকের মৃধা (৩৫)।
আরও পড়ুন: রাজধানীর মানিকদিয়ায় নৌকা ডুবে যুবকের মৃত্যু
উলানিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চ চর শেফালী ঘাটে নোঙর করতে গিয়ে মাছ ধরা ইঞ্জিনচালিত নৌকায় ধাক্কা দেয়।
এতে চারটি নৌকা চূর্ণ-বিচূর্ণ হয়ে ডুবে যায়। এসব নৌকার অধিকাংশ জেলেরা লাফিয়ে নদীতে পড়ে রক্ষা পেলেও দুই জন নিখোঁজ রয়েছে।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করছে।
পরিদর্শক ফারুক আরও জানান, ঘটনার পর উত্তেজিত জনতা লঞ্চের কর্মচারীদের মারধর, ভাংচুর ও লুট করেছে। পরে স্থানীয় চেয়ারম্যান এসে জনতাকে শান্ত করে।
বর্তমানে লঞ্চ তাদের হেফাজতে রয়েছে। যাত্রীদের বিকল্প নৌযানে গন্তব্যে পাঠানো হয়েছে।
মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাদের ফরাজী বলেন, লঞ্চের ধাক্কায় কয়েকটি জেলে নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে।
এমভি প্রিন্স অব রাসেল লঞ্চের সুপারভাইজার সাইদুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্দেশ্যে রওনা হয়।
সোমবার ভোর রাত তিনটার দিকে কালাবদর নদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না।
তখন চরশেফালী লঞ্চ ঘাটে ভেড়ানোর সিদ্বান্ত নেয় মাস্টার।
সুপারভাইজারি আরও বলেন, লঞ্চ ঘাটের চারপাশে জাল ফেলে জেলেরা পন্টুনের পাশে ছিল। লঞ্চ ঘাটে যাওয়ার সময় নদীতে ফেলা জালে লঞ্চের ডান পাশের পাখা আটকে যায়। বাম পাশের পাখা চালু থাকায় লঞ্চ ঘুরে পন্টুনের পাশে জেলে নৌকার ওপর উঠে যায়।
এতে কয়েকটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়। শুনেছি দুই জেলে নিখোঁজ রয়েছে।
সুপারভাইজার সাইদুর অভিযোগ করেন, এরপর ৩০/৪০ জন লাঠিসোটা নিয়ে লঞ্চে উঠে মাস্টার মজিবর রহমানকে বেধড়কভাবে পেটায়।
এছাড়াও লঞ্চে ব্যাপক ভাংচুর করে। মাস্টারকে রক্ষায় এগিয়ে গেলে স্টাফ মাসুদ ও ইলিয়াসকে বেধড়কভাবে মারধর করে। এক পর্যায়ে তাকে (সুপারভাইজার) ধরে নামিয়ে একটি খেতের মধ্যে নিয়ে বেধড়কভাবে পেটানো হয়।
এছাড়াও পাঁচ লাখ টাকা না দিলে তাকে জবাই করারও হুমকি দেয়।
পরে লঞ্চের যাত্রীরা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। তিনি বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাইদুর আরও অভিযোগ করেন, পরে এলাকার আরও কয়েক শতাধিক লোক জড়ো হয়ে লঞ্চের তান্ডব চালিয়েছে। তারা লঞ্চের সকল গ্যাস ভাংচুর করেছে। দেড়শ’ কার্টন ফল, নগদ ২০ হাজার টাকা, দুই ব্যারেল ডিজেল লুট করেছে। লঞ্চের তেলের লাইন পিটিয়ে ভেঙে ফেলেছে। এতে বিপুল পরিমাণ তেল নদীতে ভেসে গেছে।
স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ট্রলার ভাড়া করে লঞ্চের দেড়শতাধিক যাত্রীকে গন্তব্যে পাঠানো হয়েছে জানিয়ে বলেন, এ ঘটনায় মামলা করা হবে কিনা বিষয়টি মালিক ও স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশ বসে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: বাহামাস উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু
সিরাজগঞ্জে যমুনায় নৌকা ডুবে নারীর মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে মঙ্গলবার ঈদের নিমন্ত্রণে যাওয়ার পথে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
বাউফলে খেয়া নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ২
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় খেয়া নৌকা ডুবে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক দম্পতি নিখোঁজ রয়েছেন।
৪ বছর আগে
পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
রাজশাহীর পদ্মা নদীতে শুক্রবার বর-কনে নিয়ে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শনিবার পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়।
৪ বছর আগে