পাকিস্তানে
নির্বাচনে অংশগ্রহণ করুন, নয়তো পাকিস্তানে যান: ওবায়দুল কাদের
বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নির্বাচনে না আসলে তাদের দলের নেতাকর্মীদের নিয়ে পাকিস্তানে চলে যাওয়ার কথাও বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিদিন একটি কথা, একটি কথা; তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলছি যে পৃথিবীতে এখন একটি দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে, দল নিয়ে পাকিস্তানে যান। সেখানে একজন তত্ত্বাবধায়ক পাবেন।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
কাদের বলেন, ‘একসময় তার (তারেক রহমানের) বাবা গর্ব করে বলতেন, টাকা কোনো সমস্যা নয়। বাবার মতো সেও বলে, আন্দোলন করো। টাকার অভাব হবে না। এই টাকা কোথা থেকে আসে?’
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী বহিষ্কার
তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি এখনও সন্ত্রাসবাদের রাজনীতি করে। জেএমবির জন্য বিএনপিই বিশ্বস্ত দল যে সিরিজ বোমা হামলা চালিয়েছে।’
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার পক্ষে ৫০০ জনকে নিয়েও সমাবেশ করতে পারবেন না।
‘আজ অবাক লাগে যখন মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। ফখরুল কি ইতিহাস ভুলে গেছেন? তখন কি তার জন্ম হয়নি?’
তিনি বলেন, ‘তারা পুরো বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রক্তে ভেসে গেছে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।আরও পড়ুন: বাংলার মানুষকে ১৫ আগস্টের নির্মম প্রতিদান দিয়েছে মোশতাক-জিয়াসহ অন্যান্যরা: সজীব ওয়াজেদ
১ বছর আগে
ইমরান খানকে উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানান্তর
পাকিস্তানের একটি আদালত দুর্নীতির দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ায় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার ভবিষ্যৎ রাজনীতির শেষ হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেও দেশের শীর্ষস্থানীয় বিরোধী নেতা হিসেবে ইমরান খান রয়ে যান এবং রাষ্ট্রীয় উপহার বিক্রি করার পর সম্পদ গোপন করেন।
জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা আলী নাসির রিজভী বলেন, সাবেক এই ক্রিকেট তারকাকে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তার বাড়ি থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়ার জন্য পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পরে শনিবার তাকে কঠোর অবস্থার জন্য একটি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার
সমালোচকরা বলছেন, এই রাজনীতিবিদকে কারাগারে পাঠানোর প্রচেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এ বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় বিভাজন তীব্রতর হয়েছে।
এ বছর দ্বিতীয়বারের মতো ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খান ২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি আইনি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- বেশ কয়েকটি দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং মে মাসে মারাত্মক বিক্ষোভে জনগণকে সহিংসতার জন্য প্ররোচিত করার অভিযোগ। সে সময় তার অনুসারীরা সারাদেশে সরকারি ও সামরিক সম্পত্তিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এই কারাদণ্ডের কারণে নির্বাচনের আগে ইমরান খানকে রাজনীতি থেকে বিরত রাখতে পারে। যেহেতু আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা সরকারি পদে থাকতে পারবেন না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে।
আরও পড়ুন: ইমরান খান আদালতে দোষী সাব্যস্ত, নিষিদ্ধ হতে পারেন রাজনীতিতে
১ বছর আগে
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুনে নিহত ৭
দক্ষিণ পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি বগিতে আগুন লেগে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
রেলওয়ে কর্মকর্তা মহসিন সিয়াল জানান, সিন্ধু প্রদেশের রাজধানী করাচি থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরের জেলা খায়রপুরে ট্রেনটিতে আগুন লেগেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন এবং চলন্ত ট্রেনের জানালা থেকে লাফ দিয়ে আরও একজন নারী মারা গেছেন।
তিনি বলেন অগ্নিকাণ্ডে ট্রেনে থাকা অন্যান্য বেশ কয়েকটি বগিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণটি অস্পষ্ট রয়ে গেছে।
টিভি ফুটেজে ট্রেনের বেশ কয়েকটি পুড়ে যাওয়া অংশ দেখানো হয়েছে। যেটি করাচি থেকে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে যাওয়ার পথে একটি বগিতে আগুন লেগে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার রাতে যে আগুনের শিখা ট্রেনের বেশ কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৪০
পাকিস্তানে দরিদ্র যাত্রীরা প্রায়শই তাদের খাবার রান্না করার জন্য ট্রেনে তাদের নিজস্ব ছোট গ্যাসের চুলা নিয়ে আসে। যদিও এই নিয়মগুলো অনুশীলনে বাধা দেওয়া হয়। উপচে পড়া ট্রেনে প্রায়ই নিরাপত্তা বিধি উপেক্ষা করা হয়। পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা প্রায়শই দুর্বল রেল অবকাঠামো এবং সরকারি অবহেলার ফল।
২০১৯ সালে পূর্ব পাঞ্জাব প্রদেশে রান্নার গ্যাসের চুলা বিস্ফোরণে ট্রেনের আগুনে কমপক্ষে ৭৪ জন যাত্রী নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।
এছাড়াও বৃহস্পতিবার অস্থির দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ঘটায়।
কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিভাগের কর্মরত একজন স্থানীয় পুলিশ প্রধানকে হত্যা করে। কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে এই অঞ্চলে এবং দেশের অন্য কোথাও আগে এই ধরনের হামলার দাবি করেছে সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
১ বছর আগে
পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না: তথ্যমন্ত্রী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে শুক্রবার মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৩ বছর আগে
পাকিস্তানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
পাকিস্তানের ইসলামাবাদে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন।
৪ বছর আগে