তিনি বলেন, 'অন্য এনজিও'র মতো টিআই-ও তাদের পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।'
সন্ধ্যায় সরকারি বাসভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০' এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: এমপি পাপুলের কারাদণ্ডের মাধ্যমে সরকারের দুর্নীতি ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ পেয়েছে: বিএনপি
দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই: টিআইবি
হাছান মাহমুদ বলেন, 'প্রতিবেদনটি আমি দেখেছি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু'ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা।'
তিনি বলেন 'টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও তা এতো গুরুত্ব দিয়ে ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআইকে সংরক্ষণ করতে হয়।'
সিপিআই ২০২০ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ ১২তম অবস্থানে দেখানো হয়েছে যেটা সিপিআই-২০১৯ এর ১৪তম স্থানের চেয়ে দুই ধাপ নিচে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছে, টিআইয়ের এই রিপোর্ট সঠিক নয়।
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ অবনতি
টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে: তথ্যমন্ত্রী
আ’লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষকে সেবা দেবে: তথ্যমন্ত্রী
এর আগে ড. হাছান তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধনকালে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিজেদেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠচর্চা হিসেবে বর্ণনা করে বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে।
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন বড়ুয়ার সভাপতিত্বে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।