চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৫ জনের মৃত্যু হয়েছে হয়েছে।
বুধবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এতে নতুন করো আরও ৫৬ জন শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ১৩.০২ শতাংশ।
আরও পড়ুন: কোভিড-১৯: লকডাউন এবার ১৫ জুলাই পর্যন্ত বাড়ল
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৩ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ১৫ জন এবং মারা গেছে ৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১৭৬ জন। এর মধ্যে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৭২ জন। এছাড়া অন্যরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের ঘোষনা করা ৯ দিনের বিধিনিষেধ বুধবার শেষ হচ্ছে। এর মেয়াদ আর বাড়ানো হবে কিনা তা বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নিবে বলে বলে জানান সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।