নারী উদ্যোক্তা
নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উই হাটবাজার’
দেশীয় পণ্যের পসরা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস- উইহাটবাজার ডট কম।
বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে এই বিশেষায়িত ই-কমার্স প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার একজন মানুষকে কীভাবে পাল্টা দিতে পারে- উই তার একটি উদাহরণ। নারীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে উই।
সমাজকল্যাণ মন্ত্রণালয় নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিয়ে থাকে জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘সরকারের নানা মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণগুলো দিয়ে নারীরা ক্রমাগত দক্ষ হয়ে উঠছে। প্রান্তিক মানুষগুলোকে নারীসহ এই মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার চেষ্টা আমরা দেখছি।’
তিনি আরও বলেন, সাম্যের পৃথিবী তৈরি করতে আমরা যেমন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের চেষ্টা করছি একই সঙ্গে তার অর্থনৈতিক ক্ষমতায়নটা খুব জরুরি। সেই কাজটি উই অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে।
সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের নানা সুবিধার কারণে আজকে ৫০ শতাংশের বেশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন থেকে আরও ৫ হাজার নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে গ্রান্ট দেওয়া হবে। আশা করছি জুন মাস থেকেই দেওয়া শুরু হবে।
উইর ও ডাক বিভাগের একটি সমঝোতায় উদ্যোক্তাদের পণ্য ডেলিভারিতে সহায়তা করা হবে বলেও জানান পলক।
তিনি আরও বলেন, নারী উদ্যোক্তারা যাতে সুলভমূল্যে উচ্চগতির ইন্টারনেট পান সেই ব্যবস্থা করা হবে। এছাড়াও নগদের ডিজিটাল ব্যাংক চালু হলে বিনা জামনতে নারী ই-কমার্স উদ্যোক্তাদের জন্য ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উই হাটবাজারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ই-ক্যাব সাধারণ সম্পাদক ও উই হাটবাজারের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা।
তিনি জানান, ডিজিটাল কমার্স খাতে দেশে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্লাটফর্মের কল্যাণে ই-কমার্স খাতে এক লাখ নারীর কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং বিশ্বব্যাংকের লিড কান্ট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই হাটবাজার ডটকম চেয়ারম্যান জাহানুর কবির সাকিব। এরপর নতুন এই প্লাটফর্ম বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানের পরিচালক ঈমানা হক জ্যোতি।
অনুষ্ঠানে আরও ছিলেন আইসিটি খাতের শীর্ষ সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্কোসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এফ কমার্স, পিকমার্স এবং ঘরোয়া পণ্যকে ই-কমার্স প্লাটফর্মে আনতে ১০০ জন উদ্যোক্তা মার্চেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে উই হাটবাজার। এই প্লাটফর্ম স্মার্ট নারীর ক্ষমতায়নে মাইলফলক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
প্রসঙ্গত, এখানে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্য পাওয়া যাবে। বিদেশি কোনো পণ্য পাওয়া যাবে না।
৬ মাস আগে
নারী দিবস উপলক্ষে রাজধানীতে উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার আয়োজিত
নারী দিবসকে সামনে রেখে ‘পাওয়ার অব শি’র আয়োজনে দুই দিনব্যাপী ‘উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত উইমেন সামিট ও দেশীয় পণ্যের এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। এ আয়োজনের সভাপতিত্ব করেন পাওয়ার অব শি-এর প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) জুনায়েদ আলম সরকার।
এ আয়োজনে নারীদের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সমস্যা ও সমাধান নিয়ে চারটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে নারী উদ্যোক্তারা নিজেদের বিভিন্ন ব্যবসায়িক পণ্য প্রদর্শন ও বেচাকেনা করেন।
বিভিন্ন সেক্টরের সফল নারীরা এ আয়োজনে উপস্থিত হয়ে তাদের জীবনের সফলতার গল্প তুলে ধরেন।
প্রথমদিন নারী উদ্যোক্তা আঁখি ভদ্রের সঞ্চালনায় ‘নারীদের অনলাইন ব্যবসা, সাইবার বুলিংসহ নানান প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনায় অংশ নেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার, পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌস, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ।
একই দিন বিকেলে ‘চল্লিশোর্ধ্ব নারীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সামিটের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহারের সভাপতিত্বে ‘স্টার্টআপ বিজনেসে নারীর প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
৮ মাস আগে
সুপারশী: যে দ্বীপে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ
বিশ্ব পরিব্রাজকদের শীর্ষ সারিতে নারীদের অবস্থান এখন আর নতুন কোনও ব্যাপার নয়। গহীন অরণ্য, আকাশচুম্বী পর্বতশৃঙ্গ, এমনকি সাগরের মাঝে জেগে থাকা প্রবাল দ্বীপেও নারীরা এখন সাবলীলভাবে বিচরণ করছে। নারীদের ভ্রমণে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে নিরাপত্তা। ভ্রমণকালে পুরুষদের অযাচিত আচরণের ফলে অনেক ক্ষেত্রেই নারীদের ভ্রমণ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এমন রূঢ় বাস্তবতার মাঝে অনেক নারী হয়তো এমন কোনো স্থানে ভ্রমণ করতে চান যেটা হবে পুরুষের ছায়া মুক্ত। ‘সুপারশী’ দ্বীপের গল্পটা ভ্রমণপিপাসু নারীদের কাছে কিছুটা স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু বাস্তবে আসলেই এমন একটি দ্বীপ আছে, যেটি শুধু নারীদের এবং যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার নেই। চলুন, বিস্ময়কর এই দ্বীপটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুপারশী দ্বীপের ভৌগলিক অবস্থান
মধ্যরাতের সূর্যের দেশ ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী শহর রেইসবর্গ মিশে গেছে বাল্টিক সাগরে। এই রেইসবর্গ সৈকতের কাছাকাছি বাল্টিক সাগরের বুকে রেইসবর্গ দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ ফিওর্ড্স্কার। ৮ দশমিক ৪ একরের এই ভূ-খন্ডটি রাজধানী হেলসিন্কির অন্তর্গত রেইসবর্গ শহরের অংশ। এই ফিওর্ড্স্কারই ২০১৮ সাল থেকে সুপারশী নাম নিয়ে বিশ্বের প্রথম ও একমাত্র নারীদের দ্বীপের মর্যাদা অর্জন করেছে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যে মালদ্বীপের বিকল্প হতে পারে এশিয়ার যেসব ট্যুরিস্ট স্পট
সুপারশী উদ্যোগের পটভূমি
জার্মান বংশোদ্ভূত আমেরিকান নারী উদ্যোক্তা ক্রিস্টিনা রথ ২০১৭ সালে ক্রয় করেন ফিওর্ড্স্কার দ্বীপটি। এই রথ ফোর্বসের দ্রুত সফলতা অর্জনকারী শীর্ষ ১০ নারী উদ্যোক্তাদের একজন। ২০১৬ সালে তিনি তার প্রযুক্তি পরামর্শদানকারী সংস্থা ‘ম্যাটিসিয়া কন্সাল্ট্যান্ট্স’ ৬৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য ৭১৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকা (১ মার্কিন ডলার = ১০৯ দশমিক ৭৩ বাংলাদেশি টাকা)।
ফিওর্ড্স্কারের মালিক হওয়ার পর রথ দ্বীপের নামকরণ করেন ‘সুপারশী’। তার উদ্দেশ্য ছিল মূলত নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে বিশ্বের নানান পেশাজীবী নারীদের সান্নিধ্য পাওয়ার। আর এরই অঙ্কুরে জন্ম নেয় সুপারশী।
শুরু থেকেই রথ দ্বীপে শুধুমাত্র নারীদের প্রবেশের রীতি চালু রেখেছিলেন। দ্বীপের বিদ্যুৎ ও পানির লাইন স্থাপনের জন্য পুরুষ নির্মাণ শ্রমিকদের প্রবেশাধিকার ছিল। এছাড়া বিশেষ অনুমতি ছিল রথের ঘনিষ্ঠজনদের মধ্যে অল্প কিছু সংখ্যক পুরুষদের।
আরও পড়ুন: আপনি কি মার্কিন ডলার না কিনে বিদেশে ভ্রমণ করতে পারবেন?
বেশ কয়েকটি মিডিয়াতে নিজের এই উদ্যোগের কথা শেয়ার করেন রথ। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যাওয়ায়, দ্বীপের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বুকিং-এর অনুরোধ আসতে শুরু করে। গোটা বিশ্ব থেকে ৮ হাজারেরও বেশি নারী পর্যটকের আবেদন এসেছিল। এর মধ্য থেকে রথ ১৫০ জনের ভিডিও সাক্ষাৎকার নেন।
অবশেষে ২০১৮ সালের ২৩ জুন পুরো একটি দ্বীপ রিসোর্ট হিসেবে যাত্রা শুরু করে ‘সুপারশী’।
২০২৩ সালের শেষের দিকে শিপিং নির্বাহী কর্মকর্তা ডেয়ান মিহভ দ্বীপটি কিনে নেন এক মিলিয়ন ইউরোতে। মূল্যটি প্রায় ১১ কোটি ৯০ লাখ ৭১ হাজার ৯৯০ টাকার (১ ইউরো = ১১৯ দশমিক ১৫ বাংলাদেশি টাকা) সমান। মালিকানা পরিবর্তনের পরেও চিত্তবিনোদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
৮ মাস আগে
ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন নারী উদ্যোক্তা মৌলি
‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’পেলেন নারী উদ্যোক্তা মারুফা হক মৌলি।
মৌলি বলেন, ' যেকোনো স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা দেয়। আশা করি সামনের দিনগুলোতেও আরও উদ্যোমী হয়ে কাজ কাজ করতে পারব।'
সোমবার (২৮ জুলাই) রাজধানীর পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের পুরস্কারের আয়োজন করেছে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।
এর আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে সম্মানজনক পুরস্কার ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’পেয়েছিলেন।
মারুফা হক মৌলি প্রতিষ্ঠান আরজেএইচএম ক্রিয়েশনস ও বি স্টাইলিশ বাই—পরিচিতি দুটি নাম। শুধু অনলাইন নয়, বনানী ও ধানমণ্ডিতে বেশ কয়েকটি শোরুমও দিয়েছেন এই নারী উদ্যোক্তা।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২: ‘হেলথ ও ওয়েলনেস’ সেশনে গুরুত্ব পেয়েছে মানসিক স্বাস্থ্য
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে অক্টোবরে উই-এর শীর্ষ সম্মেলন
১ বছর আগে
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে অক্টোবরে উই-এর শীর্ষ সম্মেলন
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’ প্ল্যাটফর্ম (উই) অক্টোবরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের বিজনেস সম্মেলনের আয়োজনের ঘোষণা দিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, চলতি বছরের ১৪ ও ১৫ অক্টোবরের এই সম্মেলনটি দেশের বৃহত্তম সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হবে। সম্মেলনে উইমেন অ্যান্ড ই-কমার্স’ উদ্যোক্তারা ই-কমার্স ব্যবসার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবেন।
আরও পড়ুন: বিশ্বব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করার আহ্বান নসরুল হামিদের
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন ৩০জন অতিথি আলোচনায় অংশ নিবেন।
এছাড়াও, উদ্যোক্তাদের জন্য সহজ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট অ্যাক্সেস, লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া এবং ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থায়ন, ফেসবুক মার্কেটিং এবং ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি অতিথি বক্তাদের সমন্বয়ে কর্মশালার আয়োজন থাকবে। এছাড়া অনলাইনে এসব বিষয়ে আটটি সেশন পরিচালনা করা হবে।
দ্বিতীয় দিনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে 'ফ্যাশন শো' করা হবে। আবার, এই উদ্যোক্তারা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
সমাপনী অধিবেশনে সেরা ২০ জন নারী উদ্যোক্তাকে জয়ী (বিজয়ী) পুরস্কারে ভূষিত করা হবে। তাদের মধ্যে, ১০জন উই সদস্য হবেন এবং বাকি ১০ জন অন্যান্য খাত থেকে হবে।
উই সভাপতি এবং ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে আসছি। একই সঙ্গে, আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছি।’
আরও পড়ুন: জগন্নাথ হল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নববধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
২ বছর আগে
নতুন নারী উদ্যোক্তাদের ৮ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা দেয়ার দাবি
নতুন নারী উদ্যোক্তাদের জন্য ৬-৮ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা দেয়ার দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রিনেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে ওয়েবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
নারীবান্ধব করনীতি প্রণয়ন করার ওপর জোর দিয়ে ওয়েব বলেছে, প্রস্তাবিত বাজেটে ৭০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে, যা এক কোটি টাকা করা প্রয়োজন। নতুন নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসা শুরু থেকে ৬-৮ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা রাখা হলে উদ্যোক্তারা উপকৃত হবেন।এছাড়া এম এস এম ই ও এস এম ই নারী উদ্যোক্তাদের জন্য কমপক্ষে চার লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা করা প্রয়োজন।
বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বুটিক, বিউটি পার্লার এবং ক্যাটারিং, রেস্তোরাঁ, খাদ্য ও দেশীয় পণ্য ব্যবসা সহ পরিষেবা খাতে ভ্যাট (মূল্য সংযোজন কর) হার ১৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলে উদ্যোক্তরা উৎসাহিত হবেন। এছাড়া নারী উদ্যোক্তাদের আমদানি করা যন্ত্রপাতি ও কাঁচামালের ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা প্রয়োজন।
আরও পড়ুন: ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন প্রথম আদিবাসী নারী রাজনীতিবিদ
ওয়েব’র বাজেট বিবৃতিতে বলা হয়, করোনার প্রভাব মোকাবেলায় নারী উদ্যোক্তাদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হলে এবং ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা হলে নারী উদ্যোক্তারা কোভিডের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকার বাইরের নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং, অনলাইন প্রোডাক্ট প্রমোশন ও অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা থাকতে হবে। নারী উদ্যোক্তাদের নিরাপত্তা ও ইন্সুরেন্স এর ব্যবস্থা করা হলে ব্যবসা পরিচালনার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে ওয়েব।
বিবৃতিতে বলা হয়, এস এম ই খাতের উন্নয়নে জামানত ছাড়া ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হয়েছে। কিন্তু তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। এ ব্যপারে সরকারকে উদ্যোগ নেয়া প্রয়োজন।
নারী উদ্যোক্তারা যাতে কম সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে পারেন, সে জন্য সুদহার কমানোর দাবি করেছে সংস্থাটি।
সংস্থাটির দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, রপ্তানী খাতের সঙ্গে জড়িত নারী উদ্যোক্তাদের বিশেষ প্রনোদনার ব্যবস্থা করা, আমদানি করা যন্ত্রপাতি ও কাঁচামালের ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা, দরিদ্র নারী ও বিধবাদের জন্য বয়স্ক ভাতা বাড়ানো, ইন্টারনেটে নারীদের প্রতি সহিংসতা রোধ করার জন্য নারীদের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ দেয়া, ফ্রিল্যান্সিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ গ্রহন এবং স্টার্টআপ বিজনেস খাতে বাজেটে বরাদ্দ প্রদান।
আরও পড়ুন: দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সে প্রথম নারী প্রধান
২ বছর আগে
দেশে ই-কমার্স বাজার ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বর্তমানে দেশে ই-কমার্স বাজার প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে
দেশের নারী উদ্যোক্তাদের জন্য অনুঘটক হিসেবে আবির্ভূত কোভিড
দীর্ঘদিন ধরেই দেশে নারীরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে আসছেন। চলমান কোভিড মহামারির ধাক্কার মধ্যেও যে ইতিবাচক লক্ষণ দেখা গেছে তাতে দেশের উদ্যোক্তা ব্যবস্থায় নারীদের অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।
৩ বছর আগে
নারী উদ্যোক্তাদের জন্য স্কিটির প্রশিক্ষণ কোর্স আয়োজন
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত নারীদের জন্য পাঁচ দিনব্যাপী ‘নারীদের জন্য ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
৩ বছর আগে
রপ্তানি বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্র তৈরিতে নারী উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে