ল্যাব
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ল্যাব আধুনিকায়ন হচ্ছে
কৃষি ও কৃষিজাত পণ্যের ঝুঁকিমুক্ত আমদানি নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণপূর্বক বিদেশে কৃষিপণ্যের রপ্তানি কার্যক্রম গতিশীল করতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। সেজন্য, উদ্ভিদ সঙ্গনিরোধ কার্যক্রমকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণের লক্ষ্যে ই-ফাইটোসেনেটারী সার্টিফিকেট পদ্ধতি প্রবর্তন এবং দেশের সকল সঙ্গনিরোধ কেন্দ্রের ল্যাবরেটরি আধুনিকীকরণের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে ‘স্যানিটারি ও ফাইটোস্যানিটারি এবং টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড’ বিষয়ক পাবলিক কনসাল্টেশনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিসচিব এসব তথ্য জানান।
আরও পড়ুন: গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে: কৃষিসচিব
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যের উল্লেখ করে সচিব জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের কৃষিভিত্তিক পণ্য রপ্তানি আয় ছিল ২৮৬০ মিলিয়ন মার্কিন ডলার যা মোট পণ্যরপ্তানি আয়ের প্রায় ৫ দশমিক ৫ শতাংশ।
এছাড়াও কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এখন জিডিপিত প্রায় ১.৭ শতাংশ অবদান রাখছে এবং প্রায় ২ লাখ ৫০ হাজার লোকের কর্মসংস্থান করেছে। মোট রপ্তানিতে এর অংশ এখন দাঁড়িয়েছে প্রায় ৩.৫ শতাংশ।
সচিব বলেন, বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্যসহ অন্যান্য পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা উদ্ঘাটন এবং তা দূর করার জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ‘স্যানিটারি ও ফাইটোস্যানিটারি এবং টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড শীর্ষক গবেষণা পরিচালনা করছে।
এটি দেশের কৃষি এবং কৃষিজাত পণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের ডিজি হাফিজুর রহমান, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের পরিচালক মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্ভিদ সংগনিরোধ উইং পরিচালক সৈয়দ রফিকুল আমিন প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই: কৃষিসচিব
২ বছর আগে
বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে কাজ চলছে: কৃষিমন্ত্রী
ঢাকার পূর্বাচলে দুই একর জমিতে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।তিনি বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বদ্ধপরিকর। কৃষিপণ্যের প্রক্রিয়াজতকরণ ও রপ্তানি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে দুই একর জমি কৃষি মন্ত্রণালয়কে বরাদ্দ দিয়েছেন। সেখানে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। এটি স্থাপিত হলে দেশের কৃষি উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে ও কৃষিপণ্যের রপ্তানি বহুগুণে বৃদ্ধি পাবে।বুধবার বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের জন্য পরামর্শকের উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: কৃষিতে আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রীপূর্বাচলে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কাজ করছে। এফএও কর্তৃক নিযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শক বি. গ্লোদ ফ্রান্স থেকে ভার্চুয়ালি এ বিষয়ে তার উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় আন্তর্জাতিক মানের প্যাকিং হাউজ এবং অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, জনবল, প্রশিক্ষণ, সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে তার প্রস্তাবনা তুলে ধরেন পরামর্শক বি. গ্লোদ।এ মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, হাসানুজ্জামান কল্লোল, মো. রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যে কোনো মূল্যে আমাদেরকে চালের উৎপাদন বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
মাটির টেকসই ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ জরুরি: কৃষিমন্ত্রী
২ বছর আগে
ফরিদপুরের করোনায় শনাক্তের হার ৪৫.৯৫, মৃত্যু ৫
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে আরও ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে । আর এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। শনাক্তের হার ৪৫.৯৫ ।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০ টি এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭০ জনের। আক্রান্তের হার ৪৫.৯৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৯৫ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ১৪৭ জন।
আরও পড়ুনঃ করোনা: খুলনার তিন হাসপাতালে ১০ মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৪৪ জন।
এদিকে সকাল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন বিধিনিষেধের প্রথম দিন। শহরে তুলনামূলক ভাবে মানুষের উপস্থিতি কম ছিল। এছাড়া বন্ধ ছিলো ব্যবসা প্রতিষ্ঠান । জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ করোনা: খুলনা বিভাগে রেকর্ড ৩৫ জনের মৃত্যু, ১২৪৫ শনাক্ত
জেলা প্রশাসক অতুল সরকার জানান, সরকারি এই নির্দেশ বাস্তবায়নের জন্য জেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আমরা চাইছি জেলাবাসীকে করোনার হাত থেকে নিরাপদে রাখতে। এই জন্য প্রশাসনের এই কাজে সকলকেই সহযোগিতা করতে হবে। তবেই করোনা জয় করতে পারবো।‘
৩ বছর আগে
সিলেটে করোনায় আক্রান্ত ১৫৫, মৃত্যু ৩
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৫৫ জন ও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০০ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫৫ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: বগুড়ায় করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু ৮
নতুন এই ১৫৫ জন সহ সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮০৭ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: রামেকে করোনায় একদিনের রেকর্ড মৃত্যু ১৮
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০০ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৭ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারে আরও ১৩ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৬৬২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৫
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ২৫ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭১৫ জন।
এদিকে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪০০ জনে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৬ জনের করোনা টেস্ট করে ৪৫ জন ও শেভরন ল্যাবে ৫২১টি ল্যাব টেস্টে ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও আরটিআরএলে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু আরও ৬৩
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এদিন ২৫টি নমুনা সংগ্রহ করো পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৩৭৩ জন নগরের ও ৪১ জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৪০০ জন, এর মধ্যে ২৯৪ জন নগরের ও ১০৬ জন উপজেলার।
এছাড়া মোট আক্রান্তদের মধ্যে ৩৪ হাজার ১৯৪ জন নগরের ও ৮ হাজার ৫২১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
৩ বছর আগে
দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও বাড়ল
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩ বছর আগে
করোনায় দেশে আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে।
৪ বছর আগে
করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১৬৫৯
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।
৪ বছর আগে
করোনায় দেশে আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৫৬৮
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে।
৪ বছর আগে
সিলেটের ২ ল্যাবে আরও ৮৩ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে আরও ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে