ওমরা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত
ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে মক্কা নগরীর হেরা পর্বতের গুহা নামক স্থানে রাস্তা পারাপারের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা জিয়াউর রহমান জাহেদ (৪৫) চট্টগ্রামের সাতকানিয়ার একটি মাদরাসার শিক্ষক।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
নিহতের চাচাতো ভাই কামাল উদ্দিন জানান, শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি জাহেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি জানান, ১৬ মার্চ ওমরাহ পালন করতে জাহেদ সৌদি আরবে গিয়েছিলেন।
২ বছর আগে
কাবা শরিফ খুলে দেয়ার সিদ্ধান্ত সৌদি আরবের
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মহানবীর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী ধীরে ধীরে চার ধাপে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
৪ বছর আগে
সৌদি আরবে আটকেপড়া ৪১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন
সৌদি আরবে আটকেপড়া আট শিশুসহ মোট ৪১৭ বাংলাদেশি জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে মঙ্গলবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
৪ বছর আগে
চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত নারী হাসপাতালে
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব ফেরত এক নারীকে মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
৪ বছর আগে