সালমান খান
সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শহরটির পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে ৫টি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফের সালমান খানকে হত্যার হুমকি, অভিযুক্ত আটক
পুলিশ জানিয়েছে, সালমান খানের বাসভবনের প্রথম তলায়ও একটি গুলি লাগে। বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা গুলি চালিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
গত বছর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানায়, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার কারণে কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হত্যার উদ্দেশ্যে শীর্ষ ১০ জনের মধ্যে একজন হলেন সালমান খান। হরিণ শিকারের ঘটনা বিষ্ণোই সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল বলে দাবি ওই গ্যাংস্টারের।
বিষ্ণোই জানিয়েছেন, তাঁর অনুচর সম্পাত নেহরা হামলার উদ্দেশ্যে খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে নজরদারি চালাচ্ছিলেন। তবে হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নেহরাকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
গত বছরের ১১ এপ্রিল আরেকটি হত্যার হুমকির চিঠি পাওয়ার পরে মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তা লেভেল ওয়াই+ এ উন্নীত করে।
খবরে বলা হয়েছে, সালমানকে হুমকির ই-মেইল পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যে বসবাসকারী এক ভারতীয় ছাত্রকে লুকআউট সার্কুলার (এলওসি) দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার ষড়যন্ত্র!
৬ মাস আগে
সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটি মানেই ছবি সুপার হিট হওয়ার শতভাগ সম্ভাবনা। এরসঙ্গে আবার যখন যুক্ত হলো শাহরুখ খান, হৃত্বিক রোশন ও ইমরান হাশমির মতো তারকা; তখন প্রত্যাশা দ্বিগুণ হওয়ার কথা বলাই বাহুল্য। সিনেমাপ্রেমীরা ঠিক এই সহজাত অভিজ্ঞতারই সম্মুখীন হলেন ১২ নভেম্বর ‘টাইগার থ্রি’ মুক্তির মাধ্যমে। 'এক থা টাইগার' (২০১২), 'টাইগার জিন্দা হ্যায়' (২০১৭), 'ওয়ার' (২০১৯) ও 'পাঠান' (২০২৩) নিয়ে যশ রাজ ফিল্মসের সৃষ্টি করা স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি।
মনীশ শর্মা পরিচালিত ভারতের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্রটির এই মুক্তিলগ্নে ছবিটিকে ঘিরে জন্ম নিয়েছে কিছু বিতর্ক। কী সেই বিতর্ক! আর তা কতটুকুই বা প্রভাব ফেলছে ফিল্মের জনপ্রিয়তায়, চলুন- জেনে নেওয়া যাক।
যে কারণে 'টাইগার থ্রি' নিয়ে এত বিতর্ক
৩টি দেশে ‘টাইগার থ্রি’ মুক্তির নিষেধাজ্ঞা
৩০০ কোটি রুপি বা প্রায় ৩৯৭ কোটি বাংলাদেশি টাকার (১ ভারতীয় রুপি = ১.৩২ বাংলাদেশি টাকা) সমান বাজেটে তৈরি করা মুভিটি কয়েকটি দেশে নিষিদ্ধ হওয়ার শোরগোল উঠেছে। দেশগুলো হলো: ওমান, কুয়েত ও কাতার।
চলচ্চিত্রের খলনায়ক ইমরান হাশমি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এই সংগঠনগুলো সরাসরি মুসলিম ধর্ম-প্রধান দেশগুলোকে প্রতিনিধিত্ব করায়, একটি নেতিবাচক পটভূমির ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে, চিত্রায়নটির মাধ্যমে দেশগুলোর ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
তবে চূড়ান্তভাবে নিষিদ্ধকরণের বিষয়টি এখনও রটনার মাঝেই সীমাবদ্ধ। অপরপক্ষে, দেশগুলোতে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে ছবির কাহিনি নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মুক্তি দেওয়া হবে দেশগুলোর প্রেক্ষাগৃহে।
তবে বিনা কর্তনে ভারতে মুক্তির ছাড়পত্র পাওয়া ছবিটির মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ার পেছনে আরেকটি স্পর্শকাতর বিষয়কে দায়ী করা হচ্ছে।
আর সেটি হচ্ছে, জোয়া চরিত্রে অভিনীত ক্যাটরিনা কাইফের তোয়ালে পরিহিত একটি অ্যাকশন সিকুয়েন্স।
তোয়ালে পরিহিত অবস্থায় ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্য
যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের সিংহভাগই খরচ হয়েছে অ্যাকশন দৃশ্যের জন্য। ধুন্ধুমার দৃশ্যগুলোর একটি ছিল ক্যাটরিনা ও জনপ্রিয় হলিউড মুভি ব্ল্যাক উইডো বা বুলেট ট্রেনখ্যাত মিশেল লি’র তোয়ালে পরা অবস্থায় মার্শাল আর্ট।
চলচ্চিত্রের অ্যাকশনকে আলাদাভাবে প্রতিনিধিত্ব করা সিকুয়েন্সটি স্থান পেয়েছিল মুভির ট্রেইলারেও। তারপর থেকেই দুই নারীর এমন মুষ্ঠিযুদ্ধ নিয়ে শুরু হয়ে যায় হৈচৈ।
আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে
১১ মাস আগে
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
চলতি বছর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা দুটি। তবে সেগুলো যখন এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ততদিনের পুরো বিশ্বে মুক্তির কয়েক মাস হয়ে যায়।
তাই শাহরুখ খান ও সালমান খানের সিনেমা হয়েও ব্যবাসায়িক সুবিধা করতে পারেনি আমদানিকারি প্রতিষ্ঠান।
তবে শাহরুখের ‘জাওয়ান’ নিয়ে আলোচনা ছিল ভিন্ন।কারণ বলা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। ব্যবসায়িক দিক থেকে এটি যেমন সম্ভাবনাময় ছিল তেমনি আলোচনাও বেশ।
এদেশের শাহরুখ ভক্তরা অধীর অপেক্ষায় ছিল ৭ সেপ্টেম্বরের জন্য। কারণ আজ (৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘জাওয়ান’।
আরও পড়ুন: বাংলাদেশে কবে মুক্তি পাবে ‘জাওয়ান’
গতকাল (৬ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। আজ দুপুর পর্যন্ত মুক্তি অনিশ্চিত থাকলেও অবশেষে আনকাট সেন্সর পেলো 'জাওয়ান'। আর আজকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বলিউড বাদশাহর এই সিনেমা।
খবরটি নিশ্চিত করে পরিবেশক অনন্য মামুন ইউএনবিকে বলেন, এটি অবশ্যই আশাবাদের বিষয় যে বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশের দর্শক হলে গিয়ে 'জাওয়ান' দেখতে পাবে। মোট ৪৮ হলে সিনেমাটি মুক্তি পাবে।
মামুন আরও জানান, আজ (৭ সেপ্টেম্বর) থেকে সিনেপ্লেক্সেগুলোয় ' জাওয়ান' দেখা যাবে। আগামীকাল থেকে সিঙ্গেল স্ক্রিনের হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
দক্ষিণভারতের নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
১ বছর আগে
ফের সালমান খানকে হত্যার হুমকি, অভিযুক্ত আটক
বলিউডের সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার মুম্বাই পুলিশ এক কিশোরকে আটক করেছে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, গত ১০ এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে একটি হুমকি কল করা হয়েছিল। কলার নিজেকে রাজস্থানের যোধপুর থেকে ‘রকি ভাই’ হিসেবে পরিচয় দেন। তিনি নিজেকে একজন গো-রক্ষক বলে জানান। কলার ৩০ এপ্রিল সালমান খানকে ‘শেষ করার’ হুমকি দিয়েছিলেন।
মুম্বাই পুলিশ আরও বলেছে, কলার একজন অপ্রাপ্তবয়স্ক।
একজন কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করি না যে এই কলটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তবে কিশোরটি কেন এমন আচরণ করেছে তা আমরা তদন্ত করছি।’
এর আগে গত ২৬শে মার্চ সালমানকে প্রাণনাশের হুমকি দিয়ে মেইল পাঠানোর দায়ে রাজস্থানের যোধপুরের লুনির বাসিন্দা ধকদ রামকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আরও পড়ুন: ৫৭ বছরে সালমান খান: ‘ভাইজান’ এর জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া মুখরিত
বান্দ্রা থানায় এমর্মে একটি মামলাও করা হয়েছে।
অভিযুক্ত ধকদ রাম এক ই-মেইলে সালমানের উদ্দেশে লিখেছিলেন, সুপারস্টার ‘সিধু মুসেওয়ালার’ মতো একই পরিণতি হবে আপনারও।
যোধপুরের লুনি থানার কর্মকর্তা ঈশ্বর চাঁদ পারীক জানিয়েছেন, ‘সালমান খানকে ইমেইলে হত্যার হুমকির বিষয়ে বান্দ্রা থানায় একটি মামলা করা হয়েছে। একটি যৌথ অভিযানে মুম্বাই পুলিশ এবং লুনি পুলিশের দল অভিযুক্ত ধকদ রামকে গ্রেপ্তার করেছে। তিনি যোধপুর জেলার লুনির বাসিন্দা।’
হুমকির পাওয়ার পর থেকেই সালমান খানকে মুম্বাই পুলিশ ওয়াইপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে।
অভিনেতা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি চিঠি পাওয়ার পর থেকেই মহারাষ্ট্র সরকার সালমান খানকে নিরাপত্তা দিচ্ছে।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
১ বছর আগে
৫৭ বছরে সালমান খান: ‘ভাইজান’ এর জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া মুখরিত
বলিউডের মেগাস্টার সালমান খানের জন্মদিন উপলক্ষে বলিউডের অনেক সেলিব্রিটি তাদের সোশ্যাল মিডিয়ায় 'সুলতান' এই অভিনেতার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে আরেক মেগাস্টার অজয় দেবগন একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মদিন মোবারক হো @বিয়িংসালমানখান! অলওয়েজ উইশ অনলি দ্য বেস্ট ফর ইউ ফ্রেন্ড। সি ইউ সুন।’
১ বছর আগে
ক্যাটরিনার স্বামী ভিকি’র ওপর গোয়েন্দাগিরি করতে চান সালমান খান!
সুপারস্টার সালমান খান তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের ওপর গোয়েন্দাগিরি করতে চান। শনিবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এমন মজার তথ্য জানা গেছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬'-এর একটি আসন্ন পর্বে উপস্থাপক সালমান খানের সঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। তারা তাদের নতুন ছবি ‘ফোন ভূত’ এর প্রচারণায় এসেছিলেন।
কালারস টিভি সাম্প্রতিক পর্বের বেশ কয়েকটি প্রোমো প্রকাশ করেছে, যাতে ক্যাটরিনাকে উপস্থাপক সালমানের সঙ্গে মজার কিছু সময় কাটাতে দেখা যায়।
একটি প্রোমোতে সালমানকে ক্যাটরিনাকে বলতে দেখা যায় যে যদি তিনি একদিন ভূত হয়ে যান; তবে তিনি ক্যাটের স্বামী অভিনেতা ভিকি কৌশলের ওপর গুপ্তচরবৃত্তি করতে চান।
এর আগে ক্যাটরিনা সালমানকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ভূত হয়ে গেলে, কার ওপর গুপ্তচরবৃত্তি করতে চান?
আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি
এর জবাবে সালমান বলেন, ‘একজন লোক আছে, যার নাম ভিকি কৌশল।’
এসময় স্বামীর নাম শুনে লজ্জায় লাল হয়ে যান ক্যাটরিনা।
কেন তার স্বামীর ওপর গুপ্তচরবৃত্তি করতে চান ক্যাটরিনার এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘লাভিং হ্যায়, কেয়ারিং হ্যায়, ইয়া ডেয়ারিং হ্যায়। উসকে বারে মে বাত করতা হু তো আপ ব্লাশিং হ্যায় (তিনি প্রেমময়, যত্নশীল ও সাহসী। আর যখন আমি তার সম্পর্কে কথা বলি, আপনি লজ্জায় লাল হয়ে যান।’
সালমানের উত্তর শুনে ক্যাটরিনার মুখে হাসি দেখা যায়।
বিগ বসের শনিবারের এপিসোডে ক্যাটরিনা ও সালমানকে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচতেও দেখা যাবে।
অন্যদিকে, সালমান ও ক্যাটরিনার ভক্তদের জন্য আগামী বছরের দীপাবলির জন্য একটি বিশেষ উপহার রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পাবে এই জুটির ‘টাইগার ৩’ ছবিটি।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
বলিউড: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি!
২ বছর আগে
হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষ বলিউড সুপারস্টার সালমান খান এবং তার বাবা সেলিম খানের নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার সকালে সালমানের বাড়িতে যাওয়ার পর মুম্বাই পুলিশের একজন সিনিয়র অফিসার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘রবিবার খানদের (সালমান খান ও তার বাবাকে) একটি হুমকি চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে খান পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
প্রসঙ্গত, রবিবার সকালে সালমান খানের বাবা প্রাতঃভ্রমণ থেকে ফেরার সময় মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় তাদের বাড়ির বাইরে ‘হুমকি দেয়া চিঠি’ পান।
চিঠিতে বলা হয়েছে, ‘পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালার মতো একই পরিণাম হবে আপনাদের’।
আরও পড়ুন: বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
উল্লেখ্য, পাঞ্জাবের স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা শিথিল করার পর সম্প্রতি পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুজ ওয়ালা আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ বলেছে, তারা হুমকি চিঠির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। কারণ পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালাকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর দলের লোকেরা হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালে তারা সালমান খানকেও হত্যার হুমকি দিয়েছিল।
আবদুল রশিদ সেলিম সালমান খান ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। বলিউডের এই সুপারস্টার তার ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি তৃতীয় ধনী বলিউড অভিনেতা, যার আনুমানিক সম্পদ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।
রোমান্টিক নায়ক থেকে চটকদার অ্যাকশন সিনেমা পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করা ছাড়াও, সালমান একজন চলচ্চিত্র প্রযোজকও।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
সালমান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’- সিনেমায় সহ-অভিনেতা হিসেবে বলিউডে তার কর্মজীবন শুরু করেন।
তবে তার সাফল্য আসে এর এক বছর পরে রোমান্টিক ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য সালমান খান পুরস্কার পান।
অ্যাকশন থ্রিলার-‘করণ-অর্জুন’ (১৯৯৫), কমেডি সিনেমা-‘বিবি নং ওয়ান’ (১৯৯৯) এবং পারিবারিক কাহিনীনির্ভর সিনেমা-‘হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) বাণিজ্যিকভাবে তার অন্যতম সফল কাজ।
২০০০-এর দশকে ক্যারিয়ারে সামান্য ছন্দপতনের পর সালমান পরবর্তী দশকে ‘দাবাং’ (২০১০), ‘এক থা টাইগার’ (২০১২), ‘কিক’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) এবং ‘সুলতান’ (২০১৬) এর মতো অ্যাকশন চলচ্চিত্রগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেন।
আরও পড়ুন: তথ্যচিত্রে সালমানের জীবন
৫৫ বছর বয়সী এই অভিনেতা একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক এবং ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’- নামে একটি দাতব্য সংস্থার পরিচালকও।
তবে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরখ্যাত এই তারকাকে নিয়ে বিতর্কও কম নেই। তার একজন সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে ‘নিপীড়ন’ করার অভিযোগ এনেছিলেন। এবং বিলুপ্ত প্রায় প্রজাতির দুটি কালো হরিণ শিকারের দায়ে ২০১৮ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
২ বছর আগে
বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
মহাবলী হনুমানের একনিষ্ঠ ভক্ত পবনের সাথে হঠাৎ একদিন ভারতে এসে পড়া ছয় বছর বয়সী এক বোবা পাকিস্তানি মেয়ের দেখা হয়। অতঃপর সে এই ছোট্ট মেয়েটিকে তার বাবা-মার কোলে ফিরিয়ে দিতে শুরু করে এক রোমাঞ্চকর যাত্রা। বলছি ২০১৫ সালের ভারতীয় ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজান-এর কথা। বলিউড মাতাতে এই ভাইজান খ্যাত সালমান খান মুন্নিকে সাথে করে আবারও আসছেন বজরঙ্গি ভাইজান-২ নিয়ে। চলুন, এর অগ্রগতির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
বজরঙ্গি ভাইজান সিক্যুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা
গত ১৯ ডিসেম্বর, ২০২১ এ মুম্বাইতে অনুষ্ঠিত এস এস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির প্রি-রিলিজ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে তিনি আরআরআর সিনেমার প্রোমোর পাশাপাশি রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ-এরও ভূয়সী প্রশংসা করেন। বিজয়েন্দ প্রসাদ বজরঙ্গি ভাইজানের চিত্রনাট্য লিখেছিলেন। সালমান খান অকপটে স্বীকার করেন যে এটি ছিল তার মুভি ক্যারিয়ারের শ্রেষ্ঠ ছবিগুলোর একটি।
এরই ধারাবাহিকতায় মুভিটির সিক্যুয়েল নিয়ে কারান জোহারের প্রশ্নে ইতিবাচক সাড়া দেন বলিউড হিরো। প্রচন্ড উচ্ছ্বাসের সাথে নিশ্চিত করেন বজরঙ্গি ভাইজানের নতুন সংস্করণের কথা।
এ সময় আরআরআর-এর পরিচালক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেগু নায়ক এনটিআর রমা রাও জুনিয়র, আলিয়া ভাট, রাম চরণ এবং কারান জোহার।
আরও পড়ুন: হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
বজরঙ্গি ভাইজান-২ এর পরিকল্পনা
বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় অধ্যায়েরও চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। একটি একক সাক্ষাৎকারে এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক জানান যে, তিনি সিকুয়ালটির জন্য একটি দারুণ গল্প তৈরি করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি সালমান খানের সাথে আইডিয়াটা শেয়ার করেছেন। পুরো গল্প শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সালমান। এখন শুধু একটা ভালো নির্দেশনার অপেক্ষা।
বজরঙ্গি ভাইজান-এর পরিচালক কবির খান ইতোমধ্যে পার্ট-২ এর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ব্যবসায়ীক কারণে যে কোন মুভির সিকুয়াল তৈরিতে তার দৃষ্টিভঙ্গি আগে থেকে গণযোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।
তার মতে, একটি গল্পের দৃশ্যায়ন তখনই করা সম্ভব যখন একজন গল্পকার স্বতঃস্ফূর্তভাবে তার গল্প নিয়ে প্রস্তুত থাকেন।
একজন গল্পকার হিসেবে একটি সিনেমা বানিয়ে শেষ করার পর তার চরিত্রগুলোর ভবিষ্যত নিয়ে স্বভাবতই ভেতর থেকে একটা তাগাদা অনুভব করেন তিনি। কিন্তু সেগুলো নিয়ে আবার প্রথম ঘটনার শেষ থেকে শুরু করাটায় তিনি নিরুৎসাহিত বোধ করেন।
পড়ুন: চরকি অরিজিনাল ‘জাগো বাহে’: ঐতিহাসিক তিন গল্পের অমনিবাস চলচ্চিত্র
২ বছর আগে
হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
বিশ্বনন্দিত অস্কার জয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাডঢা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২২ সালের ভালোবাসা দিবসে। ২০১৯ এর অক্টোবরে শ্যুটিং শুরুর পর ২০২০ এর বড় দিনে চলচ্চিত্রটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পিছিয়ে যায় আমির খান প্রযোজিত চলচ্চিত্রটি। কিন্তু ভক্তদের প্রতীক্ষার প্রহর আরও বাড়িয়ে অবশেষে ২০২২ এর ১৪ ফেব্রুয়ারিতে যেয়ে ঠেকলো মুক্তির দিনক্ষণ। বলিউডের তিন দিকপাল আমির খান, শাহরুখ খান এবং সালমান খানকে একসাথে দেখা যাবে চলচ্চিত্রটিতে। চলুন, সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।
হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’
১৯৮৬ সালে প্রকাশিত উইনস্টোন গ্রুমের উপন্যাস অবলম্বনে রবার্ট জেমেকিস-এর পরিচালনায় নির্মিত হয়েছিল এই আমেরিকান কমেডি-ড্রামা চলচ্চিত্রটি। ১৯৯৪ সালের মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
এটি মূলত ফরেস্ট গাম্প নামের সহজ-সরল এক মানুষের জীবনভর দৌড়ের গল্প। বিংশ শতাব্দীতে আমেরিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করে যাওয়ার পরেও যে দৌড় অব্যাহত ছিল। কর্তব্য, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুর সমন্বয়ে জীবনটা যেন দৌড় প্রতিযোগিতার এক দীর্ঘ মাঠ।
চলচ্চিত্রটিতে ফরেস্ট গাম্প চরিত্রটির সাথে দেখা হয় আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি, রিচার্ড নিক্সন, কিং নামে খ্যাত বিশ্ববিখ্যাত গায়ক এলভিস প্রিসলি, শিল্পী জন লেনন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, গ্যারি সিনিস, রবিন রাইট, ও স্যালি ফিল্ড। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট ৬টি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল।
পড়ুন: আইএএফএম ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে
‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক-এর পরিচালক
লাল সিং চাড্ঢা সিনেমার পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। সিনেমা পাড়ায় তাঁর বিচরণ অনেক আগে থেকে হলেও নির্দেশক হিসেবে তাঁর আবির্ভাব ঘটে ২০১৭ সালের আমির খান প্রোডাকশন ‘সিক্রেট সুপারস্টার’ এর মাধ্যমে। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। সে বছর এটি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। অদ্বৈত শ্রেষ্ঠ অভিষেক পরিচালনায় জি সিনে অ্যাওয়ার্ডও অর্জন করে নেন।
২০০৭ এর ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’ এর সহকারী প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন অদ্বৈত। চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ ছিল ২০০৭ সালে রিমা কাগতি পরিচালিত ‘হানিমুন ট্রাভেল্স প্রাইভেট লিমিটেড’ সিনেমার প্রোডাকশন অ্যাসিস্টেন্ট হিসেবে।
পড়ুন: অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
৩ বছর আগে
ভয়াবহ করোনার মধ্যে ঈদ, শাহরুখ-সালমানের শুভেচ্ছা
ঢাকা, ১৫ মে (ইউএনবি)- ঈদ এলেই বলিউড খানদের ফ্যানরা অধির আগ্রাহে থাকেন কখন খানরা ঈদের শুভেচ্ছা জানাবেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়ায় সব তারকারা যখন ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক তখন দুই খানের পোস্টের অপেক্ষা করছিলেন ফ্যানেরা। সালমন খান ও শাহরুখ খান। ঈদের দিনে দুজনেই ফ্যানদের শুভেচ্ছা জানালেন।
আরও পড়ুন: ক্যাটরিনা এবার ‘হোয়াটস ইন ইয়োর ডাব্বা চ্যালেঞ্জে’
কঠিন পরিস্থিতিতে রয়েছে দেশ। সেই সময় শাহরুখ সকলের সুস্থতা কামনা করলেন। পোস্ট করলেন একটি ধুসর ছবি। গালে কাঁচাপাকা দাড়ি, চোখে সানগ্লাস। লিখলেন-'বিশ্বের সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। ভগবান যেন আমাদের প্রত্যেককে এই কঠিন সময়ে লড়ার শক্তি দেন, একে অপরকে সাহায্য় করার সামর্থ দেন দেশের সকলকে। একসাথে আমরা এই লড়াইয়ে জয়ী নিশ্চয়ই হব। ভালবাসি।'
আরও পড়ুন: বলিউড: আইসোলেশন জীবনে স্যোশাল মিডিয়ায় সরব ক্যাটরিনা
অন্যদিকে সালমন খান আবার ফ্যানদের থেকে রিটার্ন গিফট পেয়ে গিয়েছেন। বৃহস্পতিবারই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'RADHE'। আর সেই ছবি প্রথম দিনেই রেকর্ড গড়েছে। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সালমন লেখেন-'সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ আমায় এত সুন্দর রিটার্ন গিফট দেয়ার জন্য। আপনাদের সকলের ভালবাসায় 'রাধে' মোস্ট ওয়াচড ফিল্ম অন ফার্স্ট ডে-র শিরোপা পেয়েছে। চলচ্চিত্র জগৎ আপনাদের ভালবাসা ছাড়া অচল।'
আরও পড়ুন: বলিউডে মাদক কেলেঙ্কারি: মিডিয়া ট্রায়ালের অভিযোগে কাঠগড়ায় ২ চ্যানেল
এই রিটার্ন গিফট পেয়ে আনন্দে আত্মহারা সালমন। ঈদের দিনই একদম সাধারণ সাজে গেলেন টিকা নিতে। সূত্রের খবর এর আগেই প্রথম ডোজ নিয়েছিলেন সালমন এবার নিলেন দ্বিতীয় ডোজ। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সোশ্যাল মিডিয়ায় এই দুই খানের শুভেচ্ছা পেয়ে তাদের ফ্যানদের ঈদও আনন্দে ভরে গেছে।
সূত্র: টাইম অফ ইন্ডিয়া বাংলা
৩ বছর আগে