নিয়ন্ত্রণে
ময়মনসিংহ বিসিকের আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহ নগরীর বিসিক শিল্প নগরীর কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনের কেমিকেল উত্তপ্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিসিক শিল্প নগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামে একটি কীটনাশক কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এই গোডাউনে কেমিকেল ও অন্যান্য কাঁচামাল সংরক্ষণ করে বিসিকের অন্য কারখানায় প্যাকেজিং করা হতো। তাই কীটনাশক তৈরির দাহ্য পদার্থে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: ময়মনসিংহে কৃষি পণ্যের গুদামে আগুন
বিসিকের শ্রমিক জুলহাস মিয়া বলেন, ‘আমরা একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার শুরু করে কয়েকজন। বের হয়ে দেখি হেকেম কোম্পানির ভেতরে আগুন।’
এছাড়া মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভেতরে কেমিকেলের ড্রামগুলো ফুটে বিকট শব্দ হচ্ছে বলে জানান জুলহাস।
হেকেম বাংলাদেশের ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, ‘আমাদের কারখানায় জয়গা কম থাকার কারণে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে এই বিসিকের একটি কারখানায় কীটনাশক তৈরি করা হতো।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এবং ফোমের সাহায্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এসময় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন বলে জানান তিনি।
আরও পড়ুন: মিরপুরে গ্যাসের আগুনে একই পরিবারের পাঁচজনসহ দগ্ধ ৭
৩ সপ্তাহ আগে
পুরান ঢাকায় ছাপাখানার আগুন নিয়ন্ত্রণে
শুক্রবার রাতে পুরান ঢাকার পাটুয়াটুলিতে একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, রাত ৯টা ৩৮ মিনিটে জিনাত প্রিন্টিং ওয়ার্কস লিমিটেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরাও।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে
৯ মাস আগে
উত্তরার কাঁচাবাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে লাগা আগুন নেভানো হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। এরপর উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের ৯টি ইউনিট রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, কাঁচাবাজারের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
আরও পড়ুন: পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন
বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে
৯ মাস আগে
গাজীপুরে মার্কেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের কয়েকটি গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।
বুধবার(২৮ ফেব্রুয়ারি)ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, টঙ্গী বাজারের মিতালী ম্যানসনে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। ভবনটির পাঁচ তলা ভবনে আগুন লাগে। পরে আগুন তিনতলা ও চারতলায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রাজধানীর উত্তর বাড্ডায় করাতকলের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে টঙ্গী ও আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: শেরপুর আগুনে পুড়ে দাদি-নাতির মৃত্যু
৯ মাস আগে
রাজধানীর উত্তর বাড্ডায় করাতকলের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তর বাড্ডায় আজ একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে করাতকল থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত সংলগ্ন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: ডেমরায় সুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে ফোম কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
৯ মাস আগে
কারওয়ান বাজারে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত ২টা ২৩ মিনিটের দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বস্তি থেকে দুটি দগ্ধ লাশ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৮টি শেড
ফেনীতে আগুনে দগ্ধ সেই পরিবারের ৩ জনের কেউই বেঁচে নেই
১১ মাস আগে
নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
নরসিংদীর পাঁচদোনা উপজেলার বসন্তপুরে একটি সুতার কোণ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত ভোর রাত ৪টার দিকে কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাতের খবর পাওয়া যায়।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ১২ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করেন কারখানার মালিক।
আরও পড়ুন: গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
১ বছর আগে
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স নামের কারখানায় আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ আশপাশের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সাভারে পার্ক করা বাসে আগুন
নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১ বছর আগে
নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থলে গিয়ে জানান, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রোল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন ধরে যায়।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি আরও বলেন, ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ক্যাম্পাসে ভবনের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয় ছয়জনকেl
এক ব্যক্তির লাশ ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর আদাবরে ভবনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে