নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ঘটনাস্থলে গিয়ে জানান, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রোল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন ধরে যায়।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি আরও বলেন, ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে