ওয়ানডে সিরিজ
ব্যাট নিয়েছে আফগানিস্তান, ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ
চট্টগ্রামে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
এই ম্যাচের জন্য দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। স্পিনার রশিদ খান ও মোহাম্মদ সেলিমকে বিশ্রামে পাঠিয়ে দলে আবদুর রহমান ও জিয়া আকবরকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: লিটন দাস বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩১ রান করে আফগানিস্তান। বাংলাদেশ সেই রান তাড়া করতে ব্যর্থ হওয়ায় আফগানিস্তানের কাছে তাদের প্রথম ওয়ানডে সিরিজ হেরে যায়।
প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ডিএল পদ্ধতিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুর রহমান ও জিয়া আকবর
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েছেন এবাদত
১ বছর আগে
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু বৃহস্পতিবার
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আর খেলা শুরু হবে বৃহস্পতিবার (৬ জুলাই)। এদিন সকাল ৯টায় মাঠে গড়াবে যুবাদের প্রথম ওয়ানডে ম্যাচ।
বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগার। সিরিজ ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় দলের অধিনায়ক।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
এর আগে আজ সকাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ওয়ানডের অনুশীলন করেছে। আর বিকালে দক্ষিণ আফ্রিকার যুবাদের অনুশীলন।
সিরিজের প্রথম ৩ ওয়ানডে ম্যাচ হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে।
এদিকে প্রথম ওনানডে মাঠে গড়ানোর আগে আজ শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।
যুবাদের এই দলের সামনে একেবারেই নতুন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ফলাফল ভালো হয়নি টাইগারদের।
তবে এবার নিজেদের আরও বেশী প্রস্তুত করে নিয়েছে যুবারা। নতুন প্রতিপক্ষ হলেও এই সিরিজে ভালো করার আশা ক্রিকেটারদের। আগামী বছর বিশ্বকাপের আগে এ ধরনের সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতেও কাজে দিবে বলে আশা তাদের।
আর দীর্ঘ চার বছর পর খুলনায় কোনো বিদেশি ক্রিকেট দলকে আতিথিয়েতা দিতে প্রস্তুত শেখ আবু নাসের স্টেডিয়ামও।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে।
দর্শকদের জন্য উম্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।
সূচি অনুযায়ী, আগামী ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
১ বছর আগে
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
চেমসফোর্ডের ভেন্যুতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ওয়ানডে ম্যাচটি কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ফলে আয়ারল্যান্ডকে এখন জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নিতে হবে। উক্ত টুর্নামেন্টে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাসহ ১০টি দল অংশ নেবে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে, যা এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ জায়গা করে নিতে আয়ারল্যান্ডের এই সিরিজের সব ম্যাচ জিততে হবে।
আরও পড়ুন: ওয়ানডে সিরিজ: উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
এর আগে, পূর্বাভাস বলেছিল যে ম্যাচটি বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে এবং শেষ পর্যন্ত সেরকমটাই ঘটল। বাংলাদেশ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে এবং মুশফিকুর রহিমের একটি ফিফটির সুবাদে মাঝারি গোছের স্কোর ২৪৬ করতে সক্ষম হয়।
জবাবে, আয়ারল্যান্ড একটি ভালো শুরুর মধ্য দিয়ে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ১৬ দশমিক ৩ ওভারে তিন উইকেটে ৬৫ রান করে।
ফলাফলটি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণকে প্রভাবিত করবে না, কারণ তারা ইতোমধ্যেই টুর্নামেন্টে তাদের জায়গা দখল করেছে।
আগামী ১২ ও ১৪ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ দু’টি।
আরও পড়ুন: রাতেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল
১ বছর আগে
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবে লিটন
ভারতের বিপক্ষে ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়ক মনোনীত হয়েছেন প্রথম সারির ব্যাটসম্যান লিটন দাস।
২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান একই প্রতিপক্ষের বিপক্ষে ২০১৫ সালে অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ৫৭ ওয়ানডেতে ১৮৩৫ রান করেছেন। কুঁচকির আঘাতের কারণে বর্তমান অধিনায়ক তামিম ইকবালকে দল থেকে প্রত্যাহার করতে বাধ্য করার পর এই দায়িত্বটি অর্পণ করা হয়েছে।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং নেতৃত্বের গুণাবলী দেখিয়েছেন।’
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ২০২২: স্টোকসের নেতৃত্বে শিরোপা জয়ী ইংল্যান্ড
জালাল আরও বলেন, ‘তার একটি তীক্ষ্ণ ক্রিকেটিং মন আছে এবং খেলাটি ভালভাবে উপলদ্ধি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজে চোটের জন্য তামিমকে হারানোটা খুবই দুঃখজনক। বিশেষ করে তার অধিনায়কত্বে দল গত কয়েক বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে। এই ফরম্যাটে সে আমাদের সবচেয়ে সফল ব্যাটসম্যান। তাকে মিস করা হবে। কিন্তু আমরা এটাও মনে করি যে লিটনের ক্যাপ্টেন হিসাবে ভালো কাজ করার গুণ রয়েছে।’
তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়েছেন। তবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তাকে পাওয়া যেতে পারে।
ডিসেম্বর মাসের ৪ ও ৭ তারিখ প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয়টি হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারত
বিসিএল ওয়ানডে শুরু ২০ নভেম্বর
১ বছর আগে
জয় দিয়ে বিপর্যয়কর জিম্বাবুয়ে সফর শেষ করল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ১০৫ রানের সান্ত্বনা জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে টাইগারদের বিপর্যয়কর জিম্বাবুয়ে সফর শেষ হলো।
২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই প্রথম সিরিজ হার।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে টাইগাররা স্বাগতিকদের ২৫৭ রানের টার্গেট দেয়। জবাবে জিম্বাবুয়ে ৩২ ওভার ২ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায়।
জিম্বাবুয়ের হয়ে প্রথম দুই ম্যাচে দুই সেঞ্চুরি করা সিকান্দার রাজা এই ম্যাচে শূন্য রানে আউট হন। তিনি হাসান মাহমুদের বলে ফেরেন।
আরও পড়ুন: ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় জিম্বাবুয়ের
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজু রহমান পাঁচ ওভার ২ বলে ১৭ রান দিয়ে চার উইকেট নেন। ইদাদত হোসেন ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে আফিফ হোসেনের অপরাজিত ৮৫ এবং এনামুল হক বিজয়ের সিরিজে দ্বিতীয় অর্ধশতকে ভরে করে ৯ উইকেটে ২৫৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও লুক জংওয়ে দুটি করে উইকেট নেন।
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এবং ২-১ ব্যবধানে পরাজিত হয়।
২ বছর আগে
দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়নে ম্যাচটি শুরু হয়েছে।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দল। এর ফলে এ ম্যাচেই সিরিজ নির্ধারিত হবে।
বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে পারেনি। এটা জিততে পারলে তা হবে টাইগারদের জন্য ঐতিহাসিক জয়।
আরও পড়ুন: পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব
এদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে তামিমরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জ্যানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), কাইল ভেরেইনা, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
আরও পড়ুন: ৭ উইকেটে জিতে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা
২ বছর আগে
৭ উইকেটে জিতে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিকরা। এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ মার্চ সেঞ্চুরিয়নে হবে।
রবিবার জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিম ইকবালরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৪ সংগ্রহ করে টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও কাইল ভেরেইনের অর্ধশতকে ভর করে ৭৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ডি কক। এছাড়া কাইল ভেরেইন ৫৮ রান এবং টেম্বা বাভুমা করেন ৩৭ রান।
বাংলাদেশের হয়ে আফিফ, সাকিব ও মেহেদী একটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে দলীয় রান ৫০ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী- কেউই ভালো খেলতে পারেননি। তামিম, সাকিব ও ইয়াসির যথাক্রমে ১, ০ ও ২ রানে আউট হন।
ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন। তবে ২৫ রানে মাহমুদউল্লাহকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন তাবরেজ শামসি।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
সপ্তম উইকেটে আফিফ ও মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৮৬ রান। ৪৬তম ওভারে ৭২ রান করে টেম্বা বাভুমার বলে ফেরেন আফিফ। একই ওভারে ৩৮ রান করে আউট হন মেহেদী মিরাজও।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ১০ ওভারে ৩৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন এই প্রোটিয়া বোলার।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। আর এটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে জয়।
২ বছর আগে
দ. আফ্রিকায় ইতিহাস পরিবর্তনে মুখিয়ে বাংলাদেশ: তামিম
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে শুক্রবার। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, প্রোটিয়াদের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলে ইতিহাস পরিবর্তনে মুখিয়ে রয়েছেন তারা।
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয়টি জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়াম এবং তৃতীয়টি সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে।
সিরিজ শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে তামিম বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সব সফরই কঠিন ছিল। আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাইছি এবং তা করার জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সাহসী হতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২২ সরাসরি দেখুন অনলাইনে
এই সিরিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে চারটিতে জিতেছে টাইগাররা।
আগামীকালের ম্যাচের ভেন্যু ঐতিহাসিকভাবেই ব্যাটারদের পক্ষে। এই ভেন্যুতে শেষ ১০টি ওয়ানডে ইনিংসের গড় মোট ২৪৬ রানের বেশি। তবে তামিম বলেছেন, খেলোয়াড়রা মাঠে ভালো না খেললে পরিসংখ্যান কিছুই না।
আরও পড়ুন: অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব
বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘ইতিহাস বলে এটা ব্যাটারদের জন্য ভালো জায়গা। তবে মূল কথা হলো মাঠে ভালো খেলা। এই সত্য আমাদের মনে রাখতে হবে। তারা আমাদের ওপর সব দিক থেকে আক্রমণ করবে। তাই আমাদের এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে। বিশ্বকাপে আমরা তাদের হারিয়েছি। এই অবস্থায় ভালো না করার কোনো কারণ নেই। আমাদের একটা ভালো শুরু করতে হবে।’
সাকিব আল হাসানের বিষয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে মাঠে নামতে প্রস্তুত সাকিব। আমরা এখানে কীভাবে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তা নিয়ে আলোচনা করেছি। দলের প্রত্যেক সদস্যই ভালো ক্রিকেট খেলতে আগ্রহী। এ ছাড়া আমাদের ভাবার কিছু নেই।’
২ বছর আগে
লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন ও মুশফিকের দুর্দান্ত জুটিতে ভর করে আফগানদের ৮৮ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
এছাড়া এ জয়ের ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে টপকে শীর্ষে এখন বাংলাদেশ। এ ইভেন্টে টাইগারদের এখন ১০টি জয় রয়েছে এবং ইংল্যান্ডের ৯টি।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।
লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ড ২০২ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে টাইগাররা।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন লিটন দাস। তিনি ১২৬ বলে ১৬টি চার ও দুটি ছয়ের মারে এ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম শতক। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এছাড়া মুশফিকুর রহিম করেন ৯৩ বলে ৮৬ রান এবং সাকিব আল হাসান ৩৬ বলে ২০ রান।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফরিদ আহমেদ। এছাড়া রশিদ খান ও ফজল হক ফারুকি নেন একটি করে উইকেট।
বাংলাদেশের দেয়া ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ দশমিক ১ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২১৮ রান তুলে সফরকারীরা।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া রহমত উল্লাহ ৫২ এবং মোহাম্মদ নবী করেন ৩২ রান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় বাংলাদেশের
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে ২৮ ফেব্রুয়ারি হবে।
এ সিরিজের পর দু’দলের ঢাকায় দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচ দুটি ৩ ও ৫ মার্চ হবে।
২ বছর আগে
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নেয় টাইগাররা।
আরও পড়ুন: জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মুনিম শাহরিয়ার
রোমাঞ্চকর ফাইনালে বরিশালকে হারাল কুমিল্লা
২ বছর আগে