বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়নে ম্যাচটি শুরু হয়েছে।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দল। এর ফলে এ ম্যাচেই সিরিজ নির্ধারিত হবে।
বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে পারেনি। এটা জিততে পারলে তা হবে টাইগারদের জন্য ঐতিহাসিক জয়।
আরও পড়ুন: পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব
এদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে তামিমরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জ্যানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), কাইল ভেরেইনা, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
আরও পড়ুন: ৭ উইকেটে জিতে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা