টেস্ট সিরিজ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আর অক্টোবর ২৯ থেকে দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি।
ছয় ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আট ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
আরও পড়ুন: বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
তাই, আসন্ন সিরিজটি উভয় দলের জন্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করার চমৎকার সুযোগ।
দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে মিরপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে, সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে বাভুমা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
বাঁ হাতি পেসার ন্যান্ড্রে বার্গারকে প্রাথমিক দলে রাখা হলেও, ইনজুরির কারণে তিনি বাংলাদেশ সফর মিস করছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকান দল এরই মধ্যে ঢাকায় চলে এলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। ভারতের বিপক্ষে ব্যর্থ সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টিতেই পরাজিত হয়।
আরও পড়ুন: বিক্ষোভের হুমকি সত্ত্বেও সাকিবের নিরাপত্তার আশ্বাস সরকারের
২ মাস আগে
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার সবুজ সংকেত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ সরকারের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসতে রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রোটোকল খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
প্রতিনিধি দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশন্স ম্যানেজার, টিম সিকিউরিটি ম্যানেজার, সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট ও সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি।
আরও পড়ুন: কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
এর আগে নিরাপত্তা শঙ্কায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ২১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে ১৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২ মাস আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত
চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি মিডিয়া লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে জালাল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়লে শান্ত দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
আঙুলের চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অনুপস্থিত সাকিব আসন্ন টেস্ট সিরিজেও থাকবেন না।
ওপেনার লিটন দাসকেও এক মাসের ছুটি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি একটি শিশুকন্যার বাবা হয়েছেন।
জালাল বলেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছিল, আমরা এক মাস মঞ্জুর করেছি।’
অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যালান ডোনাল্ড।
শিগগিরই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি।
আরও পড়ুন: বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
১ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘দলীয় পারফরম্যান্স’ দেখতে চান সাকিব
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার অ্যান্টিগায় শুরু হবে। এ সিরিজে খেলোয়াড়রা একটি দল হিসেবে পারফর্ম করবেন বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ টেস্ট দলের নবনিযুক্ত অধিনায়ক সাকিব আল হাসান।
পূর্ববর্তী অধিনায়ক মুমিনুল হক অধিনায়কত্বে ছন্দ খুঁজে না পেয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর সাকিব টেস্ট অধিনায়কের দায়িত্ব নেন। ঘরের মাঠে শেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমি এই সিরিজে দলের পারফরম্যান্স খুঁজছি। আমরা সম্প্রতি টেস্টে ভালো খেলতে পারিনি। তাই সবাইকে ভুল প্রমাণ করার এবং ভালো খেলার জন্য এই সিরিজটি আমাদের জন্য একটি বড় সুযোগ। এই টেস্ট থেকে আমাদের ভালো পারফরম্যান্স নিতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ভালো খেলেছেন সাকিব। তবে তিনি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে শেষ সফরে বাংলাদেশ ভালো করতে পারেনি। তবে সাকিব বলেন, বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন ভালো এবং তারা ভালো ক্রিকেট প্রদর্শনের বিষয়ে আশাবাদী।
অ্যান্টিগার উইকেট আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে বলেও জানান বাংলাদেশি অধিনায়ক।
তিনি বলেন, ‘উইকেটটা আমার কাছে ভালো লাগছে। এটা ব্যাটারদের প্রথম দিকে সাহায্য করবে। কিন্তু ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাটিং কঠিন হতে পারে। আর তখনই স্পিনারদের কাজ করতে হবে।’
আরও পড়ুন: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির
এ সিরিজে বাংলাদেশ দল অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না। এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বিও। তার পরিবর্তে আট বছর পর দলে ডাক পেয়েছেন এনামুক হক বিজয়।
কিছুদিন পর টেস্টে ফিরতে চলেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের এই দীর্ঘ সংস্করণে খেলতে রাজি না থাকলেও টিম ম্যানেজমেন্ট তাকে রাজি করায়।
দুটি টেস্ট ছাড়াও এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
২ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট সিরিজ ২০২২: লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যস্ততার ধারা অব্যাহত রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২। এই উদ্দেশ্যে গত ৮ মে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশ দুটির তুলনামুলক অবস্থানকে ছাপিয়ে শত সম্ভাবনার দোলাচলে ভাসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। বাংলাদেশের বিগত কয়েকটি ম্যাচের মত এই সিরিজটিও বাংলাদেশিরা স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবে। পাশাপাশি ঘরে বসে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ তো থাকছেই। সেই সরাসরি খেলা দেখার প্ল্যাটফর্মের তথ্যসহ শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের আদ্যোপান্ত নিয়েই এই ফিচার।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২ এর সময়সূচি
ছোট্ট এই টেস্ট সিরিজটিতে টেস্ট ম্যাচ থাকছে মাত্র দুটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ) ইতোমধ্যে তার সময়সূচি নিশ্চিত করেছে। ১৫ মে রবিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি চলবে ১৯ মে বৃহস্পতিবার পর্যন্ত। দ্বিতীয় ম্যাচের তারিখ ঠিক হয়েছে ২৩ মে সোমবার ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ২৭ মে শুক্রবার এই টেস্টের শেষ দিনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে টেস্ট সিরিজটির।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় পূর্বনির্ধারিত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
চূড়ান্ত সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা স্বাগতিকদের সঙ্গে একটি প্রস্তুতি টেস্ট ম্যাচ খেলবে। দুদিনের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ যে চ্যানেলগুলোতে দেখা যাবে
বরাবরের মত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি (গাজী টিভি) এবং টি স্পোর্টস (তিতাস স্পোর্টস)। চ্যানেলগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ম্যাচগুলোর লাইভ পাওয়া যাবে। দেশের বেসরকারি মার্কেটিং এজেন্সি ব্যানটেকের ব্যানারে প্রতিটি লাইভ সম্প্রচারিত হবে। কেননা প্রতিষ্ঠানটি বিসিবির কাছ থেকে টেস্ট সিরিজটির অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি টিভি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দুই দলের স্কোয়াড
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড (মোট ১৮ জন)
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা কারুনারাত্নে, কাসুন রাজিথা, সুমিন্দা লক্ষণ, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, লাসিথ এমবুল্ডেনিয়া, প্রবীণ জয়াবিক্রমা, রমেশ মেন্ডিস এবং কুশাল মেন্ডিস (ফিটনেস সাপেক্ষে খেলবেন)।
আরও পড়ুন: ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশ টেস্ট স্কোয়াড (মোট ১৬ জন)
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, রহমান রাজা, মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, কাজী নুরুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
সবশেষ বলতে হয় যে ম্যাচ পরিসংখ্যান বাংলাদেশের বিরুদ্ধে থাকলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ২০২২’র দিকে উৎসুক দৃষ্টে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আন্তর্জাতিক টেস্টে দুই দেশে ক্রিকেট যুদ্ধ সংঘটিত হয়েছে মোট ২২ বার। এখানে শ্রীলংকার জয় পেয়েছে ১৭টিতে আর বাংলাদেশের অর্জন মাত্র একটি। চারটি ম্যাচে ড্র নিয়ে উভয় দল সমান সমান অবস্থানে আছে। সুতরাং সম্ভাব্যতায় জয়ের হাওয়া শ্রীলঙ্কানদের দিকে। এরপরেও যেহেতু ক্রিকেট খেলায় কোনো কিছুই আগে থেকে নিশ্চিত বলা যায় না, তাই বাংলাদেশ জাতীয় দলের ভক্তরা প্রহর গুনছে জয়োল্লাসের।
আরও পড়ুন: রবিবার ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল
২ বছর আগে
মিরাজের পরিবর্তে টেস্ট দলে ডাক পেলেন নাঈম
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমে ম্যাচে আঙুলে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে ডানহাতি স্পিনার নাঈম হাসানকে ১৫ সদস্য বিশিষ্ট দলে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘২৪ এপ্রিল একটি ম্যাচে ক্যাচ নেয়ার সময় মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান। এক্স-রেতে দেখা যায় তার আঙুল নড়ে যাওয়ার পাশাপাশি চিড়ও ধরেছে।’
তিনি বলেন, ‘আহত স্থানের সুরক্ষায় স্প্লিন্ট ব্যবহার করা হয়েছে। প্রাথমিক মূল্যায়ন থেকে মনে হচ্ছে সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগতে পারে যা তাকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ দিতে পারে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচে মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজটি ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সিরিজের প্রথম ম্যাচটি ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন: দলের প্রয়োজনে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে: বিসিবি সভাপতি
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্ট): মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মো. শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
২ বছর আগে
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পারিবারিক কারণে গত সিরিজ খেলতে না পারলেও এই সিরিজে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া ফিটনেস ঠিক থাকলে খেলবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এছাড়া দলে রাখা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে।
তবে অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম।
আরও পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
২ বছর আগে
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন সাকিব
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি ফ্লাইটে উঠতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের দুই সন্তানসহ কমপক্ষে পরিবারের চার সদস্য বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়টা সাকিব পরিবারের পাশে থাকতে চান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ৩১ মার্চ। এ ম্যাচটি খেলতে পারছেন না সাকিব। তবে ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সেই ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যেতে পারেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের অন্যতম ভরসা ছিলেন সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ এবং সে ম্যাচে অর্ধশতক করে ম্যাচ সেরা হন সাকিব। আর এ সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
এর আগে মানসিকভাবে ফিট নয় বলে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। বিসিবিও তার দুই মাসের ছুটি মঞ্জুর করে। তবে পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা যান তিনি।
আরও পড়ুন: পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব
২ বছর আগে
অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব
অনিশ্চয়তা ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে সাকিবের উপস্থিতিতে গণমাধ্যমকে বলেছেন,আজকে সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে দ.আফ্রিকা সফরের জন্য প্রস্তুত।সিরিজে অংশ নিতে সাকিব আগামীকাল ঢাকা ত্যাগ করবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ২০২২ সালে বাংলাদেশ কমপক্ষে ১৪ টি ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি এবং আটটি টেস্ট খেলবে। সেক্ষেত্রে সব ম্যাচে অংশ নেয়া সিনিয়র খেলোয়াড়দের জন্য কঠিন হবে। তাই কাজের চাপ বিবেচনা করে তারা বিশ্রাম নিতে পারে।
আরও পড়ুন: সব ফরম্যাটেই সাকিবের সঙ্গে নতুন চুক্তি ঘোষণা বিসিবির
তিনি আরও বলেন,আমাদের মনে রাখতে হবে যে সিনিয়র খেলোয়াড়রা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। আমাদের সিনিয়র খেলোয়াড়দের জন্য এই সব ম্যাচ খেলা কঠিন। এটাই সত্যি এবং এটা আমাদের বুঝতে হবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের কিছু ব্রেক দরকার।
উল্লেখ্য ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরুর কথা রয়েছে।
আরও পড়ুন: বিসিবি সাকিবের পেছনে ছুটতে পারে না: খালেদ মাহমুদ
২ বছর আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ: অতীত ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মুমিনুল
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছেন, নিউজিল্যান্ডে অতীতে যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্টে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে টাইগার অধিনায়ক নতুন শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে মোট ৩২টি ম্যাচ খেলেও জয়ের পাল্লা শূন্য বাংলাদেশের।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে আমরা বেশি ভাবছি না। আমরা নতুন বছরে ভালো করার কথা ভাবছি।’
আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ ১১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। দুই দিনের অনুশীলন ম্যাচ দিয়ে সিরিজের আগে প্রস্তুতির জন্য তারা মাত্র ১০ দিনের সময় পেয়েছে।
সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলনের সময়গুলো যথেষ্ট উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আমরা ভালো পর্যায়ে আছি। আমি বিশ্বাস করি আমাদের সেরা ক্রিকেট খেলতে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা জানি নিউজিল্যান্ডে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তা করলে আমাদের স্বাভাবিক খেলার ক্ষতি হবে। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের পেস বোলিং মোকাবিলা করা। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, আমরা এ বিষয়ে সচেতন এবং কিউই পেস আক্রমণের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: বিপিএল-২০২২: একই দলে তামিম-মাশরাফি-রিয়াদ
বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘কিউইদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে এবং আমরা সবাই জানি যে তাদের বিরুদ্ধে খেলতে হলে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নিউজিল্যান্ডের উইকেট সব সময়ই পেসারদের জন্য সহায়ক এবং এবারও তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশ দলের পেসারদের নিয়েও মুমিনুল আশাবাদী। তিনি বলেন, তাসকিন সর্বশেষ ম্যাচে অনেক ভালো বল করেছে। এবাদত ও রাহিও ভালো করেছে। নিউজিল্যান্ড সিরিজে তাদের ভালো করতে দেখে আমি সত্যিই উচ্ছ্বসিত। এই সিরিজে তাদের অনেক কাজ করতে হবে।
মাহমুদুল হাসান জয়কে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুমিনুল। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত মাত্র নয়টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
আরও পড়ুন: ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
মুমিনুল বলেন, মাহমুদুল আমাদের জন্য একটি দুর্দান্ত সম্ভাবনা। আমি বিশ্বাস করি তার বড় খেলোয়াড় হওয়ার ক্ষমতা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় যখন প্রথমবার দেখেছিলাম, তখনই খুব দারুণ মনে হয়েছে তাকে। অঅমার বিশ্বাস সে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হতে পারে।
এই সিরিজে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। তামিম ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় এবং সাকিব আল হাসান পারিবারিক কারণে দলের বাইরে রয়েছেন।
২ বছর আগে