হাসান মাহমুদ
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৩ মাস আগে
চট্টগ্রামে হাসান মাহমুদ-নওফেলসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামে আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোরিকশা চালক নগর পুলিশের ডবলমুরিং থানায় মামলাটি করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হত্যার অভিযোগে হাসিনা, কাদেরসহ ৮৮ জনের নামে মামলা
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী।
মামলায় উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন- সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, সরাই পাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমীন ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পদত্যাগের দিন ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে উৎসুক জনতা আনন্দ মিছিল করার সময় অভিযুক্তদের নির্দেশে অন্যরা গুলি ছোঁড়েন। এতে সিএনজি অটোরিকশা চালক আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা
৩ মাস আগে
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (১৮ মার্চ) তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন তানজিম।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, রবিবার অনুশীলনে দেখা গেছে তার শরীর ভালো নেই এবং আগামীকাল খেলার জন্য তিনি ফিট নন।
এর আগে তৃতীয় ওয়ানডেতে তানজিমের না থাকার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ইউএনবিকে জানিয়েছিলেন, তানজিমের বদলি চূড়ান্ত করতে কাজ করছেন তারা।
চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তা সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডেতে তানজিমে চোট সামলে পুরো ১০ ওভারই বোলিং করেন। কিন্তু এরপর নেট সেশনে তার অবস্থার অবনতি হয়।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের জয়ের প্রথম ম্যাচে তিনটিসহ চার উইকেট নেন তানজিম।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের আগে তানজিম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছিলেন।
ফাইনাল ম্যাচে তার অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য একটি ধাক্কা হবে। কারণ উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।
তবে ওয়ানডেতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান। ৩২ রানে ৫ উইকেট লাভের সেরা পরিসংখ্যানসহ ২২ ম্যাচে ৩০ উইকেট নেওয়ার সেরা ফিগার তার।
আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
৯ মাস আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন অ্যাকারম্যানের ৬২ রান স্বত্ত্বেও ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে ডাচরা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ২৫ রানে চারটি, হাসান মাহমুদ ১৫ রানে দুটি উইকেট নেন।
এর আগে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
শেষে দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরে টাইগাররা।
পঞ্চম উইকেটে স্কট এডওয়ার্ডস ও অ্যাকারম্যান ৪৪ রানের জুটি গড়েন, তবে এটি ডাচদের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র আট রান দিয়ে নেদারল্যান্ডসের জন্য জয় কঠিন করে তোলেন। শেষ ওভারে নেদারল্যান্ডসের ২৪ রান প্রয়োজন ছিল। সৌম্য সরকার সেই ওভারে ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট নেন।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে।
২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রথম ২ বলে ২ উইকেট তাসকিনের
টি-২০ বিশ্বকাপ ২০২২: ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২ বছর আগে
সচিবের অবসর: কারণ জানেন না তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে সরকার কেন অবসরে পাঠিয়েছে তার অন্তর্হিত কারণ জানে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
সোমবার মন্ত্রণালয় সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক ও কুশলীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাল দেখেছি। কি কারণ এটা আমি জানি না। অন্তর্হিত কারণ জানি না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।’
তিনি আরও বলেন, তথ্যসচিবের বাধ্যতামূলক অপসারণ সম্পর্কে কিছু জানি না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্যাখ্যা তারাই দিতে পারবে। তবে তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারো সঙ্গে আমি কাজ করতে পারি।
তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে। সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।
গত রবিবার তথ্যসচিব মো. মকবুল হোসেনকে জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠায় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
মকবুল হোসেন গত বছরের ৩১ মে সচিব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগ দেন। তার আগে তিনি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
২ বছর আগে
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘তারা বেগম জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চান। তারা বিশেষত বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে, যেখানে তারেক জিয়া আছে। দন্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া যাতে সেখান থেকে আবার রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দন্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন। বেগম জিয়াকে পাঠিয়ে দিয়ে তারা সে কাজটি করতে চান।’
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন-এটি কে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। কোন ডাক্তার এখনও বলেননি বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এখন বিএনপির নেতারা কি চিকিৎসক হয়ে গেছেন, এটি আমার প্রশ্ন। এখন বিএনপি নেতাদের প্রেসক্রিপশনে সরকার সিদ্ধান্ত নেবে কিনা, সেটিও এখন প্রশ্ন।’
আরও পড়ুন: বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবি উদ্দেশ্য প্রণোদিত: তথ্যমন্ত্রীমন্ত্রী বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, বেগম জিয়া যখন অসুস্থ হয়েছেন তখনও সব সময় তারা দাবি তুলেছে, বেগম জিয়াকে বিদেশ পাঠাতে হবে। হাঁটু ও গায়ের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে, কিছু হলেই বিদেশ পাঠাতে হবে- এই জিকির তোলার কারণ কী? কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’তিনি বলেন, ‘ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল এ দাবি দিচ্ছে না, এ দাবি দিচ্ছে বিএনপির নেতারা।’
আরও পড়ুন: আইন-আদালত মানে না বলেই বিএনপি দায়িত্বহীন কথা বলে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, খালেদা জিয়া কি তা পারতেন: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
টেস্ট দলে যুক্ত হলেন হাসান মাহমুদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ২১ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদসহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ বছর আগে
শেষ টি২০: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক, নেই তামিম
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বুধবার দ্বিতীয় ও শেষ টি২০তে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
৪ বছর আগে