চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি দুদলের মধ্যে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
আইসিসি র্যাংকিংয়ে সেরা দশে মিরাজ, মোস্তাফিজ
২০২০ সালের শুরুর দিকে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সময় হাসান টাইগারদের টেস্ট দলে ছিলেন। সদ্য সমাপ্ত উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অভিষেক হয়, যেখনে তিনি তিন উইকেট শিকার করেন।
বিসিবি ৪ জানুয়ারি টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। সেই দল থেকে নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদকে বাদ দিয়ে ১৮ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানকেও টেস্ট দলে রাখা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে দলে চমক হাসান মাহমুদ
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ
এটা এক বড় চ্যালেঞ্জ, বললেন নতুন নির্বাচক রাজ্জাক
বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে আইসিসির বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে বাংলাদেশ। ২০২৩ সালে স্বাগতিক ভারতসহ শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।