বিসিসিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বাড়তি বোনাস দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু বাড়তি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটিং কিংবদন্তি।
দ্রাবিড় বলেন, সহকর্মীদের থেকে বেশি বোনাস নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের প্রচেষ্টা ও পরিশ্রম তারই সমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবদানের জন্য বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরসহ ভারতের প্রত্যেক কোচিং স্টাফকে আড়াই কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। দলের প্রধান কোচ দ্রাবিড়কে এর বাইরেও অতিরিক্ত আড়াই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকৃতি জানান।
এই সমতার স্বীকৃতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন দ্রাবিড়।
প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দ্রাবিড়ের প্রশংসা করে বলেছিলেন, ‘সুগন্ধি তার চরিত্র থেকে আসে, পারফিউম থেকে নয়।’
ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের প্রশংসা করে লিখেছেন, “যে বিশ্ব এখন ‘আমাকে দেখ' স্রোতে ভাসছে এবং অর্থের বিনিময়ে গুণগান গাইছে সেখানে রাহুল দ্রাবিড় শেখালেন নম্রতাই জীবনের আসল সৌন্দর্য। আমাদের এটাই শিখতে হবে, মহত্ত্ব অর্জন করতে হবে এবং এটা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোনটা শিখব।”
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড়সহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সব সদস্যের জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি থেকে ৫ কোটি রুপি বরাদ্দ। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোচসহ সাপোর্ট স্টাফরা প্রত্যেকে আড়াই কোটি রুপি করে এবং নির্বাচক ও সফরকারী সদস্যদের প্রত্যেকে ১ কোটি রুপি করে পাওয়ার কথা।
৫ মাস আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিআইএস-বিসিসিআইকে একযোগে কাজের আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে (বিসিসিআই) একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
রবিবার (২৮ জানুয়ারি) সিআইএস ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী
সভায় সিআইএস-বিসিসিআই চেম্বারের কার্যকলাপ তুলে ধরে চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন করা সিআইএস-বিসিসিআই চেম্বার সরকারের পাশাপাশি বেসরকারিভাবে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোকে বাংলাদেশের তৃতীয় বাজার হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিআইএস-বিসিসিআইয়ৈর ভূমিকা প্রশংসা করে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশন সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তার মন্ত্রণালয় ও সিআইএস-বিসিসিআইয়ের মধ্যে একযোগে কাজ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, রাশিয়া ও সিআইএস দেশগুলোর বিশাল বাজার ধরতে পারলে আমাদের রপ্তানি সম্ভার ও প্রতিযোগিতা দক্ষতা বহুলাংশে বাড়বে বলে। তিনি এই চেম্বারকে সিআইএস দেশগুলোর নতুন বাজার ধরার লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন।
আরও পড়ুন: কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রসারের প্রধান অন্তরায় বিষয়ে চেম্বারের প্রেসিডেন্ট মন্ত্রীকে জানান, এখনো বাংলাদেশ-রাশিয়ার আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থায় উন্নতি হয়নি। তবে সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশন মিটিংয়ের পর এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সমস্যা সমাধানের জন্য যৌথ উদ্যোগ নেবে।
সভায় সিআইএস-বিসিসিআইয়ের পর্ষদের সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট যাদব দেবনাথ, পরিচালক সালমা হোসেন এ্যাশ, ডা. লকিয়্যত উল্লাহ, মো. এনামুল হক, মো. হাসেন আলী, মো. ফারুকউল ইসলাম শোভা, রাজীব পারভেজ, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, শেখ ফয়েজ আলম এবং চেম্বারের সচিব মুস্তাফা মহিউদ্দীন।
আরও পড়ুন: বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার ও রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০ মাস আগে
দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ এক্সিভিশন-২০২৩ এর পর্দা উঠল
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) দশম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক বিশেষ বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহযোগিতায় বাংলাদেশে চীনের দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করছে।
তিন দিনের প্রিমিয়াম প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১৫টি চীনা কোম্পানি, যাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সদর দপ্তর বাংলাদেশে।
এ ছাড়াও বাংলাদেশের বাজারে কাজ করছে এমন প্রায় ২০টি অন্যান্য বড় চীনা কোম্পানি এবং বেশ কয়েকটি বড় বাংলাদেশি কোম্পানি ও ব্যাংকও এতে অংশ নিচ্ছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিইএবি-এর প্রেসিডেন্ট কে চাংলিয়াং।
এ ছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও এএইচএম আহসান, অতিরিক্ত সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উইং চিফ মো. আনোয়ার হোসেন, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (এবিসিএ) চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ এবং বিসিসিআইয়ের সভাপতি গাজী গোলাম মুর্তোজা সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে আরও বেশি বাণিজ্য চায় চীন
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যেটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ যোগদান করে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করে যাতে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অর্জনগুলো স্পষ্টভাবে প্রদর্শন করা যায়। এ ছাড়া চীন ও বাংলাদেশি কোম্পানির সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার আসন্ন ৭৪তম বার্ষিকীতে একটি উপহার উপস্থাপন করা।’
১ বছর আগে
সিআইএস-বিসিসিআইয়ের ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) ৯ম বার্ষিক সাধারণ সভা-২০২২ শনিবার (১৭ জুন) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি মো. হাবিব উল্লাহ ডন ২০২২ সালে সংগঠিত চেম্বারের যাবতীয় উন্নয়ন কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন এবং তার নির্বাচিত বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
এরপর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন করেন।
সভায় উপস্থিত চেম্বারের পরিচালকবৃন্দসহ উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা-পর্যালোচনার পর পঠিত বার্ষিক প্রতিবেদন এবং উপস্থাপিত আর্থিক প্রতিবেদন সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উপস্থিত সদস্যবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি যাদব দেবনাথ।ৎ
আরও পড়ুন: উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিআইএস-বিসিসিআই নেতাদের বৈঠক
সভা শেষে চেম্বারের সদস্যবৃন্দকে রাতের খাবার পরিবেশন করানো হয়।
উল্লেখ্য, সিআইএস-বিসিসিআই বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন।
সিআইএস-বিসিসিআই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে এবং বাংলাদেশের রপ্তানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সিআইএস দেশগুলো বাজার অন্বেষণের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে চলেছে।
এছাড়াও, সিআইএস-বিসিসিআই সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে রাশিয়া ও অন্যান্য সিআইএস দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুন: শিল্প উৎপাদন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন: এফবিসিসিআই
বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই
১ বছর আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুন: বায়োপিকে নিজের চরিত্রে হৃত্বিককে চান সৌরভ গাঙ্গুলি!
ভক্তদের কাছে দাদা নামে পরিচিত গাঙ্গুলী বেশ কয়েক বছর পর বৃহস্পতিবার একান্ত সফরে ঢাকায় এসেছেন।
ঢাকার গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলী বলেন, ‘যতবার এখানে আসি, ঢাকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। মাঝে মাঝে ভুলে যাই এটা ভারত না বাংলাদেশ।’
প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন। সাবেক ভারতীয় এই অধিনায়ক বলেছেন, ‘আমার জীবনের অনেক মূল্যবান মুহূর্ত বাংলাদেশে রয়েছে।’
গাঙ্গুলী একটি মাদকমুক্ত জাতি গঠনে প্রধানমন্ত্রী হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেছেনন যে এই লক্ষ্য অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডে চলবে সৌরভের ‘দাদাগিরি’
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
১ বছর আগে
ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হলেন রজার বিনি
ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ৬৭ বছর বয়সী রজার সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়েছেন।
বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা গণমাধ্যমকে বলেছেন, ‘রজার বিনি বিসিসিআই’র বার্ষিক সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।’
বিসিসিআই হল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা, যা বিশ্ব ক্রিকেট অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব রাখে।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
বিনি ঐতিহাসিক ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে মোট ২৭টি টেস্ট এবং ৭২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাকে একজন কৌশলী অলরাউন্ডার হিসেবে গণ্য করা হতো।
অন্যদিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত ৫০ বছর বয়সী সৌরভ গাঙ্গুলী। তাকে এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেয়া হয়েছে।
বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। কিন্তু দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও কয়েক বছর তিনি খেলা চালিয়ে যান। টেস্ট এবং আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৫০০ এর বেশি রান করেছেন।
তবে ভারতের গণমাধ্যমগুলোর অনুমান, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজিপি) যোগ দিতে অস্বীকার করেছিলেন বলে সৌরভ গাঙ্গুলী দ্বিতীয় মেয়াদে বিসিসিআই প্রধানের পদ পাননি।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ: ১৬০ রানের টার্গেট বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২ বছর আগে
হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা
হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে বল হাতে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে ২৯ বলে ৩৫ রান করে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাদেজা।
জাদেজার জায়গায় বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে দলে নেয়া হয়েছে বলে ক্রিকেট বোর্ড জানিয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, জাদেজা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
ভারত ইতোমধ্যে পাকিস্তান ও হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে।
পড়ুন: শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’
শ্রীলঙ্কার সঙ্গে ফিল্ডিং মিস করার কারণেই আমরা হেরেছি: আকরাম খান
এশিয়া কাপ ২০২২ থেকে বিদায় বাংলাদেশের
২ বছর আগে
সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পর তার ২০ বছর বয়সী মেয়ে সানা করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র বুধবার ইউএনবিকে জানিয়েছে, ‘সানা বর্তমানে কলকাতার বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে সৌভাগ্যক্রমে, সৌরভের স্ত্রী ডোনা ভাইরাসে আক্রান্ত হননি।’
এর আগে ‘দাদা’ হিসেবে পরিচিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
জানুয়ারির শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। পরে একই মাসের শেষ সপ্তাহে আবার বুকে ব্যথা অনুভব করলে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হয়ে এঞ্জিওপ্লাস্টি করে দুটি স্টেন্ট বসানো হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি। যদিও পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে গেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। গত বছর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
২ বছর আগে
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলে সৌরভকে নিয়োগ দেয়া হয়েছে। অনিল কুম্বলে এই পদে পৃথক তিন মেয়াদে ৯ বছর দায়িত্ব পালন করেন।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেন, ‘সৌরভকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বের একজন সেরা খেলোয়াড় ও পরবর্তীতে প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা ক্রিকেট সম্পর্কে আমাদের সিদ্ধান্তকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ৪৯ বছর বয়সী সৌরভ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে এরপরও কয়েক বছর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন।
তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে সাড়ে ১৮ হাজারের বেশি রান করেছেন। ২০১৯ সালে সৌরভ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আরও পড়ুন: আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাহিরু, লিটনকে জরিমানা
দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি-২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে ‘অপো’
আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
৩ বছর আগে
কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত
চারটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ও কর্মীরা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর অবশেষে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং টুর্নামেন্টের কর্মকর্তারা ‘তাত্ক্ষণিকভাবে আইপিএল ২০২১ মৌসুম পিছিয়ে দেয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন।’
বিসিসিআই জানায়, ‘বিসিসিআই খেলোয়াড়, সমর্থক এবং আইপিএল আয়োজনে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চায় না।’
‘এটা কঠিন সময়, বিশেষ করে ভারতে। যদিও আমরা কিছুটা ইতিবাচক এবং উত্সাহ আনার চেষ্টা করেছি, তবে এটি এখনই জরুরি যে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে এবং প্রত্যেকেই এই কঠিন সময়ে তাদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরে যাবে,’ বিবৃতিতে বলা হয়।
আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত
এর আগে করোনার কারণে সোমবারের কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পেছানো হয়েছিল।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের দুই কর্মী, সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
৯ এপ্রিল থেকে প্রতি সন্ধ্যায় দর্শক ছাড়াই আইপিএলের খেলা চলছে। যদিও ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিসিসিআই বলছে, ‘আইপিএল ২০২১-এ অংশ নেয়া সবাইকে নিরাপদে পৌঁছে দিতে তাদের ক্ষমতার মধ্যে সব করা হবে।’
এদিকে, ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। বর্তমানে দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জনে।
দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৪৯ জন করোনা রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে। খবর এনডিটিভির।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জন এবং এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২ জন।
আরও পড়ুন:ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল
প্রতিবেশী এই দেশটিতে করোনারে সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে শনিবার (১ মে) থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
৩ বছর আগে