ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পর তার ২০ বছর বয়সী মেয়ে সানা করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র বুধবার ইউএনবিকে জানিয়েছে, ‘সানা বর্তমানে কলকাতার বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে সৌভাগ্যক্রমে, সৌরভের স্ত্রী ডোনা ভাইরাসে আক্রান্ত হননি।’
এর আগে ‘দাদা’ হিসেবে পরিচিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
জানুয়ারির শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। পরে একই মাসের শেষ সপ্তাহে আবার বুকে ব্যথা অনুভব করলে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হয়ে এঞ্জিওপ্লাস্টি করে দুটি স্টেন্ট বসানো হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি। যদিও পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে গেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। গত বছর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।