বাংলাদেশ হাই কমিশন
নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান শনিবার সকাল ৯টায় হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাণিজ্যিক সেমিনার
দিবসটির স্মরণে দূতাবাসের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করা হয়।
বক্তৃতায় ইমরান বলেন, পদ্মা সেতু বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণের পথে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে দিল।
তিনি বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির আত্ম-মর্যাদার প্রতীক, এদেশের মানুষের সাহস, সংকল্প ও সক্ষমতার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বের প্রতীক।
আরও পড়ুন: অ্যানজাক দিবসে নিহতদের প্রতি ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের শ্রদ্ধা
পরে দূতাবাসের কর্মীরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে।
২ বছর আগে
অস্ট্রেলিয়ায় আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফিরেছেন
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকা পড়া মোট ১৫৭ বাংলাদেশি মেলবোর্ন থেকে দেশে ফিরেছেন।
৪ বছর আগে
ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি দেশে ফিরবেন শনিবার
ভারতের রাজধানীতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে শনিবার দেশে ফিরবেন ২৩ বাংলাদেশি নাগরিক।
৪ বছর আগে