রিয়েলমি
রিয়েলমি নারজো৩০-এর দারাজ ফ্ল্যাশসেলে অভূতপূর্ব সাড়া
দেশের বাজারে অভূতপূর্ণ সাড়া ফেলেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র নতুন দুর্দান্ত গেমিং পারফরমেন্সের স্মার্টফোন নারজো৩০।
ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হওয়া রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে এনেছে তাদের দুর্দান্ত গেমিং পারফমেন্সের স্মার্টফোন নারজো৩০। বাজারে আসার পরপরই নারজো৩০ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে ফ্ল্যাশসেলে ৩,০০০ ইউনিট রিয়েলমি নারজো৩০ বিক্রি হয়েছে মাত্র তিন মিনিটে।
আরও পড়ুন: বাজারে এলো রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’
মিডিয়াটেক হেলিও জি৯৫ গেমিং প্রসেসর সমৃদ্ধ এ স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এটি পাওয়া যাবে রেসিং সিলভার এবং রেসিং ব্লু এ দুটি কালারে। স্মার্টফোন ব্যবহারকারীরা এই স্মার্টফোনটি কিনতে পারবেন মাত্র ১৯,৯৯০ টাকায়। সম্প্রতি, দারাজে একটি ফ্ল্যাশসেল অফারে ক্রেতারা মাত্র ১৮,৪৯০ টাকায় স্মার্টফোনটি কিনতে পেরেছেন। দেশব্যাপী স্মার্টফোনটি পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুন: রিয়েলমি জিটি সিরিজের দুটি চমৎকার স্মার্টফোন বাজারে
দুর্দান্ত ডিজাইনের রিয়েলমি নারজো৩০ স্মার্টফোনে রয়েছে চমৎকার স্টাইলিশ ভি রেসিং ডিজাইন। স্মার্টফোনে গেমিং প্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি নারজো৩০’র শক্তিশালী প্রসেসর ও ফিচার ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। গেমিং প্রসেসর সমৃদ্ধ এ স্মার্টফোনে ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়াই কল অব ডিউটি ও অ্যাসফাল্ট ৯ এর মতো গেম খেলতে পারবেন। এতে আছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি ও ৩০ ওয়াটের ডার্ট চার্জিং; ফলে ৫০ শতাংশ চার্জ হতে এ ডিভাইসটি সময় নেয় মাত্র ২৬ মিনিট। ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লেসহ একটি বড় ডিসপ্লে থাকায় এ স্মার্টফোনে প্রতিটি স্ক্রল হবে খুবই মসৃণ।
আরও পড়ুন: এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে রিয়েলমি সি২১
নারজো ৩০ স্মার্টফোনে পিক্সেল ফোর-ইন-ওয়ান প্রযুক্তির সমন্বয়ে একটি এফ/১.৮ অ্যাপারচার লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি প্রেমীদের জন্য এ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, এআই বিউটি মোড ও বোকেহ ইফেক্ট’র সাহায্যে ব্যবহারকারীরা এ ফোনে অসাধারণ ছবি তুলতে পারবেন।
৩ বছর আগে
বাজারে এলো রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’
প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রযুক্তিগত চাহিদা মেটাতে দেশের বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ নিয়ে এসেছে তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।
এ উপলক্ষে রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, ‘এটি সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত, কারণ আমরা তরুণদের প্রত্যাশা পূরণে আরেক ধাপ এগিয়ে গিয়েছি। স্মার্টফোনের পাশাপাশি তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড হিসেবে রিয়েলমি আরও লাইফস্টাইল-সম্পর্কিত পণ্য নিয়ে এসে তরুণদের জীবনকে আরও বর্ণিল ও সমৃদ্ধ করে তুলবে।’
আরও পড়ুন: রিয়েলমি জিটি সিরিজের দুটি চমৎকার স্মার্টফোন বাজারে
ফুল মেটাল বডির রিয়েলমি বুক স্লিম এ রয়েছে ১৪ ইঞ্চি আইপিএস ফুল স্ক্রিন, ২কে ফুল ভিশন ডিসপ্লে (এই দামের মধ্যে একমাত্র ল্যাপটপ যাতে এই ডিসপ্লে রয়েছে) এবং ৩:২ স্ক্রিন রেশিও; ফলে, এ ল্যাপটপে ব্যবহারকারীরা দেখার ক্ষেত্রে চমৎকার ওয়াইড ভিউ অ্যাঙ্গেলের অভিজ্ঞতা পাবেন। মাত্র ১৪.৯ মিলিমিটার পুরু ও ১.৩৮ কিলোগ্রাম ওজনের এ ল্যাপটপে আছে ১১ জেনারেশনের ইনটেল কোর প্রসেসর। ৬৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জ সমৃদ্ধ এ ল্যাপটপে ব্যবহারকারীরা ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এ ল্যাপটপ ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। এ ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ ১০ আগে থেকেই ইন্সটল করা থাকবে, যা ১১ -এ আপগ্রেড করা যাবে এবং ব্যবহারকারীরা এ ডিভাইসে ২ ইন ১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, তিন স্তরের ব্যাকলিট কি-বোর্ড ও দ্রুত ফাইল ইন্টারচেঞ্জ’র মত আরও অনেক দুর্দান্ত ফিচার উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে রিয়েলমি সি২১
হারমান ডিটিএস এইচডি ডুয়েল স্টেরিও স্পিকার থাকায় এ ল্যাপটপে স্পষ্ট ও দুর্দান্ত সাউন্ড পাওয়া যাবে। যোগাযোগকে আরও কার্যকর করার জন্য এতে বিল্ট-ইন এইচডি ক্যামেরাও রয়েছে। অত্যাধুনিক পিসি কানেক্ট সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন ও কম্পিউটারকে সংযুক্ত করতে পারবেন। এই নতুন ল্যাপটপটি ওয়াই-ফাই ৬ প্রযুক্তি সাপোর্ট করে, যা আগের প্রজন্মের তুলনায় ২.৭ গুণ দ্রুত।
আরও পড়ুন: রিয়েলমির ‘৫জি একাডেমি’
৮ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডির এই ‘রিয়েলমি বুক স্লিম’ পাওয়া যাবে নীল ও ধূসর কালারে। দু’টি ভিন্ন সংস্করণের রিয়েলমি বুক স্লিম ল্যাপটপের বাজার মূল্য মাত্র ৫৫,৯৯৯ টাকা (কোর আই৩/৮জিবি/২৫৬জিবি এসএসডি ভ্যারিয়েন্ট) ও মাত্র ৬৫,৯৯৯ টাকা (কোর আই৫/৮জিবি/৫১২জিবি এসএসডি ভ্যারিয়েন্ট)। ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিটhttps://cutt.ly/BuyNow_realme_BookSlim
৩ বছর আগে
লঞ্চ হলো ত্রিমাত্রিক ভেগান লেদার প্রযুক্তির রিয়েলমি জিটি মাস্টার এডিশন
চীনে জিটি মাস্টার এডিশন সিরিজ লঞ্চ করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া’র ডিজাইন করা রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই বছরের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। এর মাধ্যমে রিয়েলমি ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভেগান লেদার প্রযুক্তির প্রচলন করলো।
দুর্দান্ত পারফরমেন্স ও ট্রেন্ডসেটিং ডিজাইনের রিয়েলমি জিটি, রিয়েলমির ফ্ল্যাগশিপ সিরিজ। এ সিরিজটি খুব শিগগিরই গ্লোবাল লঞ্চ করা হবে।
আরও পড়ুনঃ এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে রিয়েলমি সি২১
রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজের ব্যাকশেলে ট্র্যাভেল স্যুটকেসের মত দুর্দান্ত আউটলুক দেয়া হয়েছে এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম ত্রিমাত্রিক ভেগান লেদার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজের দুটি স্মার্টফোন রয়েছে। এর মধ্যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভ জি প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স সম্বলিত ট্রিপল ক্যামেরা সেটআপ।
আরও পড়ুনঃ রিয়েলমির '৫জি একাডেমি’ চালু
অন্যদিকে, রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স ও একটি ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স সম্বলিত ট্রিপল ক্যামেরা সেটআপ।
পাশাপাশি, দুটি স্মার্টফোনেই রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্টেইনলেস-স্টিল লিকুইড কুলিং প্রযুক্তি এবং ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি।
আরও পড়ুনঃ বাজারে এলো সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি৮ ৫জি
প্রত্যেকের জন্য ফাইভ জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির লক্ষ্যে রিয়েলমি স্থানীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি স্মার্টফোন নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ বছর আগে
লকডাউনে দেশব্যাপী ‘রিয়েলমির’ হোম ডেলিভারি সেবা
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সকলের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে লকডাউন চলাকালীন সময়ে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সেবা চালু করেছে।
দেশব্যাপী লকডাউনে স্মার্টফোনের প্রয়োজনীয়তা বেড়েছে এবং ব্যবহারকারীরা ঈদের আগে নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী। তাই গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনায় ঘরে বসেই রিয়েলমি ফোন কেনার সুযোগ করল প্রতিষ্ঠানটি
গ্রাহকেরা রিয়েলমি সি১১, সি১২, সি১৫, সি১৭, নারজো ৩০এ এবং সম্প্রতি বাজারে আসা সি২১ এবং ৮ প্রো মোইল ফোনগুলো হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই কিনতে পারবেন। হোম ডেলিভারির জন্য গ্রাহকেরা হটলাইন ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নাম্বারে কল করতে পারেন।
ক্রেতারা চাইলে আশেপাশের রিয়েলমি আউটলেটে সরাসরি কল করে পছন্দের ফোন কিনতে পারবেন। রিয়েলমির প্রতিটি আউটলেটের নাম্বার পেতে ভিজিট করুন https://realmebd.com/brandshop-এই লিংকে।
হোম ডেলিভারি সেবা পেতে গ্রাহককের কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।
আরও পড়ুন: ঈদে আরও দু’টি নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
সম্প্রতি বাজারে এসেছে রিয়েলমির নতুন স্মার্টফোন – রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১।
রিয়েলমি ৮ প্রো ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ সম্বলিত সবচেয়ে শক্তিশালী ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা কোয়াড ক্যামেরা ফোন এবং রিয়েলমি সি২১ টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্র অর্জনকারী রিয়েলমির প্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার স্মার্টফোন। গ্রাহকেরা রিয়েলমি ৮ প্রো (৮+১২৮জিবি) মাত্র ২৭,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন।
৩ বছর আগে
টিইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি চালু করল স্মার্টফোন কোয়ালিটি স্ট্যান্ডার্ড
প্রায় ৮ মাসের পরীক্ষা-নিরীক্ষার পর তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আন্তর্জাতিকভাবে সমাদৃত টেস্টিং পরিষেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিইউভি রাইনল্যান্ডের সহযোগিতায় নতুন স্মার্টফোনের জন্য ‘হাই রেলিয়াবিলিটি সার্টিফিকেশন’ তৈরি করেছে। সম্প্রতি একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
রিয়েলমি এবং টিইউভি রাইনল্যান্ড প্রাথমিকভাবে ৩ বছরের জীবনচক্রের অভিজ্ঞতার ভিত্তিতে স্মার্টফোনের জন্য ‘টিইউভি রাইনল্যান্ড হাই রেলিয়াবিলিটি সার্টিফিকেশন’ তৈরি করেছ।
আরও পড়ুন:বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি: কাউন্টারপয়েন্ট
রিয়েলমি বিশ্বের প্রথম স্মার্টফোন ব্র্যান্ড যারা এই উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র পেয়েছে এবং রিয়েলমি সি২১ এই প্রশংসাপত্র অর্জনকারী রিয়েলমি সি সিরিজের মধ্যে প্রথম স্মার্টফোন।
রিয়েলমি তাদের স্মার্টফোনের মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা করতে এই রেলিয়াবিলিটি সার্টিফিকেশনে উল্লেখিত পদ্ধতিগুলো ব্যবহার করবে। তাছাড়া এই স্ট্যান্ডার্ড এখন থেকে বিশ্বব্যাপী প্রধান স্মার্টফোন বাজারগুলোর জন্য শীর্ষস্থানীয় শিল্পের মানদণ্ড হিসেবে কাজ করবে।
টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র অর্জনের প্রক্রিয়ায় ড্রপ এবং টিয়ার, চরম তাপমাত্রা, চরম আর্দ্রতা, ভোল্টেজের ওঠানামা এবং উপাদান নির্ভরযোগ্যতার মতো ২৩ টি বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
আরও পড়ুন: বাজারে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন
তরুণ প্রজন্মকেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন বিকাশের সময় সর্বদা গুণমানকে প্রাধান্য দেয়। রিয়েলমি ছয়টি ধাপ অনুসরণ করে স্মার্টফোন তৈরি করে এবং পুরো প্রক্রিয়ার সাথে তাদের কোয়ালিটি কন্ট্রোল টিম ওতপ্রোতভাবে জড়িত। ধাপগুলোর যে কোনো এক পর্যায়ে যদি কোন পণ্য নির্ধারিত স্ট্যান্ডার্ড পূরণে ব্যর্থ হয়, তবে মান নিয়ন্ত্রণ টিম সেই পণ্যটি সংশোধনের মাধ্যমে মানদণ্ড অনুসারে প্রস্তুত করে।
রিয়েলমি বিভিন্ন পরিবেশগত সেটিংসে তাদের স্মার্টফোনের সহনশীলতাও পরীক্ষা করে। যেমন- ভ্রমণের সময় রিয়েলমি ফোন একই রকম সক্ষম থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য বহিরঙ্গন পরিবেশে প্রতিকূল তাপমাত্রায় ব্যবহার করার অভিজ্ঞতা পরীক্ষা করা হয়। সর্বোচ্চ স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য নির্ধারিত পদ্ধতি রিয়েলমি স্মার্টফোনের গুণমান নিশ্চিত করার প্রক্রিয়াকে দৃঢ় করেছে।
আরও পড়ুন: সারা দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ২০
উল্লেখ্য, ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
৩ বছর আগে
বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি ফোনে ছাড়
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে তাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলতে ‘রিয়েলমি সি১৭’ এবং ‘রিয়েলমি ৭আই’ মডেলের দুটি স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েছে।
৩ বছর আগে
সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টার চালু করল রিয়েলমি
গ্রাহকদের একইসাথে সেলস এবং সার্ভিসিং সুবিধা দেয়ার উদ্দেশ্যে দেশে প্রথম সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টার চালু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
৩ বছর আগে
সারা দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ২০
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক গ্র্যান্ড অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে বাজারে তাদের গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ নিয়ে এসেছে।
৩ বছর আগে
করোনা দীর্ঘায়িত হলে দেশের মোবাইল উৎপাদনে সমস্যা হবে: বিএমপিআইএ
বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দীর্ঘ সময় থাকলে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪ বছর আগে