পথশিশু
চট্টগ্রামে পথশিশুকে মারধরের অভিযোগে কনস্টেবল বরখাস্ত
গ্যাস লাইটার চুরির অভিযোগে বাবু নামে এক পথশিশুকে মারধর করার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১১ জুন) সকাল ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কনস্টেবলের নাম মো. শওকত।
জানান যায়, এই ঘটনার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি অবগত হন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এরপর তিনি অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন।
আরও পড়ুন: শীতের পোশাক পেল পথশিশুরা, সঙ্গে দেয়া হলো চাইনিজ খাবার
বিষয়টি নিশ্চিত করে সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক বলেন, শিশুকে মারধরের ঘটনাটি তদন্ত সাপেক্ষে পুলিশ সদস্য শওকতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দোকানে ঢুকে কনস্টেবল শওকত ওই শিশুকে একের পর এক থাপ্পড় দিতে থাকেন। এসময় তার হাতে ছিল সিগারেট।
শিশুটির কান্না দেখে সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্নাসহ স্থানীয়রা শিশুটিকে ছেড়ে দিতে ওই পুলিশ সদস্যকে অনুরোধ করেন। কিন্তু তাতেও তিনি কর্ণপাত না করে লাইটার চুরির অভিযোগে শিশুটিকে আরও মারতে থাকে। পরে সাংবাদিক তামান্না এ ঘটনার ভিডিও ধারণ করতে দেখে শিশুটিকে ছেড়ে দেন শওকত।
এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন।
সিএমপির কোতোয়ালি থানার টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানে মারধরের এই ঘটনা ঘটে।
সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না ইউএনবিকে বলেন, চট্টগ্রামের টাইগারপাসে বৃষ্টির কারণে আজ ১১ জুন সকালে অপেক্ষা করছিলাম আমার এক সহকর্মী আসবে। হঠাৎ দেখলাম এক কিশোরকে গ্যাসলাইট চুরির অপরাধে বেদম প্রহার করছে এক পুলিশ সদস্য। আমি প্রতিবাদ না করলে মনে হয় মেরেই ফেলতো ছেলেটাকে। পুলিশের মানবিক হওয়া উচিত।
আরও পড়ুন: বরিশালে নিখোঁজের ২ দিন পর পথশিশু সাথীর লাশ উদ্ধার
বরিশালে লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে পথশিশু নিখোঁজ
১ বছর আগে
বরিশালে নিখোঁজের ২ দিন পর পথশিশু সাথীর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশু সাথীর (১২) লাশ উদ্ধার করেছে সদর থানা নৌ-পুলিশ।
শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
তিনি জানান, সকালে নিখোঁজ পথশিশু সাথীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ-পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ উদ্ধার
ওসি আব্দুল জলিল বলেন, সকাল থেকে সাথীর খোঁজখবর নিতে কেউ আসেনি। তবে তার পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় সাথী।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে পথশিশু নিখোঁজ
১ বছর আগে
বরিশালে লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে পথশিশু নিখোঁজ
বরিশাল নদী বন্দরে দোতলা লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে এক পথশিশু পড়ে নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
লঞ্চঘাটের এক পথশিশু চাঁদনী জানায়, আমি, আসলাম, জনি ও সাথী পন্টুনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পেছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রলারডুবি: বরসহ এখনও নিখোঁজ ৪
এ সময় আসলাম সাঁতার কেটে উঠে। কিন্তু সাথী সাঁতার না জানায় ডুবে যায়। আমরা নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায়নি।
লঞ্চঘাটের আরেক পথশিশু আসলাম জানায়, আমরা পন্টুনে বসে দুষ্টুমি করছিলাম, এ সময় পেছন থেকে কে যেনো ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি।
নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিশুর নাম নাইম (১৩)। তার বাবা অজ্ঞাত। সে ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ পথশিশু সাথী আক্তারের (১২) বাড়ি ঢাকায় বলে জানা গেছে। সে বরিশাল নদী বন্দরে থাকত।
সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল বলেন, স্থানীয়ভাবে আমরা বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেই।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
বরিশাল নদীবন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র
নাসিরনগরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
শীতের পোশাক পেল পথশিশুরা, সঙ্গে দেয়া হলো চাইনিজ খাবার
ব্যতিক্রমী এক আয়োজন হয়ে গেল বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে। প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুকে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর পাশাপাশি তাদের দেয়া হলো শীতের উপহার।
সোমবার বিকালে শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টে ব্যতিক্রমধর্মী আয়োজনটি করে দিল-দিগন্ত ফাউন্ডেশন এবং ইয়েস বিডি নামের দুটি সংগঠন।
অনুষ্ঠানে বগুড়া রেল স্টেশন বস্তির পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের জ্যাকেট এবং ট্রাউজার প্রদান করা হয়। পরে শিশুদের জন্য চাইনিজ খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন: পথশিশুদের এক রাতের মেহমানখানা
১ বছর আগে
পথশিশুদের জন্মনিবন্ধন সনদ কেন দেয়া হবে না, জানতে চান হাইকোর্ট
পথ শিশুদের জন্মনিবন্ধন সনদ না দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পথশিশুদের জন্মসনদের দাবিতে করা এক রিটের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, জন্মনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দিতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে তিন মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জন্মনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রারকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল ও জর্জ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ২০ মে সমাজ কল্যাণমূলক সংগঠন ‘স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স’ বাদী হয়ে এই রিট করেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, সরকার সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক করেছে। কিন্তু দেশের সুবিধাবঞ্চিত বৃহৎ জনগোষ্ঠী এখনো জন্মনিবন্ধনের বাইরে।
তিনি জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৪ সালে দেশে পথশিশুর সংখ্যা ছিল ১১ লাখ এবং প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনুযায়ী ২০২৪ সালে এই সংখ্যা দাঁড়াবে ১৬ লাখে। নানা জটিলতার কারণে সুবিধাবঞ্চিত এসব পথশিশুদের জন্মসনদ পাওয়ার সুযোগ হচ্ছে না। কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধনের সুযোগ আছে বললেও বাস্তবে এমন কোনো ব্যবস্থা নেই। তাই দেশের এই বিপুল সংখ্যক পথশিশুকে জন্মনিবন্ধনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। ওই রিটের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারিসহ নির্দেশনা দেন।
পড়ুন: পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ, বিরোধীরা জাতির শত্রু: হাইকোর্ট
হাইকোর্টে জামিন পাননি হলমার্কের তুষার
২ বছর আগে
পথশিশুদের এক রাতের মেহমানখানা
শনিবার রাত সাড়ে ৯টা। হঠাৎ করে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ের অভিজাত এক রেস্তোরাঁর অধিকাংশ টেবিল শিশুতে পরিপূর্ণ হয়ে গেল। বিভিন্ন এলাকা থেকে খেতে আসা বিত্তবান মানুষগুলোর পাশের টেবিলে বসে একই খাবার খাচ্ছে একদল শিশু।
৪ বছর আগে
কুকুরের সাথে ঘুমানো শিশুটির জায়গা হলো ডিসির বাসভবনে
কিছুদিন আগেও যে পথশিশুর দিনযাপন ছিল কুকুরের সাথে সেই টোকাই শিশু এখন বাস করছে ডিসির বাংলোয়। ঘটনাটি ঘটেছে কক্সবাজারে।
৪ বছর আগে
রাজধানীর উত্তরায় পথশিশুকে ‘ধষর্ণ’
রাজধানীর উত্তরায় বিমান মাঠে এক কিশোরী পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
৪ বছর আগে