অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহের সদর উপজেলায় আকাশ মিয়া নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকার রাস্তার পাশের ধানখেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আকাশ মিয়া (২৩) সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
পুলিশের ধারণা, একটি ছিনতাইকারী চক্র চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক আকাশ মিয়া। কিন্তু রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছিল পরিবারের লোকজন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় রাস্তার পাশে রক্ত দেখতে পান। এর খোঁজ নিতে গিয়ে পাশের ধানখেতে রিকশাচালকের রক্তাক্ত লাশটি দেখতে পান তারা।
এরপরে পুলিশে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৪১ দিন আগে
মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রিজের নিচে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আলাউদ্দিন বেপারী (৩৫) উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আরও পড়ুন: জয়পুরহাটে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
নিহত চালকের বড়ভাই হালিম বেপারী জানান, শুক্রবার বিকালে আলাউদ্দিন বেপারী অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় অনেকবার ফোন দেওয়ার পরেও তাকে পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা চালককে হত্যা করে মহাসড়কের পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: যশোরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
১৫২ দিন আগে
ঋণের টাকা শোধ করতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
শেরপুরে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, নালিতাবাড়ী থানা পুলিশ শনিবার রাতে ঘাতক আলমগীর হোসেন ও তার খালু মো. নুরুল ইসলামকে আটক করে।
গ্রেপ্তার আলমগীর হোসেন (৪০) নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নের কাকরকান্দি গ্রামের আব্দুল জুব্বারের ছেলে এবং তার খালু নুরুল ইসলাম (৬৫) কালাকুমা গ্রামের বাসিন্দা।
ওসি মনিরুল জানান, গ্রেপ্তার ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
রবিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম।
তিনি জানান, ঋণের টাকা পরিশোধ করতে কাকরকান্দি এলাকায় পিটাপুনি গ্রামের সাফায়াত উল্লাহর ছেলে অটোরিকশা চালক মোশারফ হোসেনকে (৪২) হত্যা করেন ট্রাক্টর চালক আলমগীর হোসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৩ মার্চ মোশারফ হোসেনের অটোরিকশায় উঠে তাকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। তারপর ধানখেতের পাশে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে খালু নুরুল ইসলামের সহায়তায় অটোরিকশার ৪টি ব্যাটারি ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানা পুলিশ শনিবার রাতে আলমগীর হোসেন ও তার খালু মো. নুরুল ইসলামকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা, ৪টি ব্যাটারি ও ব্যাটারি বিক্রির ৩০ হাজার ৮০০ টাকার মধ্যে ৮ হাজার টাকা জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
৩৯৬ দিন আগে
নাটোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নাটোরের বাগাতিপাড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চকগোয়াশ দেবনগর খ্রিস্টান পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুজ (১৮) উপজেলার চকগোয়াশ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে তকিনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, মাহফুজ বুধবার সন্ধ্যায় বাবার অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য বেরিয়ে যায়। সকালে একই উপজেলার দেবনগর খ্রিস্টান পাড়া এলাকার একটি আম বাগানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, যাত্রীবেশে দুবৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে।
৫৬০ দিন আগে
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কান্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। এবং গ্রেপ্তার আব্দুল্লাহ (২২) একই উপজেলার শ্রীপুর দিয়ারপাড়ার গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক
তিনি জানান, ইসমাইল শনিবার সকালে অটোরিকশায় আব্দুল্লাহকে ভাড়া নিয়ে তাড়াশের উদ্দেশে রওনা হয়। ওইদিন দুপুরের দিকে তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দিঘি নামক স্থানে পৌঁছালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ধানখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় আব্দুল্লাহ।
তিনি আর জানান, ওইদিন সন্ধ্যার দিকে অটোরিকশাটি কান্তা বাজারে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং চোর সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে মাধাইনগর ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পুলিশ ওইদিন মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর জিজ্ঞাসাবাদে সে ইসমাইলকে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানখেত থেকে ইসমাইলের লাশ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, রবিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৮২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ২৫ জেলে আটক, ১৯ জনকে কারাদণ্ড
৭৩২ দিন আগে
সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই
গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যা পর অটোরিকশা ছিনতাই
স্থানীয় ও পুলিশ জনায়, উপজেলার বাঁশবাড়ি এলাকার একটি বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। পরে ঘর থেকে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সকালে স্বজনরা খালি ঘরে চালকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে দেখে ফেলায় আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে।
১১০২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর উলচাপাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
নিহত শাহীন মিয়া (২৫) শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত
নিহতের পরিবার জানায়, রাতে শাহীন তার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে উলচাপাড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় শাহীন তার বাবাকে ফোন করলে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক কুষ্টিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৭
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৩৩৬ দিন আগে
সাভারে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা
সাভারে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চালককের মৃত্যু হয়েছে।
১৭৩৮ দিন আগে
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শহরের কামারগাড়ি এলাকায় রেল লাইনের পাশে শুক্রবার রাতে এক চালককে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
১৮৬০ দিন আগে