ভয়াবহ আগুন
টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ২০০ ঘর পুড়ে ছাই
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই বস্তিতে অগ্নিকাণ্ডে ২০০টির বেশি বস্তিঘর পুড়ে গেছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শত শত মানুষ নিঃস্ব হয়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মানিক-উজ-জামান জানান, টঙ্গীর মাজার বস্তির একটি ঘর থেকে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
২ বছর আগে
বাগদাদে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন
ইরাকের রাজধানী বাগদাদে করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাথমিকভাবে ১৫ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দমকলকর্মীরা ইবনে খাতিব হাসপাতালে আগুন নেভাতে ছুটে আসে এবং নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর করোনাভাইরাস রোগীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে।
ঘটনাস্থলে উপস্থিত ডা. সাবাহ আল-কুজায়ে বলেন, ‘আমি জানি না সেখানে কতজন দগ্ধ হয়েছে, পুরো জায়গা জুড়ে অনেক পুড়ে যাওয়া লাশ রয়েছে।’
আরও পড়ুন: করোনায় বিশ্বে আক্রান্ত ১৪ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে
চিকিত্সা ও নিরাপত্তা কর্মকর্তাদের মতে, প্রাথমিক প্রতিবেদনে ১৫ জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।
দেশটির সরকার এখনো হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যার কথা জানায়নি।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে কমপক্ষে ১২০ জন রোগী ছিলেন বলে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভিতরে বিস্ফোরিত হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কমপক্ষে দুজন চিকিৎসক নিশ্চিত করেছেন যে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
ইরাক ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিদিন দেশটিতে ৮ হাজারের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হচ্ছে। সরকার জনগণকে টিকা নেয়ার জন্য অনুরোধ করছে, তবে স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বিশেষ করে ভ্যাকসিনের প্রতি জনগণের অবিশ্বাসের কারণে চাহিদা কম রয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উঁচাবাড়ী বাজারে সোমবার দিবাগত রাতে ভয়াবহ আগুন লেগে ২৫টি দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
৪ বছর আগে
রাঙ্গামাটিতে বন বিভাগের অফিসে ভয়াবহ আগুন
রাঙ্গামাটিতে বন বিভাগের প্রধান কার্যালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের অনেক পুরনো নথিপত্র।
৪ বছর আগে