রাঙ্গামাটিতে বন বিভাগের প্রধান কার্যালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের অনেক পুরনো নথিপত্র।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেনারেটরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, রাঙ্গামাটি ও কাউখালীর দুটি স্টেশনের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ‘প্রাথমিকভাবে আমরা কোনো তদন্ত করার সুযোগ পাইনি। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে,’ যোগ করেন তিনি।
খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাঈন উদ্দিন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।