সেফটিক ট্যাংক
আশুলিয়ায় সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে বায়জিদ ইসলাম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে রাতে এই ঘটনা ঘটে।
বায়জিদ আশুলিয়ার জিরানী এলাকার কোনাপাড়া এলাকার রোজেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে শিশু বায়জিদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
পরে স্থানীয়রা পাশের বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শিশুর বাবা রোজেল মিয়া দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার সন্তানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।’
১৪৬ দিন আগে
সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে লাশ হয়ে ফিরল শ্রমিক
লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করে লালমনিরহাট ফায়ার সার্ভিস।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটি গ্রামের জহুরুলের বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এই হতাহতের ঘটনাটি ঘটে।
মারুফ হোসেন (২২) সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া (৩০) একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, শনিবার সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিক রহিম ওপরে উঠে আসলেও মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না পারায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে একজনের মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। লাশ লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’
২১৬ দিন আগে
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে গর্ত খুঁড়ে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ও দুই সন্তানের জনক। সজিব শেখ (৬) ও মরিয়ম (৪) নামে তার দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, মাহবুবুর রহমানের পাঁচতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক নির্মাণের জন্য শফিকুলসহ দুই শ্রমিক খনন করছিলেন। ২০ ফুট গভীর দুটি গর্ত খনন শেষে রিং স্লাব বসানোর সময় আকষ্মিক পাড় ধসে গর্তের পাশে খননকৃত স্তুপ করে রাখা মাটির নিচে চাপা পড়েন শফিকুল। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শফিকুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে ভারতীয়দের মারধরের শিকার বাংলাদেশি, হাসপাতালে ভর্তি
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে— ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
২৪৭ দিন আগে
জামালপুরে সেপটিক ট্যাংক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
জামালপুর শহরের দেওয়ানগঞ্জ বাইপাস মোড় এলাকার সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে শান্তিনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন এক ভবনের নিচতলার সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার
চাঁন মিয়া জামালপুরের কেন্দুয়া গওহেরপাড়ার ছাবেদ আলীর ছেলে এবং বাইপাস মোড় দোকান মালিক সমিতির অধীনে নৈশপ্রহরীর কাজ করতেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সেপটিক ট্যাংকে নৈশপ্রহরী চাঁন মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারা জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিলে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
৪২০ দিন আগে
গাজীপুরে সেফটিক ট্যাংক থেকে ২ শিশুর লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ীর বানিয়ারচালা গ্রামে অরক্ষিত একটি সেফটিক ট্যাংক থেকে রবিবার দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
২০৯১ দিন আগে