সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে বায়জিদ ইসলাম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে রাতে এই ঘটনা ঘটে।
বায়জিদ আশুলিয়ার জিরানী এলাকার কোনাপাড়া এলাকার রোজেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে শিশু বায়জিদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
পরে স্থানীয়রা পাশের বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শিশুর বাবা রোজেল মিয়া দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার সন্তানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।’