স্বেচ্ছাসেবক লীগ নেতা
সিলেটে তরুণী ধর্ষণ: স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার
সিলেটে স্বেচ্ছাসেবক লীগের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সিলেট নগরের ১১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ধর্ষণের অভিযোগে শুক্রবার (২৯ মার্চ) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়াও তার সহযোগী নগরীর লালাদিঘির পার এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল মনাফ, ঘাসিটুলা মতিন মিয়ার কলোনির বাসিন্দা রেখা বেগম এবং আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছে।
এদিকে তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় রবিবার সন্ধ্যায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্ব থেকে আব্দুস সালামকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে ওই ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুর স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
ঢাকায় বন্দুকের মুখে কলেজছাত্রীকে ধর্ষণ, টাঙ্গাইলের আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
৮ মাস আগে
কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সঞ্জয় কুমার প্রামাণিক (৩৫) ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দুলাল চন্দ্র প্রামাণিকের ছেলে। এ সময় সঞ্জয়ের দুই সমর্থক বেলাল হোসেন ও শ্যামল সরদার আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে সঞ্জয় কুমার প্রামানিক দলীয় মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে গোডাউন মোড় এলাকায় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। হামলায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে গুলি লাগে ও মাথায় আঘান পান। হামলার ঘটনায় বেলাল হোসেন ও শ্যামল সরদার নামে দুই কর্মী আহত হন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে সঞ্জয় কুমার প্রামানিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলায় আহত বেলাল জানান, জেলা জাসদ যুবজোটের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন তাদের ওপর হামলা চালায়।
ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু
১ বছর আগে
চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু, দাফনে এগিয়ে আসেননি স্থানীয় কেউ
কচুয়া উপজেলার নিজ বাড়িতে মঙ্গলবার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
যশোরে অস্ত্র ও মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
অস্ত্র, ও ইয়াবাসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদকে (৪৫) রবিবার রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
৪ বছর আগে