তিনি শহরের বেজপাড়া বনানী রোডের মৃত আহম্মদ আলীর ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় কোতয়ালী থানায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেজপাড়া বনানী রোডের বাড়ি থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে পুলিশ একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি, চারটি হাত বোমা, এক বোতল বিদেশি মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে বুনো আসাদ যশোর শহরে পরিচিত বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা। তবে তিনি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে নেই।