অনুসন্ধান ফলাফল - টিসিবি
মোট - 74
রবিবার থেকে দেশব্যাপী টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এ কর্মসূচির আওতায় ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবে।
আরও পড়ুন: রমজানে ওএমএসের ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ১৬০ কোটি লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি
শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরিবার ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। এসব পণ্য টিসিবির নির্ধারিত ডিলার শপ অথবা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় তাদের স্থায়ী আউটলেটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। কার্ডহোল্ডাররা মনোনীত ডিলারদের কাছ থেকে ভর্তুকি দেওয়া পণ্য- চাল, ভোজ্য তেল ও মসুর ডাল কিনতে পারবেন।
আরও পড়ুন: টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত ডিপিএমের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে
জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু: প্রতিমন্ত্রী
২ মাস আগে
যাত্রাবাড়ীতে টিসিবির পণ্যবিক্রেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ারের গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের শ্যালক মামুনুর রশীদ মামলাটি করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জায়েদ খান-জয়-সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
বাদীর জবানবন্দি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই ইউসুফের ভাইয়ের হাত কেটে গেলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইউসুফ।
চিকিৎসা শেষে ১১টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ডে আসলে সেখানে কুমিল্লা জেলা আওয়ামী লীগের কর্মী ও লাকসাম থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাকে ধাওয়া করে।
তারা এ সময় ইউসুফকে বিএনপির সদস্য জানিয়ে পুলিশকে গুলি করতে প্ররোচিত করে। পুলিশ ও আওয়ামী লীগকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন ইউসুফ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা
বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
২ মাস আগে
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এগুলো জব্দ করে।
আরও পড়ুন: যশোরে মাথায় গুলি করে প্রবাসীকে হত্যা
চেয়ারম্যানের বাড়ি থেকে জব্দ করা হয়- ৫০টি ককটেল, সরকারি ২২০টি কম্বল, ভিজিডির বরাদ্দ দেওয়া ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান ইউএনবিকে বলেন, ‘চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।’
ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করেছেন। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করেন এবং ডাল, তেল ও চিনি চেয়ারম্যানের নিজের হোটেলে ব্যবহার করেন। তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী হামলা-মারধর করে।
অভিযানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্য (সাজের্ন্ট) সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক মো. হাসান, আব্দুল্লাহ আল নোমান।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
৩ মাস আগে
টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত ডিপিএমের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) পরিপালন থেকে অব্যাহতির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত আরও এক বছর বাড়ানো হয়েছে।
বুধবার(১৫ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদেশ থেকে ফেরার পর করোনা পজিটিভ হওয়ায় অর্থমন্ত্রী অনলাইনে বৈঠকে যোগ দেন।
আরও পড়ুন: টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বৈঠকের ফলাফল সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, অনুমোদনের পর রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে যে কোনও প্রয়োজনীয় পণ্য আমদানি বা সংগ্রহ করতে পারে।
সরাসরি কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে টিসিবিকে বাধ্যতামূলকভাবে পিপিআর অনুসরণ করতে হবে না। স্বল্প আয়ের মানুষরা খোলাবাজারে বিক্রি (ওএমএস) থেকে পণ্য কিনবেন। তাদের জন্য পণ্য সংগ্রহ করার জন্য টিসিবিকে এই সুবিধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেক সময় বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হিসেবে টিসিবিকে জরুরি ভিত্তিতে সরাসরি সংগ্রহ করতে হয়।
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) টিসিবির স্থানীয় সরবরাহকারী ইজ জেনারেল ট্রেডিং ও নাবিল নাবা ফুড প্রোডাক্টের কাছ থেকে ১০১ টাকা ৮৪ পয়সা কেজি দরে ১০১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
এর মধ্যে ইজ ট্রেডিং ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং বাকি ৪ হাজার মেট্রিক টন নাবিল নাবা সরবরাহ করবে। এই পণ্যগুলো ওএমএসের মাধ্যমে বিক্রি করা হবে।
আরও পড়ুন: সিন্ডিকেট রোধে কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: তাপস
৬ মাস আগে
জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু: প্রতিমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী জুলাই থেকে স্থায়ী দোকানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (৭ মে) রাজধানীর নর্দা-বারিধারা এলাকায় ‘দেশজুড়ে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে ৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে বাজারে কেউ কারসাজি করতে পারবে না।’
জনগণ যাতে তাদের সুবিধামতো পণ্য কিনতে পারে সেজন্য স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ জানান টিটু।
তিনি বলেন, ‘রমজানের সময় ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু আমরা টিসিবির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছি। আমাদের লক্ষ্য ছিল মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ কিনতে পারে তা নিশ্চিত করা। ফলে পেঁয়াজের দাম এখনো অনেকের নাগালের মধ্যে রয়েছে।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যোগ্য ব্যক্তিরাই যেন টিসিবি থেকে পণ্য পায় তা নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে তালিকা হালনাগাদ করা হবে। টিসিবির মাধ্যমে যেসব পণ্য বিক্রি হয়, সেগুলোর সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।’
টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২০২৪ সালের মে মাসে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা কেজি দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।
৬ মাস আগে
রমজানে ওএমএসের ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ১৬০ কোটি লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি
রমজানে খোলা বাজারে বিক্রির জন্য (ওএমএস) মসুর ডাল ও ভোজ্য তেল সংগ্রহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (৩ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন ও রাইস ব্র্যান অয়েল কিনবে টিসিবি।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করে।
আরও পড়ুন: সিন্ডিকেট রোধে কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: তাপস
এসব পণ্যের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে (ওটিএম) ১০২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সেনাকল্যাণ সংস্থা থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি।
ওটিএমের মাধ্যমে সিটি এডিবল অয়েল কোম্পানি লিমিটেড থেকে ১৬৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে।
বাকি ৫০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল মজুমদার প্রোডাক্ট লিমিটেড থেকে ৭৬ কোটি টাকা ব্যয়ে প্রতি লিটার ১৫২ টাকা দরে কিনবে টিসিবি।
সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন: ওএমএস কর্মসূচির জন্য ১.১০ কোটি লিটার সয়াবিন তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি
৭ মাস আগে
টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবি কার্ডধারীদের তালিকা দেশব্যাপী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ হচ্ছে এবং আগামীতে টিসিবি ডিলারশিপ স্থায়ী করা হবে, যাতে মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কষ্ট করতে না হয়।
তিনি বলেন, কার্ডধারীরা সুবিধাজনক সময়ে এসে পণ্য নিতে পারবে। বাজার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। পণ্যের সরবরাহ লাইন ত্রুটিমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (৭মার্চ) রাজধানীর তেজগাঁও এলাকার পলিটেকনিক মাঠে 'দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম-মার্চ ২০২৪' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়: বাণিজ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী টিটু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন আজ, যে ভাষণে বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছিলেন। জাতির পিতার ভাষণটি আজ বিশ্বের ঐতিহাসিক দলিল।
চিনির প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, 'টিসিবির চিনি আগের দামে বিক্রি হবে, দাম বাড়ানো হবে না। চিনির পর্যাপ্ত মজুত আছে। বাজারে চিনির কোনো সংকট হবে না।'
এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রমজানে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী
৮ মাস আগে
বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে ৫টি পণ্য বিক্রি শুরু করবে টিসিবি
রমজান মাসকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে সারাদেশে কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।
এ ক্ষেত্রে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, চিনির দাম ১০০ টাকা, মসুর ডালের কেজি ৬০ টাকা, খেজুরের দাম ১৫০ টাকা এবং চালের দাম ৩০ টাকা কেজি।
টিসিবি এবার প্রতি কেজি চিনির দাম ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করেছে, যা গত বছর ছিল ৬০ টাকা।
এ প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ইউএনবিকে বলেন, বাজারে দাম সমন্বয় করতে চিনির দাম বাড়ানো হয়েছে।
এর আগে তুলনামূলক কম দামে চিনি বিক্রি করত টিসিবি। শেষবার তিন মাস আগে ডিলারদের কাছে চিনি সরবরাহ করা হলেও দাম কম ছিল। এখন বাজারে চিনির দাম অনেক বেড়ে গেছে বলে জানান তিনি।
টিসিবি জানায়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করবেন পরিবেশকরা।
ক্যাম্পেইন চলাকালে পরিবেশকদের দোকান বা নিজ নিজ এলাকায় নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে রমজান বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।
৮ মাস আগে
ওএমএস কর্মসূচির জন্য ১.১০ কোটি লিটার সয়াবিন তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির মাধ্যমে বিক্রির জন্য এক কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে প্রস্তাবগুলো পেশ করে।
প্রস্তাব অনুযায়ী, সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে খোলা দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি। এতে প্রতি লিটারে খরচ হবে ১৬৫ দশমিক ২৫ টাকা।
টিসিবি নাবিল নব ফুড লিমিটেড থেকে প্রতি কেজি ১০৩ দশমিক ০৯ টাকা দরে ৮৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।
আরও পড়ুন: সিন্ডিকেট রোধে কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: তাপস
ওএমএস কর্মসূচির জন্য সয়াবিন তেল ও মসুর ডাল আমদানি করবে টিসিবি
৮ মাস আগে
সিন্ডিকেট রোধে কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিন্ডিকেটের কারসাজি রোধ করেছেন।
তিনি বলেন, নতুন সরকার গঠনের পর কারসাজির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
আরও পড়ুন: ঢাকায় ব্যবসা করতে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স লাগবে: মেয়র তাপস
বুধবার (১০ জানুয়ারি) নগরীর কাপ্তান বাজার এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে ওঠে। কারসাজি করে কোনো সময় পেঁয়াজ, কখনও আলু, কখনও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে। শেখ হাসিনা টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়ে ন্যায্যমূল্যে খাবার বিতরণ করে সিন্ডিকেটের এ কারসাজিকে প্রতিরোধ করে চলেছেন।
আরও পড়ুন: আন্তঃজেলা বাস ঢাকার বাইরের আর নগর পরিবহন ঢাকার অভ্যন্তরের টার্মিনাল ব্যবহার করবে: শেখ তাপস
তিনি বলেন, শেখ হাসিনা যতদিন আছেন ততদিন মুনাফাখোরেরা কারসাজি করে পার পাবে না। এক সময় টিসিবি বন্ধ করে দেওয়া হয়েছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সে সময় আকাশচুম্বী হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকে সেজন্য একেকটি অভিনব পন্থা বের করেন। যখনই দেখা যায় ডিমের দাম বাড়ছে সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেন। কর মওকুফ করে দেন। যাতে করে ডিম আমদানি করে নিয়ে আসা যায় এবং আবার ডিমের দাম কমে যায়।
মেয়র বলেন, যখনই দেখা যায় চিনির দাম বেড়ে গেছে, তিনি তখনই ব্যবস্থা নিয়ে আবারও চিনির দাম কমানোর ব্যবস্থা নেন। মুনাফাখোর ব্যবসায়ীরা বিভিন্নভাবে এ সকল কারসাজি করে আসছে। কিন্তু শেখ হাসিনা যতদিন আছেন ততদিন তারা এসব করে পার পাবে না।
আরও পড়ুন: আগামী বর্ষায় বুড়িগঙ্গায় নৌকাবাইচ আয়োজন করা হবে: মেয়র তাপস
নতুন সরকার গঠন হওয়ার পর সিন্ডিকেটের কারসাজি রোধে আরও কঠোরতা দেখানো হবে জানিয়ে তাপস বলেন, এবার সরকার গঠন করার পরে আমরা এ ব্যাপারে আরও কঠোর হবো। যারা কারসাজি করে, তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, একমাত্র শেখ হাসিনাই এ সব সিন্ডিকেটের মাথা ভেঙে দিয়ে তাদের নির্মূল করতে পারবেন। যেমনি তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তেমনি এসব সিন্ডিকেটকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিচারের আওতায় নিয়ে আসলে দ্রব্যমূল্য সকলের জন্য সহনশীল পর্যায়ে চলে আসবে।
আরও পড়ুন: জনগণ সচেতন হলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব: মেয়র তাপস
১০ মাস আগে