বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ারের গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের শ্যালক মামুনুর রশীদ মামলাটি করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জায়েদ খান-জয়-সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
বাদীর জবানবন্দি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই ইউসুফের ভাইয়ের হাত কেটে গেলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইউসুফ।
চিকিৎসা শেষে ১১টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ডে আসলে সেখানে কুমিল্লা জেলা আওয়ামী লীগের কর্মী ও লাকসাম থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাকে ধাওয়া করে।
তারা এ সময় ইউসুফকে বিএনপির সদস্য জানিয়ে পুলিশকে গুলি করতে প্ররোচিত করে। পুলিশ ও আওয়ামী লীগকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন ইউসুফ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা