ফুটবল
ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার
প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার পর এবার অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক মানুয়েল নয়ার।
এর ফলে ঘরোয়া ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক পরের দুই ম্যাচ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
আলিয়ান্স আরেনায় মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলোর ম্যাচের সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে বায়ের লেভারকুজেন উইংব্যাক জেরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সেটিই ছিল তার প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার অভিজ্ঞতা।
আরও পড়ুন: এবার বিদায় বলে দিলেন নয়ার
শুরুতেই দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। ফলে এবারও জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে আর ওঠা হয়ে ওঠেনি সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নদের।
ওই ঘটনার ভিডিও বিশ্লেষণ করে বৃহস্পতিবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা জানিয়েছে ডিএফবি। তবে শুধু ঘরোয়া কাপে এই নিষেধাজ্ঞা দেওয়ায় আগামী মৌসুমের জার্মান কাপে কার্যকর হবে তার এই শাস্তি।
এদিকে, চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে নয়ারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আর তা নবায়ন না করেন কিংবা জার্মান ফুটবল ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমান, তাহলে এই শাস্তি আর তাকে ভোগ করতে হবে না।
৩৮৮ দিন আগে
ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: মুখোমুখি ভিনিসিউস-নেইমার
২০০০ সালে যাত্রা শুরুর পর ২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করে এলেও ২০২৫ আসর থেকে এই আয়োজন সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ পেতে যাচ্ছে। নতুন আঙ্গিকের ৩২ দলের এই লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে, আর তাতে দেখা গেছে চমকপ্রদ কিছু লড়াইয়ের আভাস।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের আগে বিশ্বকাপের নতুন ট্রফি উন্মাচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
অনুষ্ঠানের শুরুতে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রেকর্ড করা শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন, ‘এটি অবিশ্বাস্য এক আসর হতে চলেছে।… শুধু এটুকু বলতে চাই যে, অসাধারণ একজন আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, যার নাম জিয়ান্নি।’
‘আমি তাকে জিয়ান্নি হিসেবেই জানি, তিনি একজন বিজয়ী। পরস্পরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তার সঙ্গে সম্পর্ক থাকায় আমি গর্বিত, কারণ ফুটবল খেলাটি ক্রমেই নতুন উচ্চতা স্পর্শ করছে।… যুক্তরাষ্ট্রেও এটি ছড়িয়ে পড়ছে।’
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
এ পর্যন্ত ৬ দল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে এলেও এবারই প্রথম সব মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে ৩২ দলের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। তবে বরাবরের মতো এবারও এই আসরে রয়েছে ইউরোপীয় ক্লাবগুলোর দাপট।
৩৮৮ দিন আগে
‘মিস পেনাল্টি’ খেতাব পেয়ে এমবাপ্পে বললেন, দেখিয়ে দেওয়ার সময় হয়েছে, আমি কে
ঐতিহ্যবাহী সান মামেসে ম্যাচ শুরুর পর থেকেই নিজেদের জাত চেনাতে থাকে আথলেতিক বিলবাওয়ের ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে কোণঠাসা করে গোল আদায়ের চেষ্টা শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় প্রথম গোলটিও পায় বিলবাও।
ওই গোলের ১৫ মিনিট পরই বিলবাও গোলরক্ষকের ভূলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে দুর্বল স্পটকিকের কারণে হুলেন আগিরেসাবালাকে বোকা বানাতে ব্যর্থ হন এমবাপ্পে। অবশ্য তার মিনিট দশেক পর বেলিংহ্যামের গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরলেও ম্যাচটি ২-১ গোলে হেরে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয়েছে লস ব্লাঙ্কোসদের।
ম্যাচ হেরে, বিশেষ করে পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পিএসজির পাঠ চুকিয়ে চলতি মৌসুমে রিয়াল শিবিরে যোগ দেওয়া এমবাপ্পে।
আর হবেন নাই বা কেন! এ নিয়ে পরপর দুই ম্যাচে দুটি পেনাল্টি নিয়ে ব্যর্থ তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেও পেনাল্টি মিস করেন এমবাপ্পে। মাঝে লা লিগায় গেতাফের বিপক্ষে জয়ের রাতে আরও একটি পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ, তবে সেটি নিজে না নিয়ে জুড বেলিংহ্যামকে দেন ২৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। তা থেকে দলকে গোলও এনে দেন বেলিংহ্যাম। তবে পরের ম্যাচেই পেনাল্টি পেয়ে নিজে শট নিয়ে ব্যর্থ এমবাপ্পে।
এর ফলে ক্যারিয়ারে এই প্রথম তিনি এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করলেন। আর পিএসজি ও রিয়াল মিলিয়ে এ বছর তার পেনাল্টি মিসের সংখ্যা মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার ক্যারিয়ারে এই প্রথম।
আরও পড়ুন: এমবাপ্পেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের মন্তব্য আলোচনায়
টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করায় ট্রল ফুটবল নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি মিম শেয়ার করা হয়েছে, যেখানে একজন মিস ইউনিভার্সের শরীরের ওপর এমবাপ্পের মাথা লাগিয়ে ছবির ক্যাপশনে লেখা হয়েছে— আমাদের নতুন ‘মিস পেনাল্টি’।
তবে এমন কঠিন সময়েও ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাজে ফল। যে ম্যাচে ছোটখাট বিষয়গুলোও গুরুত্বপূর্ণ, সেখানে এটি বড় ধরনের ভুল। এর পুরোটা দায় আমি নিচ্ছি। কঠিন মুহূর্ত, তবে পরিস্থিতি বদলে দেওয়ার এবং আমি কে, তা দেখিয়ে দেওয়ার এখনই সেরা সময়।’
তবে শিষ্যের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখনই তাকে কাঠগড়ায় তুলতে চান না এই ইতালিয়ান।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে পেনাল্টি দিয়ে আমি একজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে পারি না। নিশ্চিতভাবেই সে হতাশ ও ভারাক্রান্ত। তবে আমাদের নিজেদের কাজ চালিয়ে যেতে হবে।’
‘জানি, সে তার সেরা ফর্মে নেই। কিন্তু (দলে) মানিয়ে নিতে তাকে আমাদের সময় দিতে হবে। এরইমধ্যে সে (মাদ্রিদের জার্সিতে) ১০ গোল করেছে। আরও ভালো করার সামর্থ্য সে রাখে এবং তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
৩৮৮ দিন আগে
এমবাপ্পেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের মন্তব্য আলোচনায়
পিএসজি ও ফ্রান্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে তারকার তকমা নিয়ে রিয়াল মাদ্রিদে এলেও ক্লাবটিতে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। একের পর এক নিষ্প্র্রভ পারফরম্যান্সের কারণে ইতোমধ্যে ফুটবল পাড়ার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।
গত রাতে আথলেকিত বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিসের পর ২-১ হেরে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরোহনের সুযোগ হাতছাড়া করেছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ।
ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে যেখানে দলের হাল ধরে নাবিকের ভূমিকা পালনের কথা ছিল এমবাপ্পের, সেখানে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সমালোচনায় পুড়তে হচ্ছে তাকে।
তবে এমন যে হতেই পারে, দুই মাস আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
গত ১২ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যত নিয়ে কথা বলেন রোনালদো।
সে সময় তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ পিএসজি নয়, তাই তার (এমবাপ্পে) মাথা কতটা পরিষ্কার এবং সে কতটা চাপ সামলাতে পারে তা আমরা দেখব।’
‘আমি আপনাকে বলতে পারি যে, এমবাপ্পে রিয়ালে যাওয়ার পর আপনি ভাবছেন, তাকে পেয়ে রিয়াল মাদ্রিদ কি আসলেই আরও ভালো দল হবে? আমরা জানি না, তবে সামনে তা দেখা যাবে।’
রোনালদো বলেন, ‘আমার বিশ্বাস দল হিসেবে রিয়াল মাদ্রিদ শক্তিশালীই থাকবে, তবে (তাকে নিয়ে) গত বছরের চেয়ে ভালো দল হবে কিনা জানি না। কেবল ঈশ্বরই তা জানেন।’
তবে দারুণ সব খেলোয়াড় নিয়ে দলটি এবারও অসাধারণ বলে উল্লেখ করেন ৩৯ বছর বয়সী আল নাসর তারকা।
বিলবাওয়ের বিপক্ষে হেরে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। এছাড়া ১৫ ম্যাচে রিয়ালের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় আতলেতিকো মাদ্রিদ। আর রিয়ালকে হারিয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠে এসেছে এর্নেস্তো ভালভার্দের আথলেতিক বিলবাও।
আগামী শনিবার রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামবে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। তার আগে সন্ধ্যায় রিয়াল বেতিসের মাঠে খেলতে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
৩৮৮ দিন আগে
শান্তিতে কাজ করতে দিন: তুর্কি মিডিয়াকে মরিনিয়ো
দীর্ঘদিন ধরে ইউরোপের বাঘা বাঘা দলগুলোর দায়িত্ব সামলে এবার তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে নানা মন্তব্য করে বারবার খবরের শিরোনাম হওয়ার খ্যাতি আছে তার। এবার নিজের ক্লাবকে যথাযথ কৃতিত্ব না দেওয়ায় তুরস্কের সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলেছেন তিনি।
মরিনিয়োর দাবি, ফেনারবাচে একের পর এক জয় পেলেও স্থানীয় সংবাদমাধ্যগুলো তা খুব বেশি প্রচার করছে না। দলটি আরও বেশি স্বীকৃতি পাওয়ার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাকে শান্তিতে কাজ করতে দিন।’
সোমবার তুর্কি সুপার লিগে গাজিয়ান্তেপের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফেনারবাচে। এই জয়ে লিগে ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফেনারবাচে। সমানসংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে গালাতেসারাই।
এ নিয়ে সবশেষ পাঁচ ম্যাচের সবগুলো জিতল মরিনিয়োর শিষ্যরা। এছাড়া চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে (৩৬) মরিনিয়োর দল, গোল খেয়েছেও সবচেয়ে কম (১২)।
টানা জয়ের পর ম্যাচ শেষে সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ ঝাড়েন স্পেশাল ওয়ান। বলেন, ‘এরপরও ওরা আমার ঘাড়ে চাপতে চাইবে। আমাদেরও এক-আধটু কৃতিত্ব দিন।’
সবশেষ ইতালির ক্লাব রোমার দায়িত্ব নেওয়ার ৬ মাসের মাথায় ছাঁটাই হন ৬১ বছর বয়সী এই কোচ। এরপর গত গ্রীষ্মে ফেনারবাচের দায়িত্ব নিয়ে আসেন তুরস্কে।
ঠাসা সূচির কারণে ইউরোপের বেশিরভাগ দল যেখানে চোটে জেরবার, সেখানে ফেনারবাচের এই ধারাবাহিক সাফল্যের রহস্য কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মরিনিয়ো বলেন, ‘এটি শুধু আমাদের একার সমস্যা নয়, ইউরোপে খেলা বেশিরভাগ দলকেই এর মোকাবিলা করতে হচ্ছে।’
‘আপনি যখন একই খেলোয়াড়কে খেলাতেই থাকবেন, একটি পর্যায়ে তারা তো চোটে পড়বেই। এক্ষেত্রে গোটা স্কোয়াডের ওপর ভরসা রাখার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘নতুন ও অনিয়মিতদের (দলে) সুযোগ দিতে হবে। এক্ষেত্রে আমার বেঞ্চে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, ফলে অপশনের অভাব নেই। এমন একটি বেঞ্চ থাকলে কোনো কোচেরই সূচি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।’
৩৯০ দিন আগে
হেরে ১২৬তম বছর শুরু বার্সেলোনার
২৪ ঘণ্টাও হয়নি জমকালো আয়োজনে ক্লাব প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকী উদযাপন করেছে বার্সেলোনা। এর মধ্যেই পুচকে লাস পালমাসের কাছে হেরে বসেছে তারা।
শনিবার লা লিগার ১৫ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেছে হান্সি ফ্লিকের দল।
এর ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চূড়ায় থাকলেও শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে বার্সেলোনার। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ওই দুই ম্যাচ জিতে ব্লাউগ্রানাদের টপকে শীর্ষস্থান দখল করার দারুণ সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের কাছে।
এই হারের ফলে লা লিগায় সবশেষ তিন ম্যাচ টানা জয়বঞ্চিত রইল বার্সেলোনা। এর মধ্যে মাত্র এক ম্যাচ ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে তারা। ফলে সবশেষ তিন ম্যাচে তাদের অর্জন কেবল ওই একটি পয়েন্ট।
এদিন প্রথমার্ধে সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় লাস পালমাস।
ম্যাচের ৪৯তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে সতীর্থের লং পাস ধরে ডান পাশ দিয়ে বক্সে ঢোকার মুখে কোনাকুনি জোরালো শট নেন সান্দ্রো রামিরেস। বল ঝাঁপিয়ে পড়া ইনিয়াকি পেনিয়ার নাগালের বাইরে দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। ফলে খেলায় আধিপত্য দেখাতে না পারলেও এগিয়ে যায় সফরকারীরা।
পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে বার্সেলোনা। এরই ধাবাহিকতায় ম্যাচের ৬১তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনিয়া।
প্রতিপক্ষের বক্সের সামনে বার্সেলোনা বল নিয়ে নাড়াচাড়া করার মাঝে হঠাৎ কিছুক্ষণের জন্য মনোযোগ হারায় লাস পালমাস। এই সুযোগে পেদ্রির কাছ থেকে বল ধরেই বক্সের বেশ বাইরে থেকে বুলেট শটে পোস্টঘেঁষে লক্ষ্যভেদ করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে সমতায় ফিরলেও বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে ৬ মিনিট পর ফের এগিয়ে যায় লাস পালমাস। মাঝমাঠ থেকে বার্সার ডিফেন্স লাইনে অপেক্ষা করা ফাবিও সিলভার কাছে চমৎকার একটি উড়ন্ত পাস দেন হাভিয়ের মুনিয়োস। পাস ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে পেনিয়াকে বোকা বানান সিলভা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর ৭০ ও ৭১তম মিনিটে দুবার গোলের সুযোগ তৈরি করেন যথাক্রমে দ্বিতীয়ার্ধের শুরুতে নামা লামিন ইয়ামাল ও রাফিনিয়া। তবে পালমাস গোলরক্ষক জ্যাসপার সিলিসেনের নৈপুণ্যে দুবারই হতাশ হন তারা।
ম্যাচের ৭৮তম মিনিটে অবশ্য ফেররান তোরেসের গোলে ফের সমতায় ফেরে বার্সেলোনা, তবে অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়।
এরপর আরও কয়েকবার চেষ্টা করেও গোল আদায় করতে না পারলে ১২৫তম প্রতিবার্ষিকীর উদযাপন মাটি করে মাঠ ছাড়তে হয় ফ্লিকের শিষ্যদের।
রবিবার রাতে টেবিলের আরেক তলানির দল গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর দারুণ সুযোগ থাকবে চ্যাম্পিয়নদের। এর আগে আজ রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জিততে পারলে বার্সার সঙ্গে ব্যবধান কমাতে পারবে আতলেতিকো মাদ্রিদও।
৩৯৩ দিন আগে
লাউতারো মনোনয়ন না পাওয়ায় ইন্টার প্রেসিডেন্টের ক্ষোভ
গত মৌসুম থেকে দারুণ ছন্দে রয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ইতালিয়ান ক্লাবটির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠে আলো ছড়িয়ে চলেছেন এই ফুটবলার। তবে তা স্বত্ত্বেও ফিফার ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকায় তাকে মনোনীত না করায় মোটেও খুশি নয় ইন্টার মিলান কর্তৃপক্ষ।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড়সহ আছে ব্যালন দ’র জয়ী রদ্রি ও মেসির নাম। তবে ইন্টারের হয়ে ঘরোয়া ডবল ও আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতেও ফিফার সেরাদের তালিকায় স্থান করে নিতে পারেননি লাউতারো।
এ বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন নেরাজ্জুরিদের প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা। ২০২৩-২৪ মৌসুমে মোট ৪৪ ম্যাচে ২৭ গোল করে ইন্টারকে স্কুদেত্তো ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়ে এবং আর্জেন্টিনার জার্সিতে ১৬ ম্যাচে ১১ গোল করে দলটিকে কোপা আমেরিকা জিতিয়েও কীভাবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড মনোনয়ন পান না, তা বুঝতে পারছেন না মারোত্তা।
ফিফার সমালোচনা করে তিনি বলেন, ‘অসাধারণ একটি মৌসুম কাটানোর পরও লাউতারোকে ফিফা দ্য বেস্ট মেন’স প্লেয়ারের জন্য মনোনীত না করাটা সত্যিই আশ্চর্যের, একইসঙ্গে বিষয়টি হতাশারও। কোপা আমেরিকায় সে সর্বোচ্চ গোলদাতা ছিল, লিগেও (সেরি-আ) তা-ই। লাউতারো আরও বেশি সম্মান ও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।’
আরও পড়ুন: ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
গত মৌসুমটি সত্যিই লাউতারো মার্তিনেসের জন্য অসাধারণ এক মৌসুম ছিল। ইন্টারকে ১৯তম স্কুদেত্তো জেতানোর অভিযানে মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেন তিনি। সেরি-আয় গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি লিগের গোল্ডেন বুটও (সর্বোচ্চ গোলদাতা) জিতেছেন ইন্টার অধিনায়ক।
ইতালিয়ান সুপাকাপের ফাইনালে তার একমাত্র গোলেই নাপোলিকে হারায় ইন্টার মিলান। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলারও হন এই আর্জেন্টাইন।
এরপর জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে তার ছিল বড় ভূমিকা। ফাইনালে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের একমাত্র গোলেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে জেতেন কোপা আমেরিকার গোল্ডেন বুটও।
সব মিলিয়ে গত মৌসুমে ৫৮ ম্যাচে ৩৫ গোল ও ৮ অ্যাসিস্টের মাধ্যমে মোট ৪৩ গোলে অবদান রাখেন তিনি।
এমনকি, ক্লাব ও জাতীয় দলে ভূমিকার জন্য লাউতারোর আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকে মনোনীত করা হলেও একই রকম অর্জন নিয়ে বাদ পড়েছেন তিনি।
৩৯৪ দিন আগে
বার্সার বিশেষ দিনে নিজের ‘বিশেষ দিন’ কোনটি, জানালেন মেসি
ফুটবল ক্লাব বার্সেলোনার ১২৫তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে ক্লাবটির আয়োজনে যে সামিল হতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে এই দিনে বার্সাকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
কাতালুনিয়ার সরকারি টেলিভিশন টিভি৩-কে দেওয়া এক স্বাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা থেকে শুরু করে আজকের ‘মেসি’ হয়ে ওঠার পেছনে ক্লাব বার্সেলোনা ও শহরটির অবদানের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো।
কিশোর বয়সে ২০০০ সালে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসেন মেসি। এরপর যোগ দেন ক্লাবটির অ্যাকাডেমি লা মাসিয়ায়। তারপর মূল দলে অভিষেকের পর থেকে শুধু ক্লাবটিরই নয়, গোটা ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি।
বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলতে গিয়ে শুরুতেই ক্লাবকে অভিনন্দন জানান তিনি।
বলেন ‘বার্সেলোনার অংশ হওয়া, ক্লাবটির ভক্ত হতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি ভাগ্যবান যে ঈশ্বর আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং জীবনের বেশিরভাগটাই আমি অসাধারণ এই ক্লাবটিতে কাটাতে পেরেছি।’
বিশেষ দিনে বার্সেলোনাকে মিস করছেন জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ ক্লাব, বাকি সব ক্লাবের চেয়ে আলাদা।… ক্লাব, শহর, সেখানকার মানুষ, সবার ভালোবাসা- সবকিছুই আমি মিস করি।’
স্পেনে বসবাস করার সময় ১৮৯৯ সালে সুইস ব্যবসায়ী জোয়ান গাম্পার বার্সেলোনা শহরের ফুটবলে আগ্রহী ব্যক্তিদের নিয়ে একটি ক্লাব গঠনের আহ্বান জানান। এ বিষয়ে বিজ্ঞাপন দিয়ে অভাবনীয় সাড়া পান তিনি।
এরপর ওই বছরের ২৯ নভেম্বর ফুটবল ক্লাব বার্সেলোনা প্রতিষ্ঠা করেন গাম্পার। তারপর ফুটবল ছাপিয়ে এই ক্লাবটিই হয়ে ওঠে কাতালানদের জাতীয়তাবাদের প্রতীক। কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই ক্লাবটি তাই সমর্থকদের কাছে শুধু ফুটবল ক্লাব নয়, তার চেয়ে বেশিকিছুই।
প্রতিষ্ঠার ১২৫ বছরে ২৬টি লা লিগা, সর্বোচ্চ ৩১টি কোপা দেল রে, ১৪টি স্প্যানিশ সুপার কাপ, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জিতেছে বার্সেলোনা। আর ২০০৪ সালের ১৬ অক্টোবর মাত্র ১৭ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেকের পর থেকে এসব অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ নায়ক বনে যান মেসি।
৩৯৪ দিন আগে
ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
কোপা আমেরিকা জয় এবং ইন্টার মায়ামির হয়ে মাঠে দারুণ সময় কাটালেও এ বছরের ব্যালন দ’রের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না লিওনেল মেসি। তবে বছরজুড়ে মেসির কাজের স্বীকৃতি দিতে ভোলেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪ সালে ফুটবলের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে মেসির নাম।
মেসি ছাড়াও এই তালিকায় রয়েছেন এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। এছাড়া রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড় রয়েছেন এই তালিকায়- ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ের লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টস ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
এ নিয়ে ফিফা ‘দ্য বেস্ট’ প্রচলনের পর থেকে এ পর্যন্ত ৯ বারই মনোনয়ন পেলেন মেসি। এর মধ্যে তিনি পুস্কারটি জিতেছেন তিনবার (২০১৯, ২০২২ ও ২০২৩ সালে)।
‘দ্য বেস্ট’ পুরুষ ফুটবলারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে রয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া দেওয়া হবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
পুরস্কারগুলোর প্রত্যেকটির জন্য ভোট দিতে পারেন ভক্ত-সমর্থকরা। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষক নির্বাচনে মোট ভোটের এক চতুর্থাংশ রাখা হয়েছে দর্শকদের জন্য, বাকি তিন ভাগ দেন ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও একাদশ নির্বাচনে ভক্তদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘দ্য বেস্ট’-এর ১১ জনের মধ্যে ইউরোপেরে বাইরে থেকে মনোনয়ন পেয়েছেন শুধু মেসিই।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
তাকে মনোয়ন দেওয়ার ব্যাখ্যায় ফিফা বলেছে, বয়স ৩৭ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি। তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করে ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এছাড়া এ সময়ের মধ্যে তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এমনকি বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে জয় দিয়ে বছর শেষ করা আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়, আর সর্বোচ্চ ৬ গোল নিয়ে সবার উপরে মেসি।
এক নজরে ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকা
সেরা পুরুষ ফুটবলার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ), দানিয়েল কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), রদ্রিগো এরনান্দেস (স্পেন/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিয়ার্টস (জার্মানি/বায়ের লেভারকুজেন), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)।
সেরা কোচ: শাবি আলোনসো (বায়ের লেভারকুজেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।
সেরা গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (ইতালি/পিএসজি), এদেরসন মোরায়েস (ব্রাজিল/ম্যানচেস্টার সিটি), আন্দ্রিই লুনিন (ইউক্রেন/রিয়াল মাদ্রিদ), মাইক মাইনিয়ঁ (ফ্রান্স/এসি মিলান), এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা), দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল), উনাই সিমোন (স্পেন/আথলেতিক বিলবাও)।
৩৯৫ দিন আগে
কোচিংয়ে ফিরলেন ল্যাম্পার্ড, দল পেয়েছেন নিস্টলরয়ও
গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল- ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের দায়িত্ব নিয়ে দেড় বছর পর কোচিংয়ে ফিরছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এবার গুঞ্জন সত্যি করে এল অফিশিয়াল ঘোষণা। চ্যাম্পিয়নশিপের ক্লাব কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন চেলসির কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক এই কোচ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ল্যাম্পার্ডকে কোচিংয়ে দায়িত্ব দেওয়ার কথা জানায় কভেন্ট্রি। আড়াই বছরের জন্য ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি।
এর ফলে কভেন্ট্রিতে মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হচ্ছেন ল্যাম্পার্ড। ক্লাবটিতে আট বছর দায়িত্ব পালনের পর চলতি মৌসুমে ১৪ ম্যাচের সাতটিই হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রবিনসন। শেষ পর্যন্ত এই মাসের শুরুতে বরখাস্ত হন তিনি।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে রয়েছে কভেন্ট্রি সিটি। অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে দলটির দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে ল্যাম্পার্ডকে।
২০১৮ সালে ডার্বি কাউন্টির হয়ে কোচিংয়ে নাম লেখান ল্যাম্পার্ড। এরপর ২০১৯ সালে চেলসির কোচ হন তিনি। দুই বছর পর স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বরখাস্ত হয়ে ২০২২ সালে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব এভারটনের বস হন তিনি। সেখানেও ক্যারিয়ার দীর্ঘ হয়নি কিংবদন্তি এই ফুটবলারের।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরিম
পরে ২০২৩ সালের এপ্রিলে গ্রাহাম পটারকে বরখাস্ত করে ল্যাম্পার্ডকে মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি। মৌসুম শেষে ২০২৩ সালের মে মাসে চেলসির দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। এবার নিজের কোচিং ক্যারিয়ারকে আলোর মুখ দেখাতে আরও একটি সুযোগ পেলেন ল্যাম্পার্ড।
লেস্টার সিটির দায়িত্বে নিস্টলরয়
এদিকে, প্রিমিয়ার লিগে লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব ছাড়া রুড ফন নিস্টলরয়।
এর ফলে ওয়েলশ কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিস্টলরয়। লেস্টার সিটির কোচ হিসেবে ১৫৭ দিন ছিলেন কুপার। গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ২-১ গোলে হারার পর তাকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে, ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে ব্যর্থ হওয়ায় গত ২৭ অক্টোবর এরিক টেন হাগকে কোচের পদ থেকে সরিয়ে তারই সহকারী নিস্টলরয়কে অন্তর্বর্তী কোচ বানায় ইউনাইটেড।
আরও পড়ুন: ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে পারবেন আমোরিম?
সেখানে মাত্র ৪ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর সুযোগ হয় নিস্টলরয়ের। তার মধ্যে তিনটি ম্যাচে জয় ও একটি ড্র করে ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত সংক্ষিপ্ত এক অধ্যায় শেষ করেন তিনি।
মজার ব্যাপার হচ্ছে, ইউনাইটেডের দায়িত্বে থাকাকালে গত ১০ নভেম্বর নিজের শেষ ম্যাচে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় নিস্টলরয়ের শিষ্যরা। এর দুই সপ্তাহ পরই সাবেক এই ডাচ স্ট্রাইকারকে কোচিংয়ের দায়িত্ব দিল ক্লাবটি।
এর আগে, স্বদেশি ক্লাব পিএসভি আইন্ডহোভেনের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন নিস্টলরয়। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল পিএসভি।
৩৯৫ দিন আগে