এশিয়া
দক্ষিণ কোরিয়ায় ‘ভুলবশত’ বোমা ফেলল যুদ্ধবিমান, আহত সাত
প্রশিক্ষণের সময় একটি বেসামরিক এলাকায় দুর্ঘটনাবশত বোমা ফেলেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। এতে দুই সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবারের (৬ মার্চ) এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির বিমান বাহিনী।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে এমকে-৮২ বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে অনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে একটি কমিটি গঠন করা হবে। কী ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে; তা নির্ধারণ করা হবে। সেনাবাহিনীর সঙ্গে ‘সরাসরি গুলি’ চালানোর মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি।আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক গ্রেপ্তার
বেসামরিক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে উত্তর কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, ‘এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
পাশাপাশি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। তবে কোথায় এই দুর্ঘটনা ঘটেছে; বিমান বাহিনীর বিবৃতিতে সেই বিবরণ নেই।
কিন্তু দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর পোচিওন এই বোমা হামলার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, এতে পাঁচ বেসামরিক নাগরিক ও দুই সেনা আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। এ ঘটনায় সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৯৮ দিন আগে
নিখোঁজ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইন
সোমবার দিবাগত রাতে কৌশলগত অভিযানের সময় নিখোঁজ হওয়া একটি এফএ-৫০ যুদ্ধবিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইনের বিমান বাহিনী।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিমান বাহিনী (পিএএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘লক্ষ্যস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগে অভিযানে অংশ নেওয়া অন্যান্য বিমানের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
অন্য বিমানগুলো মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটানে ফিরে না আসা পর্যন্ত বারবার নিখোঁজ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএএফ নিখোঁজ জেট ফাইটার বিমানটি শনাক্ত করতে সমস্ত সুবিধা ও উপকরণ ব্যবহার করে বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।’
আরও পড়ন: ভারতের নাগপুরে ফ্লাইটের জরুরি অবতরণ ও ঘটনার বিষয়ে বিমানের ব্যাখ্যা
পিএএফ জানিয়েছে, তাদের প্রাথমিক উদ্বেগ বিমানের বিমানকর্মীদের নিরাপদে ফিরে আসা নিয়ে।
ফিলিপাইনের বিমান বাহিনী জানিয়েছে, ‘ আমরা আশা করছি খুব শিগগিরই তাদের ও বিমানটিকে খুঁজে বের করা সম্ভব হবে।’
৩০০ দিন আগে
রমজানে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া
পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানো ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।-খবর সিনহুয়া
বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার (১ মার্চ) থেকে রমজান শুরু হচ্ছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। তখন বিমান ভ্রমণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় যেটিকে মুদিক বলা হয়।
জাকার্তা এবং সুরাবায়ার মতো প্রধান শহরগুলোতে ঈদের আগে বাড়ি ফেরার ভিড় বিশেষত তীব্র হয়। পরিবারের টানে দেশের মাটিতে ফিরে যান ভ্রমণকারীরা। এ সময় ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়া ভিড় থাকে, একই সঙ্গে মহাসড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়ে থাকে।
আরও পড়ুন: ‘বিমানের আগাম সিট বুকিং ও টিকিট ব্লকিং শূন্যের কোটায়’
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোল কমানো হবে।
লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।’
৩০৩ দিন আগে
ভারতে তুষারধসে আটকা ৪১ শ্রমিক
ভারতের তিব্বত সীমান্তের কাছে তুষারধসে অন্তত ৪১ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তুষার ধসে তারা আটকা পড়েন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে উত্তরাখণ্ড রাজ্যের মানা পাসের কাছে। দুর্ঘটনায় ৫৭ জন নির্মাণ শ্রমিক প্রাথমিকভাবে বরফের নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৬ জন শ্রমিককে উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজীব স্বরূপ।
স্বরূপ বলেন, উদ্ধার হওয়াদের মধ্যে তিনজনকে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বাকী নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।
উত্তরাখণ্ডের শীর্ষ কর্মকর্তা পুষ্কর সিং ধামি বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে।
পরিবেশগতভাবে সংবেদনশীল হিমালয় অঞ্চল, যা বিশ্ব উষ্ণায়নে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি তুষারধসের ঝুঁকিতে রয়েছে।
২০২২ সালে উত্তরাখণ্ড অঞ্চলে তুষারধসে ২৭ জন শিক্ষানবিশ পর্বতারোহীর মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় খনি ধসে আটকা পড়েছে ৪ হাজার অবৈধ শ্রমিক
৩০৩ দিন আগে
বিটিএস সদস্যকে চুমু খেয়ে বিপাকে পঞ্চাশোর্ধ্ব নারী
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জিনের গালে সম্মতি ছাড়া চুমু দিয়ে আইনি জটিলতায় পড়েছেন পঞ্চাশোর্ধ্ব এক জাপানি নারী। ওই ঘটনার পর তাকে তলব করেছে দক্ষিণ কোরিয়ান পুলিশ।
স্থানীয় বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাজধানী সিউলের সংপা পুলিশ স্টেশনের এক পুলিশ কর্মকর্তা। গত বছরের জুন মাসে জিন আয়োজিত ‘ফ্রি হাগ’ অনুষ্ঠানে এই চুমুকাণ্ড ঘটে বলে জানান তিনি।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, সম্মতি ছাড়া চুমু দেওয়ায় ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। তবে ওই নারীর ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
পুলিশ স্টেশন থেকে আরও জানানো হয়েছে, অনলাইনে একটি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়। তবে তদন্ত এখনও শেষ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানি পুলিশের সহায়তায় দক্ষিণ কোরিয়ার পুলিশ ওই নারীর পরিচয় শনাক্ত করে। তাকে পুলিশ স্টেশনে ডাকা হলেও জেরায় হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন পঞ্চাশোর্ধ্ব ওই নারী।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ২০২৪ সালের ১৩ জুন ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করেন জিন (কিম সোক-জিন)। বিটিএস সদস্যদের মধ্যে তিনিই প্রথম এই দায়িত্ব শেষ করেছেন। ব্যান্ডের অন্যান্য সদস্যরা এখনও সামরিক সেবায় নিয়োজিত রয়েছেন।
এর পরের দিন (১৪ জুন) রাজধানী সিউলে একটি অনুষ্ঠানে নিজের ভক্ত-অনুরাগীদের জন্য ‘ফ্রি হাগ’ অনুষ্ঠানের আয়োজন করেন এই কে-পপ তারকা। ওই ইভেন্টে প্রায় ১ হাজার মানুষ অংশ নেয় বলে গণমাধ্যমে খবর বেরোয়।
জড়িয়ে ধরার ওই অনুষ্ঠান চলাকালে এক নারী হঠাৎ জিনের গালে চুমু দিয়ে বসেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অপ্রত্যাশিত চুমু পেয়ে বেশ খানিকটা অস্বস্তিতে পড়ে যান জিন।
এরপর ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘আমার ঠোঁট তার ঘাড় স্পর্শ করেছে। তার ত্বক খুব নরম!’
দক্ষিণ কোরিয়ার ২০১৩ সালে গঠিত হয় বিটিএস। ৩২ বছর বয়সী জিন বয়সে এই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য।
৩০৪ দিন আগে
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩২
থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশের একটি সড়কে বাস উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাস দুর্ঘটনার জায়গাটি তুলনামূলকভাবে ঢালু ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত
কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এসময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এছাড়া আহত ৩২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে , বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
৩০৬ দিন আগে
পাকিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।-খবর সিনহুয়ারএতে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রে ওই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।’
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০ এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে 'ক্লিয়ারেন্স অপারেশন' নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী বলেছে, ‘দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।’
সিনহুয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে।
নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে।
৩০৭ দিন আগে
ভারতে সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভাগ্য।
তাদের উদ্ধারকারী দলের তদারকির দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা শ্রমিকদের উদ্ধারে নতুন করে তৈরি করা রাস্তাতেও বাধার মুখে পড়েছেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গের ধসে পড়া অংশটি দুর্গম। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য তাদের বিকল্প পথ খুঁজতে হবে।
আরও পড়ুন: ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৭ জনের প্রাণহানি
শনিবার সকালে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ক্যানেল (এসএলবিসি) প্রকল্পের ওপরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।
যখন র্দুঘটনাটি হয় তখন সেখানে একটি লিকেজ মেরামতের জন্য সুড়েঙ্গের ভিতরে প্রায় ৫০ জন শ্রমিক ছিলেন। বাকিরা বের হয়ে আসতে পারলেও আটজন ভেতরে আটকে পড়েন।
আটকেপড়াদের মধ্যে দুজন প্রকৌশলী, দুজন কারিগরি কর্মী ও চারজন শ্রমিক রয়েছেন।
৩০৯ দিন আগে
কাশ্মীরে অভিযান চালিয়ে ৬৬৮ বই জব্দ করল পুলিশ
ভারতশাসিত কাশ্মীরে কয়েক ডজন বুকস্টোরে অভিযান চালিয়ে সাড়ে ৬০০ বই জব্দ করেছে পুলিশ। এসব বইয়ের বেশির ভাগই জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা।
গেল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ। সম্প্রতি অঞ্চলটিতে ব্যাপক ধরপাকড় চলছে। ২০১৯ সালে জামায়াতকে নিষিদ্ধ করেছে ভারতীয় সরকার। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
এক বিবৃতিতে শ্রীনগর পুলিশ জানিয়েছে, ‘একটি নিষিদ্ধ সংগঠনের মতাদর্শ প্রচারে গোপনে এসব সাহিত্য বিক্রি ও বিতরণ করা হচ্ছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ৬৬৮টি বই জব্দ করা হয়েছে।’
আরও পড়ুন: জব্দ অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার কোটি টাকা উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বিএফআইইউ
বইগুলোর বেশিরভাগেরই প্রকাশ করেছে নয়াদিল্লিভিত্তিক মারকাজি মাকতাবা ইসলামী পাবলিশার্স। জামায়াতে ইসলামীর ভারতীয় শাখার সঙ্গে এই প্রকাশনীর সম্পর্ক রয়েছে।
পুলিশ বলছে, ‘এসব বইয়ে আইনগত বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে বলে জানা গেছে। যাদের কাছে এগুলো পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে ভারতীয় কর্তৃপক্ষ। ওই একই বছরে কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসনও বাতিল করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকে অঞ্চলটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
এই বই জব্দকে মানবাধিকার লঙ্ঘন আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ‘এটা অন্যায় ও অসাংবিধানিক। ভারতে বৈধভাবেই এগুলো প্রকাশ করা হয়েছে।’
‘যদি সরকারের কোনো নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থাকে, তবে যেকোনো তদন্তে সহযোগিতা করতে আমরা পুরোপুরি প্রস্তুত,’ বলেন তারা। এই বই জব্দকে স্বেচ্ছাচারী ও অন্যায় পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামী।
সংগঠনটি জানিয়েছে, ‘পুলিশ যদি কোনো বৈধ তদন্তও করে, এই বই জব্দের ঘটনা, সেটার মধ্যেও পাড়ে না; বরং আমাদের কোণঠাসা করতেই তারা এমন পদক্ষেপ নিয়েছে।’
এই বই জব্দের নিন্দা জানিয়েছেন কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা ওমর ফারুক। তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর। কারণ বর্তমান সময়ে এসে যখন ভার্চ্যুয়াল জগতে সব তথ্য পাওয়া যায়, সেখানে তারা অভিযান চালিয়ে বই জব্দ করছেন। এটা অদ্ভুত ঘটনা।’
আরও পড়ুন: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত থেকে জব্দ ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই কাশ্মীর সংঘাত চলছে। পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করছে ভারত-পাকিস্তান। এদিকে স্বাধীনতাকামীরাও ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।
৩১২ দিন আগে
চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শি জিন পিংয়ের
মার্কিন শুল্কারোপ মোকাবিলাসহ অর্থনীতিকে আরও জোরদার করতে দেশের প্রযুক্তিখাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বৈঠকে বেশ কয়েক বছর পর জনসমক্ষে দেখা গিয়েছে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে।
স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) চীনের অন্যতম প্রধান কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার ও খ্যাতনামা ব্যবসায়ীদের সাথে শি বৈঠক করেন। এ সময়ে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি প্রযুক্তি খাতগুলোর বিকাশে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
অনেকদিন ধরেই মার্কিন জাতীয় নিরাপত্তা ইস্যুর কারণ দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) চীনের প্রযুক্তি খাতে বিনিয়োগসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্কারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে।
আরও পড়ুন: মেক্সিকো-কানাডা ও চীনা পণ্যে ট্রাম্পের শুল্কারোপ, বাণিজ্যযুদ্ধের শঙ্কা
জবাবে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করে বেইজিং।
পাল্টাপাল্টি এসব পদক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যিক বিরোধের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৮ সাল থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক আরোপের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন শি জিন পিং। সে সময় তিনি কর ছাড়সহ আর্থিক প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবসায়ীদের।
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নতি ঘটেছে এ খাতে। যার সর্বশেষ সংযোজন ডিপসিক। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই এর মোবাইল অ্যাপটির ২৬ লাখ ডাউনলোড হয়। বর্তমানে বিশ্বে সর্বাধিক ব্যবহৃত কৃত্তিম বুদ্ধিমত্তার প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে এটি।এ কারণে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির চলমান উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্টের এই উদ্যোগ দেশটির বেসরকারি প্রযুক্তি নির্মাতাদের নিয়ন্ত্রণের নীতির মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে আমন্ত্রিত ছিলেন, আলীবাবার জ্যাক মাসহ ডিপসিক, হুয়াই, বিওয়াইডির মতো বড় বেসরকারি প্রতিষ্ঠানের নির্মাতারা।
আরও পড়ুন: মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের, গুগলের বিরুদ্ধে তদন্তের ঘোষণা
এ বিষয়ে, হংকংয়ের গেভিকল ড্রাগোনোমিকস কোম্পানির উপ-গবেষণা পরিচালক ক্রিস্টোফার বেদ্দর বলেন, ‘প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হলে চীনকে অবশ্যই বেসরকারি প্রযুক্তি খাতে মনোনিবেশ করতে হবে। এর কোনো বিকল্প নেই চীন সরকারের।’
চীনের সরকারি হিসাব অনুযায়ী, চীনের অর্থনীতিতে বেসরকারি প্রযুক্তির অবদান দেশটির মোট রাজস্ব আয়ের অর্ধেক। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নে প্রায় ৬০ শতাংশ ও প্রযুক্তির উদ্ভাবনে বেসরকারি খাতের অবদান ৭০ শতাংশ।
এ কারণে যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির ওপর যে চাপ তৈরি হয়েছে , তা লাঘব করতে বেসরকারি খাতকে দেশের সরকার উৎসাহ দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনের বেসরকারি প্রযুক্তিখাত এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার শুরু করেছে উল্লেখ করে ডিপসিকের নির্মাতা লিয়াং ওয়েনফেং বলেছেন, ‘চীনের ডিপসিক যুক্তরাষ্ট্রের ওপেনেএআইয়ের জন্য হুমকি হিসেবে গণ্য হচ্ছে।’
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক শিয়াওয়ান ঝাং বলেছেন, ‘সোমবারের বৈঠকের উদ্দেশ্য ছিল বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা এবং ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
তিনি বলেন, ‘এই বৈঠকের মূল লক্ষ্য হল সরকারের সমর্থনের বিষয়ে ব্যবসায়ীদের নিশ্চিত করা। চীনের প্রযুক্তিগত উন্নয়নে বেসরকারি বিনিয়োগকারীদের ভূমিকা রাখা প্রয়োজন বলেও মত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, বৈঠকে বিশেষত জ্যাক মা-এর উপস্থিতি বিনিয়োগকারীদের আস্থাকে বাড়িয়ে তুলতে পারে।
এক সময়ের বিখ্যাত এই উদ্যোক্তা ২০২০ সালে তার ফিনটেক কোম্পানি অ্যান্ট গ্রুপের আইপিও বাতিল হওয়ার পর থেকে অনেকটা আড়ালে চলে যান। সে সময় চীনের নিয়ন্ত্রক ব্যবস্থার সমালোচনা করায় সরকারের ব্যাপক চাপের মুখে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন পরে তার উপস্থিতি চীনের ব্যবসাজগতে পরিবর্তনের দিকেই নির্দেশ করছে বলে ধারণা করা হচ্ছে।
৩১৪ দিন আগে