এশিয়া
ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজ্যের সবরকান্থা জেলার হিম্মতনগর এলাকায় জাতীয় সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রাজ্যের আহমেদাবাদ শহরের বাসিন্দা।
হিম্মতনগরের ডেপুটি পুলিশ সুপার একে প্যাটেল জানিয়েছেন, এদিন সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। উচ্চ গতির কারণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে পুলিশের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত
৪৫৯ দিন আগে
ইন্দোনেশিয়ার গোরোনটালো প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার গোরোনটালো প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জানায়, জাকার্তার স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ৫১ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল গোরোনটালো শহর থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রের তলদেশের ১৩২ কিলোমিটার গভীরে।
তবে কম্পনের ফলে বড় ধরনের ঢেউ সৃষ্টির আশঙ্কা নেই বলে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্প
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি বিভাগের প্রধান সেমবিরিং হেনড্রি বলেন, কম্পন উল্লেখযোগ্যভাবে অনুভূত হওয়ায় বাসিন্দারা তাদের বাড়ির বাইরে ছুটে বেরিয়ে আসে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য এখনও এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’ নামে পরিচিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে ভূমিকম্প-প্রবণ করে তুলেছে।
৪৬০ দিন আগে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কসবাদী অনুড়া কুমারা দিশানায়েকে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মার্কসবাদী অনুড়া কুমারা দিশানায়েকে।
শনিবারের নির্বাচনে মার্কসবাদী ন্যাশনাল পিপলস পাওয়ার কোয়ালিশনের প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৫৫ বছর বয়সি দিশানায়েকে বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ও আরও ৩৬ জন প্রার্থীকে পরাজিত করেছেন।
দিশানায়েকে পেয়েছেন ৫৭ লাখ ৪০ হাজার ১৭৯ ভোট আর প্রেমাদাসা পেয়েছেন ৪৫ লাখ ৩০ হাজার ৯০২ ভোট।
নির্বাচনে জয় লাভ করায় দিশানায়েককে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বকে যৌথভাবে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।
এর আগে দিশানায়েককে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র ও ভারত।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত ভাষণে দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনিযুক্ত প্রেসিডেন্ট।
দিশানায়েকে বলেন, 'আমরা গভীরভাবে বুঝতে পেরেছি যে একটি চ্যালেঞ্জিং দেশ পেতে যাচ্ছি। একটি সরকার, একক দল বা কোনো ব্যক্তি এই গভীর সংকটের সমাধান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না।’
প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঠিক আগে প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে পদত্যাগ করেন, যাতে নতুন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ দিতে পারেন।
দেশটি যখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট এবং এর ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে চাইছে তখন এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
১৯৭৮ সালে শ্রীলঙ্কার নতুন সংবিধানের পর দিশানায়েকে দেশটির নবম প্রেসিডেন্ট।
দিশানায়েকের জোটের নেতৃত্বে রয়েছে মার্কসবাদী দল জনতা বিমুক্তি পেরামুনা বা পিপলস লিবারেশন ফ্রন্ট, যা ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য দুটি ব্যর্থ সশস্ত্র বিদ্রোহ চালিয়েছিল। পরে ১৯৯৪ সালে গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করে দলটি। এরপর থেকে বেশিরভাগ সময়ই বিরোধী দলে ছিল।
দিশানায়েকে ২০০০ সালে প্রথম সংসদে নির্বাচিত হয়ে এবং তৎকালীন প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার অধীনে সংক্ষিপ্তভাবে কৃষি ও সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি ২০১৯ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গোতাবায়া রাজাপাকসের কাছে হেরে যান।
দিশানায়েকের প্রথম বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ত্রাণ চুক্তির আওতায় তার পূর্বসূরী রনিল বিক্রমাসিংহের আরোপিত কঠোর কৃচ্ছ্রসাধন ব্যবস্থা সহজ করার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
বিক্রমাসিংহে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তির মৌলিক বিষয়গুলো পরিবর্তনের যে কোনো পদক্ষেপ প্রায় ৩০০ কোটি ডলারের চতুর্থ কিস্তি ছাড়তে বিলম্ব করতে পারে।
প্রকল্পের নামে অতিরিক্ত ঋণ নেওয়া হলেও তার বিপরীতে কোনো রাজস্ব আয় আসেনি। যে কারণে সৃষ্টি হয় এই অর্থনৈতিক সংকটের। কোভিড -১৯ মহামারীর প্রভাব ও তার মুদ্রার পরিমাণ বাড়াতে বৈদেশিক রিজার্ভ ব্যবহার করতে সরকারের জোর দেওয়ার ফলে এই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
এর ফলে ২০২২ সালে খাদ্য, ওষুধ, রান্নার গ্যাস ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দেয়। শুরু হয় ব্যাপক বিক্ষোভ যা তৎকালীন রাষ্ট্রপতি রাজাপাকসেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং পদত্যাগ করতে বাধ্য করে।
রাজাপাকসের বাকি মেয়াদ পূরণের জন্য পার্লামেন্টের ভোটে তৎকালীন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে নির্বাচিত করা হয়।
৪৬১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ৪
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) পাতি ট্রাফিক পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে প্রদেশটির পাতি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও দুটি সেমি-ট্রেইলার ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
পাতি ট্রাফিক পুলিশের প্রধান আসফাউরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই চালক ও চার যাত্রী নিহত হন। নিহত অন্যজন ট্রাক চালক। হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই নিম্নমানের যানবাহন, বেহাল সড়ক ব্যবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত ১১
৪৬২ দিন আগে
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪
মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগি ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮৯ জন।
মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে নাইপিদো তাও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৬৪ জন, মান্দালয় অঞ্চলের ১৩৪ জন, শান প্রদেশের ৭৮ জন, কায়িন প্রদেশের পাঁচজন, বাগো অঞ্চলের দুজন এবং আইয়ারওয়াদি অঞ্চলের একজন রয়েছেন।
বন্যায় দেশটির ৯টি অঞ্চল ও প্রদেশের অর্ধশতাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির প্রায় ১৬ শতাংশ।
বন্যায় ২ হাজার ১৪৯টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত, ৩ হাজার ৪৫৫টি আংশিক এবং ৫৪৬টি স্কুল পানিতে তলিয়ে গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫৩৩টি সড়ক ও সেতু, ২ হাজার ৪৮৯টি বিদ্যুতের খুঁটি এবং ৯৯টি যোগাযোগ টাওয়ার ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬৪৩ জন মানুষ। ধ্বংস হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৪৬১ একর ফসলের খেত এবং ১ লাখ ৪৪ হাজার ৯৯৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল এই বন্যা। রাতের বেলা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল হতাহতের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করতে, স্বাস্থ্যসেবা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করতে স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা একসঙ্গে কাজ করছে।
৪৬৩ দিন আগে
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে শুরু করেছে জনগণ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্ট রাজনৈতিক উত্থানের পথ নির্ধারণ করবে এবারের নির্বাচনটি।
৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। প্রার্থীদের মধ্যে বর্তমান উদারপন্থী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মার্কসবাদী মনোভাবাপন্ন আইনপ্রণেতা অনুরা কুমারা দিসানায়েকে এবং বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।
দেশটির ১ কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী রবিবার চূড়ান্ত ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে খেলাপি হওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির আওতায় ঋণ পুনর্গঠনসহ দেশের ভঙ্গুর পুনরুদ্ধারে শ্রীলঙ্কানরা বিক্রমাসিংহের নেতৃত্বকে পুনরায় গ্রহণ করে কিনা তা এই ফলাফলে দেখা যাবে।
সরকার বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘোষণা করেছে যে তারা বেসরকারি বন্ড হোল্ডারদের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছে ঋণ পুনর্গঠনের চূড়ান্ত বাধা অতিক্রম করেছে।
খেলাপি হওয়ার সময় শ্রীলঙ্কার স্থানীয় ও বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মোট ৮৩ বিলিয়ন ডলার এবং সরকার বলছে যে এটি এখন ১৭ বিলিয়ন ডলারেরও বেশি পুনর্গঠন করেছে।
গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যানে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও, শ্রীলঙ্কানরা উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে লড়াই করছে।
প্রেমাদাসা এবং দিসানায়েক উভয়ই বলেছেন, তারা কৃচ্ছ্রসাধনের পদক্ষেপগুলো আরও সহনীয় করতে আইএমএফের সঙ্গে করা চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করবেন। বিক্রমাসিংহে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তির মৌলিক বিষয়গুলো পরিবর্তনের যেকোনো পদক্ষেপ আইএমএফের প্রতিশ্রুত প্রায় ৩০০ কোটি ডলারের সহায়তার চতুর্থ কিস্তি ছাড়তে বিলম্ব করতে পারে, যা স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর
রাজস্ব আয় বাড়ায় না এমন অনুৎপাদনশীল প্রকল্পগুলোতে অত্যধিক ঋণ গ্রহণের ফলে শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে। এছাড়া কোভিড-১৯ মহামারির প্রভাব এবং মুদ্রা রুপিকে চাঙ্গা করতে দুর্লভ বৈদেশিক রিজার্ভ ব্যবহার করার জন্য সরকারের জেদ অর্থনীতির দ্রুত পতনে ভূমিকা রেখেছিল।
অর্থনৈতিক পতন ওষুধ, খাদ্য, রান্নার গ্যাস এবং জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসগুলোর মারাত্মক ঘাটতির সৃষ্টি করে। মানুষ এই নিত্যপণ্যগুলো পাওয়ার জন্য দিনের পর দিন লাইনে অপেক্ষা করে। এতে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন, তার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো দখল করে নেয়। এর ফলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং পদত্যাগ করতে বাধ্য হন।
বিক্রমাসিংহে রাজাপাকসের পাঁচ বছরের মেয়াদের অবশিষ্ট অংশ কভার করার জন্য ২০২২ সালের জুলাইয়ে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এখন বিক্রমাসিংহে তার অর্জনকে ধরে রাখতে আরও একটি মেয়াদ প্রত্যাশা করছেন।
তবে অনেকে তার বিরুদ্ধে রাজাপাকসে পরিবারের সদস্যদের রক্ষা করার অভিযোগ করেছেন। অর্থনৈতিক সংকটের জন্য যাদেরকে তারা দায়ী করে থাকেন।
পার্লামেন্টে তার দলের একমাত্র সদস্য বিক্রমাসিংহে মূলত রাজাপাকসের অনুগতদের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা তাকে তার মন্ত্রিসভার সদস্য হিসেবে করে এবং তার প্রস্তাবিত সংস্কারের পক্ষে ভোট দেয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় ‘আর্থিক স্থিতিশীলতা তহবিল’ গঠনের প্রস্তাব অনুমোদন
৪৬৪ দিন আগে
আফগানিস্তানে সোনার খনিতে ভূমিধসে ৩ শ্রমিক নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে ভূমিধসে খনির তিন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলীয় তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক হেকমাতুল্লাহ মোহাম্মদি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে খওয়াহান জেলার একটি সোনার খনি থেকে সোনা তুলতে ব্যস্ত ছিলেন খনি শ্রমিকরা। এসময় খনির ওপরে থাকা একটি মাটির স্তুপ ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কয়েক মাস আগে বাদাখশানের পার্শ্ববর্তী তাখার প্রদেশে একই ধরনের একটি ঘটনায় দুই খনি শ্রমিক নিহত হন।
স্থানীয়দের মতে, সুরক্ষা ব্যবস্থার অভাব, অদক্ষ খনি শ্রমিক, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং ঐতিহ্যবাহী ও পুরানো পদ্ধতিতে খনি খননের ফলে প্রায়ই দারিদ্র্যপীড়িত আফগানিস্তানে খনি শ্রমিকদের মৃত্যু হয়।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত
৪৬৪ দিন আগে
মালয়েশিয়ায় বন্যায় ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত
মালয়েশিয়ায় বন্যার কারণে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বন্যায় দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত ৭ হাজার ৭৮০ জন বাস্তুচ্যুত হয়েছে।
মালয়েশিয়ার সমাজকল্যাণ বিভাগের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেদাহ রাজ্য। সেখানে ৩৮টি বন্যা ত্রাণকেন্দ্রে ৬ হাজার ৫৮৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যাকবলিত অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে পেনাং, সেলাঙ্গর, পেরলিস ও উত্তরাঞ্চলীয় বোর্নিও রাজ্য সাবাহ।
দেশটির আবহাওয়া দপ্তর এর আগে সতর্ক করেছিল যে, দক্ষিণ-পশ্চিম বর্ষা মৌসুম চলছে এবং সেপ্টেম্বর পর্যন্ত খারাপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: মালয়েশিয়া ভ্রমণ: জনপ্রিয় দর্শনীয় স্থান, ঘুরতে যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
৪৬৪ দিন আগে
মিয়ানমারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩০০ ছুঁই ছুঁই
মায়ানমারের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও অন্তত ৮৯ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় দৈনিক দ্য মিরর।
শুক্রবার দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় নাইপিদো কেন্দ্রশাসিত অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চল ও রাজ্যের বেশ কয়েকটি জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির ৪৭ হাজার ১৯টি পরিবারের ১ লাখ ৬১ হাজার ৫৯২ জন লোক ৪২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যায় ৭ লাখ ৬৬ হাজার ৫৮৬ একর জমির ফসল তলিয়ে গেছে এবং ১ লাখ ২৯ হাজার ১৫০টি গবাদিপশু মারা গেছে।
আরও পড়ুন: মিয়ানমারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৬৮
টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সম্প্রতি ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধারকারী সংস্থা ও বাসিন্দারা বন্যাকবলিত এলাকা পরিষ্কার করা, স্বাস্থ্যসেবা প্রদান এবং বন্যার্তদের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণে একসঙ্গে কাজ করছে।
৪৬৪ দিন আগে
ভারতে পুলিশের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত
মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি পুলিশ ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যের গুলিতে তারই অপর দুই সহকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৭২ কিলোমিটার উত্তর-পূর্বে বলরামপুর জেলার ভুতাহি মোড় এলাকার একটি পুলিশ ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।
এই ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ছত্তিশগড় একটি নকশাল প্রভাবিত অঞ্চল। নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রাজ্যে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
৪৬৬ দিন আগে