������������������
প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেকদিনই হলো। অপেক্ষা ছিল প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে সিনেমাটি। সেই অপেক্ষা শেষ হলো, আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
এরইমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটি ট্রেইলার। যেটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধমে আলোচনা তৈরি করেছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।
উল্লেখ্য, ভারতের মুম্বাইয়ে ‘মুজিব’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে।
আরও পড়ুন: 'বাঘা যতীন' লুকে দেবের চমক
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
ওটিটি বাংলাদেশের ফিকশন জগতের জন্য আশীর্বাদ বলাটাই হয়তো স্বার্থকতা হবে। কারণ আমাদের দেশের নির্মাতারাও যে এভাবে এত সুন্দর ও স্পষ্টভাবে গল্প বলতে পারে তা আগে আর জনা যায়নি। এখন তো সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় বাংলা কনটেন্ট সবচেয়ে গুরুত্ব পায়।
এবার এই লেখার শিরোনাম প্রসঙ্গে আসি। গত ২১ সেপ্টেম্বর ‘চরকি’র পর্দায় মুক্তি পেল মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। যেটির খবর প্রকাশের পর থেকে ব্যাপক আলোচনায় ছিল। সিনেমাটি নিয়ে বলতে গেলে সবার আগে নির্মাতার লোকেশন সিলেকশন নিয়ে প্রশংসা করতে হয়। চা বাগানের এলাকার আঁকাবাঁকা পথ, উপর থেকে সবুজের সমারহ দেখে চোখ জুড়িয়ে যায়।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
পৌনে দুই ঘণ্টার এই সিনেমার আরও যেই বিষয়ে নির্মাতা খুব যত্ন দিয়েছেন তা হলো চরিত্র। প্রতিটি চরিত্রকে তিনি আলাদাভাবে ভেবে ডিজাইন করেছেন তা শেষ পর্যন্ত দেখলে বোঝা যায়। বাড়ির মুরুব্বি থেকে শুরু করে ছোটদের স্ক্রিন টাইম বেশ গুছিয়ে নিয়েছেন আরিয়ান।
যে দুটি চরিত্র নিয়ে একটু আলাদাভাবেই বলতে হয় তারা হলেন অন্তু ও নয়ন। নূর ইমরান মিঠুকে প্রথম দেখি ‘পিঁপড়াবিদ্যা’ সিনেমায়। পরিচালনার পাশাপাশি অভিনয়ে তার সাবলীলতা বরাবরই ভালো লাগবে। মিজানুর রহমান আরিয়ানের কারণে তার প্রতি ভালো লাগাটা বাড়লো।
শুরুতে থেকে শেষ পর্যন্ত চরিত্রটি তিনি যেভাবে বয়ে নিয়ে গেছেন তা প্রশংসনীয়। আর ‘পুনর্মিলনে’র অন্তু হচ্ছেন সিয়াম আহমেদ। ধরা যাক আপনার সামনে একটি ফুলের বাগানে আছেন, সেখানে যেই ফুলের স্নিদ্ধতা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে সে অন্তু। বিশেষ করে সিনেমার প্রায় শেষাংশ যেন অন্তুময়।
‘পুনর্মিলনে’ যে তাসনিয়া ফারিণ করছেন সেটি তো সবারই জানা। পুরো সিনেমায় অল্প সময় পাওয়া গেছে তাকে। হয়তো তিনি যেই চরিত্রে ছিলেন সেটির স্পেস নির্মাতা নিজেই খুব বেশি দিতে চাননি। অবশ্যই সেটি নির্মাতার নিজস্বতা। কিন্তু যেহেতু তাসনিয়া ফারিণের শেষ কয়েকটি কাজে তার অভিনয় প্রশংসিত হয়েছে তাই হয়তো এখানে তার অভিনয়ের জায়গাটা পেলে দর্শক হিসেবে ভালো লাগতো।
এবার একটু গল্প নিয়ে বলি। গল্প চলে বর্তমান আর অতীতের পথ ধরে। এমন ছকে গল্প বলাটাও নতুন না। মানে দর্শক এভাবে গল্প দেখে অভ্যস্ত। এটি বলার কারণ, নির্মাতা এখানে প্রতিটি সিকোয়েন্স যেভাবে গল্পটাকে গেঁথেছেন তার শুরুর অনেকটা সময় চোখে খটকা লাগার মতো। মানে মনে হবে একটা ঘটনা শুরু হয়ে সেটার শেষ না হয়েই অন্য ঘটনায় চলে গেছে।
আর এটি যখন কয়েকবার হয় তখন দর্শকের মাঝেও একটা অপূর্ণতা তৈরি হয়। যেহেতু বর্তমান ও অতীত গল্পের সংমিশ্রন তাই এই যত্নে খানিকটা কমতি দেখা গেছে।
‘পুনর্মিলনে’ যদি এবার একটা ফুলের ঝুড়ি ভাবেন সেখানে দেখবেন সব সুন্দর সুন্দর ফুল, শুধু মালা গাঁথাটা মনে হয় আরেকটু ঠিকঠাক হতে পারতো।
তবে আপনি যখন সিনেমাটা দেখা শেষ হবে এসবকিছু যেন ভুলে যাওয়া যায়। তার কারণ সিয়াম আহমেদ। তিনি যে প্রতি নিয়ত অভিনয়ে আরও দক্ষ হয়ে উঠছেন ‘পুনর্মিলনে’ সেটি প্রমাণ করে। শেষ পর্যন্ত গল্পের আবেগ ধরে রেখেন এই অভিনেতা। সিনেমা শেষে ভাবনার বেশিরভাগ জায়গাজুড়েই সিয়াম।
আরও পড়ুন: 'বাঘা যতীন' লুকে দেবের চমক
বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন রাজ
'বাঘা যতীন' লুকে দেবের চমক
টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক দেব তার নতুন লুক নিয়ে রয়েছেন আলোচনায়। মুখ ক্ষত-বিক্ষত, একমাথা রুক্ষ চুল- ‘বাঘা যতীন’ সিনেমায় এভাবে নতুন রূপে দেখা দিয়েছেন তিনি।
শুক্রবার সিনেমাটির নির্মাতা প্রকাশ করলেন দেবের এই বিশেষ লুক।
বৃটিশ শাসনামলের ঘটনা নিয়ে নির্মিত 'বাঘা যতীন'। এতে বাঘা যতীনের ভূমিকায় দেবকে একাধিক লুক দেখা যাবে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমে দেব বলেন, 'এই ছবিতে এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও ছবিতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’’
অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ মুক্তি পাবে এই পুজোয়।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন রাজ
তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের খবরের পর এ নিয়ে চুপ ছিলেন রাজ। তবে এবার নিজের বক্তব্য গণমাধ্যমকে জানালেন তিনি।
রাজ গণমাধ্যমে বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ... তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ
এই অভিনেতা বলেন, 'আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।'
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শরীফুল রাজকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান পরীমণি।
আরও পড়ুন: পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
বিরতির পর ফিরছেন পরীমণি
জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ
তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিয়ে বিচ্ছেদের কারণ অবশেষে জানালেন তার আইনজীবী মো. শাহীনুজ্জামান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েছেন পরীমনি। আর কারণ হিসেবে জানানো হয়, রাজের আচরণের কারণে অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। আর পরীমণি প্রত্যক্ষভাবে এর প্রমাণ পেয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়েই প্রেমে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর গোপনে বিয়েও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
আরও পড়ুন: পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা-চিত্রনাট্যকার-লেখক এবং দেশের চলচ্চিত্র শিল্পের পথিকৃৎ সৈয়দ সালাহউদ্দিন জাকি ইন্তেকাল করেছেন।
সোমবার রাতে ঢাকার ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে মারা যান তিনি।
একুশে পদক এবং জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ১৯৮০ সালের সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’-এর জন্য ব্যাপকভাবে সম্মানিত হন।
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ জানান, রাত ১১টা ৫৩ মিনিটে হাসপাতালের চিকিৎসকরা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাত ও ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য জাকিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মান্নার শেষ সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর
তার দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ছেলে ও মেয়ে কানাডা থেকে বাংলাদেশে ফেরার পর নেওয়া হবে বলে সূত্র জানায়।
জাকির ঘনিষ্ঠ পরিচিতদের সঙ্গে দেশের চলচ্চিত্র সম্প্রদায়ের সেলিব্রিটি এবং সদস্যরা, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার জন্য তাদের শোক এবং ভালবাসা প্রকাশ করছেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
১৯৪৬ সালের ২৬ আগস্ট টাঙ্গাইলে জন্মগ্রহণকারী সৈয়দ সালাহউদ্দিন জাকির প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ মুক্তি পায় ১৯৮০ সালে। এতে অভিনয় করেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা।
সমালোচকদের কাছে প্রশংসিত ছবিটি এখনও প্রয়াত লাকি আখন্দের রচিত বেশ কয়েকটি গানের জন্য স্মরণীয় হয়ে আছে। এর মধ্যে রয়েছে ‘আবার এলো যে স্বপ্ন,’ ‘কে বাশি বাজায় রে,’ এবং ‘ঘুম ঘুম’।
জাকি ‘লাল বেনারসি’ এবং ‘আয়না বিবির পালা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন।
তিনি বিএফডিসিতে অপারেটিভ ডিরেক্টর হিসেবে এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
জাকি ‘ঘুড্ডি’ -এর জন্য শ্রেষ্ঠ সংলাপের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। দেশের চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।
আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।
২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
বিরতির পর ফিরছেন পরীমণি
ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই লাস্যময়ী নায়িকা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে পরীমণি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে।
দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প' শিরোনামে সিনেমা দিয়ে দুই বছরের বিরতি পেরিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) পরীমণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আগেরদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন গুরুত্বপূর্ণ ভেঙে বলেননি।
আরও পড়ুন: পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
নিজের ফেসবুকে পরীমণি লেখেন- কালকের (রবিবার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!
মূলত ‘ডোডোর গল্প’র জন্যই দিনটি তার কাছে স্পেশাল। এদিন রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে সে কথা নিজেই জানিয়েছেন পরী। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
পরীমণির বিপরীতে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।
‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি গণমাধ্যমে বলেন, অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে।
এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।
পরী আর বলেন, 'অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবে চিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।'
সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।
সিনেমার চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, নেওয়াজ, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ঢালিউডের সিনেমায় প্রথমবার চুক্তিবদ্ধ হন টলিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে কিছুদিন আগে শুটিংও করতে আসেন তিনি। তবে কাজ শেষ না করেই নিজ দেশে ফিরে যান এই তারকা। সিনেমার নৃত্য পরিচালক কর্তৃক হয়রানির বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
শুধু তাই নয়, প্রযোজকের অব্যবস্থাপনার জন্যও শুটিং ছেড়ে যান সায়ন্তিকা। এবার এ নিয়ে ভারতে এক সংবাদমাধ্যমে কথা বলেছেন এই নায়িকা।
তিনি জানান, ‘ছায়াবাজ’ সিনেমার নৃত্যপরিচালক মাইকেল তাকে হয়রানি করেছেন। সেখানে তিনি বলেন, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
সায়ন্তিকা আরও বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। আমার অনুমতি ছাড়া মাইকেল হাত ধরে আমাকে সরাতে যায়। তখন আমি সবার সামনেই বাধা দিই।’
সিনেমা প্রযোজকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’
‘ছায়াবাজি’র কাজ শেষ করতে চান সায়ন্তিকা। তবে সেটি সঠিক ব্যবস্থাপনায় হতে হবে।
তাজু কামরুলের পরিচালনায় এই সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জুটি বাঁধেন জায়েদ খান।
৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ১৩ সেপ্টেম্বর বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটি প্রদর্শনের সময় হলভর্তি দর্শক জাতির জনকের জীবন ও রাজনৈতিক আদর্শের গভীরতা অনুভব করেন।
এ উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল এই মর্যাদাপূর্ণ উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার উপলক্ষে বলেন, ‘আমি নিশ্চিত শেখ মুজিবুর রহমানের জীবন এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা সারা বিশ্বের মানুষের অন্তরে প্রতিধ্বনিত হবে।’
একটি জাতি গঠনের এই অনুপ্রেরণামূলক গল্প বলতে পারা তার জন্য বিরল সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ারে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
তিনি স্বাধীনতার মহান রূপকার বঙ্গবন্ধুর জীবনী নির্ভর এই চলচ্চিত্র উপভোগ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বঙ্গবন্ধুর মানুষের জন্য অদম্য ভালবাসা এবং দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের চিত্র তুলে ধরার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ও ভারতের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এই চলচ্চিত্র সারা বিশ্বের মানুষের সামনে বাঙালিদের জন্য জাতিরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস তুলে ধরবেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ