অন্যান্য
‘জঙ্গল’ থিমের পোশাক পরবেন আম্বানির ছেলের বিয়ের অতিথিরা, থাকবেন হলিউড-বলিউড তারকারা
যখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে বিয়ে করতে চলেছেন তখন কী কী হতে পারে ভাবতে পারছেন? বিয়ের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার চার মাস আগেই তার বাবা প্রাক-বিবাহ আনন্দ উদযাপনের আয়োজন করেন।
শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় ছোট শহর জামনগরে রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিত্ব, হলিউড ও বলিউডের তারকাদের মেলা বসেছে। বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়ে উপলক্ষে বিশাল এক আয়োজনের তারা জড়ো হয়েছেন।
প্রায় ১ হাজার ২০০ জনেরও বেশি অতিথিদের নিমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন পপতারকা রিয়ান্না, বিল গেটস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানও।
সবার চোখ এখন ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি ও তার দীর্ঘ সময়ের বান্ধবী রাধিকা মার্চেন্টের ওপর। আগামী জুলাইতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা।
এই উৎসব আম্বানি পরিবারের জমকালো ও আভিজাত্যপূর্ণ অনুষ্ঠানের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি অর্থনীতি ও রাজনীতিতে এই ভারতীয় বিলিয়নিয়ারের যে প্রভাব সেটিও প্রদর্শন করে।
দেশজুড়ে আলোচনায় থাকা আম্বানি পরিবার ও বিবাহ-পূর্ব এই জমকালো আয়োজন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
কে এই মুকেশ আম্বানি?
১১৫ বিলিয়ন ডলারের মালিক ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি ফোর্বস তালিকা অনুযায়ী বিশ্বের দশম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি।
তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বিশাল সাম্রাজ্য যার বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। পেট্রোকেমিক্যাল, তেল-গ্যাস থেকে শুরু করে টেলিকমসহ রিটেইল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এই প্রতিষ্ঠান।
১৯৬৬ সালে তার বাবার প্রতিষ্ঠিত রিলায়েন্স আম্বানির নেতৃত্বে ২০১৬ সালে ৪জি ফোন ও ব্রডব্যান্ড পরিষেবা জিও চালু করার সঙ্গে সঙ্গে টেলিকম মূল্য যুদ্ধের সূত্রপাত করেছিল। বর্তমানে এটি ফাইভ জি পরিষেবা দিচ্ছে এবং গ্রাহকসংখ্যা ৪২০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতে নিজেদের ব্যবসা আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত করতে ডিজনি এ সপ্তাহের শুরুতে ৮.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যার মাধ্যমে নতুন একটি মিডিয়া জায়ান্টের জন্ম হতে চলেছে।
আম্বানি পরিবারের অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে মুম্বাইতে ১ বিলিয়ন ডলার মূল্যের অ্যান্টিলা নামে একটি ২৭ তলাবিশিষ্ট ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এটিতে তিনটি হেলিপ্যাড, একসঙ্গে ১৬০টি গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যারেজ, ব্যক্তিগত সিনেমা থিয়েটার, সুইমিং পুল ও ফিটনেস সেন্টার রয়েছে।
আম্বানির সমালোচকরা বলছেন, সত্তর-আশির দশকে কংগ্রেস সরকার এবং ২০১৪ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে রাজনৈতিক সম্পর্কের জোরে আম্বানির প্রতিষ্ঠান বিকাশ লাভ করে। ভারতে এই ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক (ক্রোনি ক্যাপিটালিজম) আম্বানির মতো প্রতিষ্ঠানগুলোকে উন্নতি লাভ করতে সাহায্য করেছে।
বর্তমানে মুকেশ আম্বানি তার দুই ছেলে ও মেয়েকে দায়িত্ব হস্তান্তর করতে শুরু করেছেন। বড় ছেলে আকাশ আম্বানি এখন রিলায়েন্স জিওর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন আর মেয়ে ইশা রিটেইল সেক্টর ও সর্বকনিষ্ঠ, অনন্ত নতুন জ্বালানি শক্তির ব্যবসায় যুক্ত হয়েছেন।
সীমা অতিক্রম করাই আম্বানির আয়োজনের বিশেষত্ব।
২০১৮ সালে মেয়ের বিয়ের সময় পশ্চিম ভারতের শহর উদয়পুরে বিবাহপূর্ব জমকালো উৎসবে পপ সেনসেশন বিয়ন্সেকে নিয়ে এসে সংবাদের শিরোনাম হয়েছিলেন আম্বানি। সে সময় ভারতীয় সেলিব্রিটি ও বলিউড তারকাদের সঙ্গে কাঁধ মিলিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন ও জন কেরিও।
সেই বছরই ইশা আম্বানি ও আনন্দ পিরামল ইতালির লেক কোমোতে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন করেছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে মুম্বাইতে আম্বানির বাসভবনে বিয়ে করেছিলেন তারা।
আসন্ন বিবাহ-পূর্ব আয়োজনে বিশেষ যা রয়েছে-
আগামী জুলাইতে বিয়ের সময় কেমন জমকালো আয়োজন হতে চলেছে তারই আভাস দিচ্ছে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ আয়োজন।
গুজরাটের কাছেই মরুভূমিতে অবস্থিত ৬ লাখ জনসংখ্যার শহর জামনগরে আম্বানিরা এই উৎসবের আসর বসিয়েছে। যেখানে তাদের পারিবারিক নিবাস এবং তাদের ব্যবসার প্রধান তেল শোধনাগারও রয়েছে।
সেখানে জঙ্গল থিমের পোশাক পরে হবু বর অনন্ত পরিচালিত একটি প্রাণী উদ্ধার কেন্দ্র পরিদর্শনে যাবেন অতিথিরা। নির্যাতিত, আহত ও বিপন্ন প্রাণীদের বিশেষ করে হাতিদের আশ্রয়ের জন্য ৩ হাজার একর জমির ওপর এই কেন্দ্র নির্মিত হয়েছে যা ‘ভানতারা’ বা ‘বনের তারকা’ নামে পরিচিত।
আমন্ত্রণপত্রে জানা যায়, অতিথিদের জন্য প্রতিদিন ভিন্ন ও নতুন এক ড্রেস কোড থাকবে। এজন্য তাদের সাহায্য করতে হোটেলে মুড বোর্ড, হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট ও পোশাক ডিজাইনাররা থাকবেন।
একটি মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানও হবে।
অতিথিদের অনেকেই চার্টার্ড প্লেনে আসবেন। এই আয়োজনে প্রায় ১০০ শেফের তৈরি ৫০০ ধরনের খাবার পরিবেশন করা হবে।
অতিথিদের তালিকায় আরও রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি; কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার; ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমা।
বুধবার, আশেপাশের গ্রামে বসবাসকারী ৫১ হাজার লোকের জন্য খাবারের আয়োজন করেছে আম্বানি পরিবার।
৬৬৬ দিন আগে
ঢাকায় দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল
রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে উৎসবের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগের দিনে ঘটে যাওয়া বেইলি রোডের অগ্নিকাণ্ডে
নিহতেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সবাই।
উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শণী এবং সঙ্গে থাকছে লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
উদ্বোধনী দিনে কামরুল ইসলাম নাদিমের পরিবেশনায় লাতিন আমেরিকার ঐতিহৗবাহী সংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা।
দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু।
উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো।
এ ছাড়াও দেখানো হবে- পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস, রেক্টর, ফরেন সাভিস একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর ড. মো. নজরুল ইসলাম, অতিরিক্তি সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেহেলী সাবরিন, মহাপরিচালক, জনকূটনীতি শাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়।
কার্নিভাল সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, 'আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফিসহ ও বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। পাশাপাশি প্রতি বছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তুলে ধরেছি।
কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে- ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
৬৬৭ দিন আগে
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ১১ মে গান গাইতে আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন কাকতাল ও আহমেদ হাসান সানি।
সেদিন সন্ধ্যায় ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২’ কনসার্টে গান গাইবেন তিনি।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। উক্ত কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।
আরও পড়ুন: জীবনের গল্প নিয়ে টিভি চ্যানেলে শিগগিরই আসছেন অঞ্জন দত্ত
আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।
কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। এ কনসার্টের গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার টাকা।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেজে।
আরও পড়ুন: ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
৬৬৯ দিন আগে
‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ কনসার্টে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলী
ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলী। ২৬ এপিল বিকালে ঢাকা এরিনায় ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ কনসার্টে গাইবেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দেশের তিন গায়ককে নিয়ে এ কনর্সাটের আয়োজন করা হয়েছে। কনসার্টে ভারতীয় গায়ক জাভেদ আলী ছাড়াও থাকবেন পাকিস্তানি তরুণ গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদার।
এর আগে আরব আমিরাতের দুবাইয়ে কনসার্ট করেছিলেন ভারতীয় গায়ক জাভেদ আলী। এ ছাড়া কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলোতে তিনি বিভিন্ন শো করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে গান করছেন তিনি।
এতে আরও বলা হয়, ২০০৭ সালে ‘নাকাব’সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’গানটির মাধ্যমে জাভেদ আলী দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় গান করেছেন।
আরও পড়ুন: কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি টফিতে
কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে। টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া পেয়েছি। কনসার্টে জাভেদ আলী ছাড়াও পাকিস্তানি তরুণ গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদারও গান গাইবেন। এ কনসার্টে তিন দেশের সংগীতের মেলবন্ধন ঘটবে। দর্শকরা চমৎকার একটি কনসার্ট উপভোগ করতে পারবেন।’
কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্ত থাকুন অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেইজে।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
৬৬৯ দিন আগে
কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
কণ্ঠশিল্পী কাজী শুভর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
এরমধ্যে তার কণ্ঠে একটি গান ব্যাপ জনপ্রিয়তা পায়। আর সেই গানটির গীতিকার আরিফ হোসেন বাবু। তার প্রথম লেখা ও সুরে প্রথম গানটি উঠে শুভর কণ্ঠে।
২০২১ সালে শুরু হওয়া আরিফ হোসেন বাবুর ক্যারিয়ারের শততম গান রিলিজ হতে যাচ্ছে ১ মার্চ। আর এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শুভ মেহেরাজ ও ঐশি।
গানটি ও আরিফের শততম গান গাওয়া প্রসঙ্গে ইউএনবিকে কাজী শুভ বলেন, ‘খুব ভালো লাগছে যে আরিফের শততম গান রিলিজ হচ্ছে। তার ক্যারিয়ারের প্রথম গানটি আমি গেয়েছে। এরসঙ্গে যোগ হলো তার শততম গান। বেশ ভালো লাগছে যে তিনি অল্প সময়েই নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারছেন। সামনে আমাদের আরও বেশ কিছু ভালো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
উল্লেখ্য, কাজী শুভ ও আরিফ হোসেন বাবু জুটির বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে এর মধ্যে বরিশাল, কন্যারে আমার বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৬৭০ দিন আগে
ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ভারতের বিখ্যাত গজলশিল্পী ও প্লেব্যাক গায়ক পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত এই গায়কের পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি- দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাস মৃত্যু বরণ করেছেন।’
বিশিষ্ট গায়কের মৃত্যুর খবরে তার ভক্ত এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা বি এম কলিমুল্লাহ আর নেই
পঙ্কজ উদাস ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে কেশুভাই উধাস ও জিতুবিন উদাসের ঘরে জন্মগ্রহণ করেন।
তার সবচেয়ে সুপরিচিত গানগুলো হলো- মহেশ ভাট পরিচালিত ১৯৮৬ সালের ক্রাইম থ্রিলার ‘নাম’র ‘চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়’, ১৯৯৮ সালে প্রবীণ ভাটের ‘এক হি মাকসাদ’ ছবির ‘চান্দী জায়সা রং হ্যায় তেরা', ফিরোজ খানের ১৯৮৮ সালের অ্যাকশন থ্রিলার ‘দয়াবন’ ছবির ‘আজ ফির তুম্পে’, ১৯৯১ সালে লরেন্স ডি’সুজার রোমান্টিক ছবি ‘সাজনের’ ‘জিয়ে তো জিয়ে’ এবং আব্বাস-মাস্তানের ১৯৯৩ সালের প্রতিশোধ থ্রিলার ‘বাজিগর’ থেকে ‘ছুপনা ভি নেহি আতা’।
তার গজল ক্যারিয়ারে ‘আহাট’ (১৯৮০) এবং ‘না কাজরে কি ধার’ এর মতো নামী অ্যালবাম তার ট্রাকে অন্তর্ভুক্ত রয়েছে। ‘অউর আহিস্তা কিজিয়ে বাতেঁ’, ‘এক তরফ উসকা ঘর’ এবং ‘থোড়ি থোড়ি পিয়া করো’র মতো গানও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ‘ভালোবাসা’, ‘চোখ তার চোরাবালি’ সহ আধুনিক গানের জন্য বাংলার শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সম্মানিত।
১৯৮৯ সালে প্রকাশিত ‘ভালোবাসা’অ্যালবামটি।
গজল শিল্প ও ভারতীয় সংগীত শিল্পে তার অবদানের জন্য পঙ্কজ উদাস ২০০৬ সালে ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেয়েছিলেন।
আরও পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
৬৭১ দিন আগে
বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
প্রথমাবরের মতো ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে মিউজিক্যাল ফিয়েস্তা 'জয় বাংলা কনসার্ট'র।
দর্শকদের জন্য বেশ খানিকটা চমক রেখেই বন্দরনগরী চট্টগ্রামে এ আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলা।
‘চিটাঙ্গত আইয়ের’-চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুই শব্দের একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় ইয়াং বাংলার ফেসবুক পেইজে। কয়েক ঘণ্টার মধ্যে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইয়াং বাংলা ও সিআরআইয়ের শেয়ার করা এই ঘোষণাটি তখন থেকে শত শত উৎসাহী ভক্তরা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করছেন।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবার এম এ আজিজ স্টেডিয়াম আলোকিত করবে আইকনিক ও উদীয়মান রক ব্যান্ডের সদস্যরা।
২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে জয় বাংলা কনসার্ট দ্রুত জনপ্রিয়তার শিখরে আরোহণ করে, তরুণদের বিমোহিত করে।
কোভিড-১৯ মহামারির কারণে বিরতির পর কনসার্টটি ২০২৩ সালে আবার শুরু করা হয়। এটি শুধু একটি কনসার্টই নয়, বরং ইতিহাসের মধ্যে দিয়ে যাত্রা করা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কে উৎসর্গ করেই শুরু হয়েছে এই কনসার্ট।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টে সেই প্রত্যাশা ধরা পড়েছে: ‘শেষ কনসার্টে আমি আমার জীবনের সেরা সময় পেয়েছি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি ইতোমধ্যে আমরা চট্টগ্রাম ভ্রমণের পরিকল্পনা করছি। কারণ এবারের কনসার্ট মিস করা কোনোভাবেই সম্ভব নয়।’
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৬৭৫ দিন আগে
ছাদ থেকে পড়ে আহত শিল্পী নকুল কুমার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
রবিবার সন্ধ্যায় নকুল কুমার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
৬৭৯ দিন আগে
ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দার চেয়ে এখন ওটিটি ও সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। গতবছরই কলকাতার এক সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হলো তার। সেই থেকে ভক্তদের অপেক্ষা দেশের সিনেমায় কবে দেখা যাবে এই তারকাকে।
সেই সময় চলে এসেছে। ২২ ফেব্রুয়ারি চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় দেখা যাবে ফারিণকে।
মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় এই সিনেমা পরিচালনা করেছেন শিহাব শাহীন।
সিনেমাটিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।
আরও পড়ুন: প্রীতম-ফারিণ জুটির সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ এর কিছু অংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু ফারিণ গণমাধ্যমে জানান সেখানে যাওয়ার ভিসা ইউনিটের সবাই পেলেও তিনি পাননি।
ফারিণ বলেন, ‘আমার ফেসবুকের সঙ্গে পাসপোর্টের নামের মিল না থাকায় শুরুতে ভিসা রিজেক্ট হয়। টিমের সবাই ঠিকঠাক ভিসা পেলেন। কিন্তু আমার হলো না। এ জন্য কাজটা পেছাতে হয়েছে। পরবর্তীতে সব ঠিক করা হয়।’
রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতে প্রেমের গল্প বলার মতো দারুণ সব জায়গা পেয়েছেন বলে জানান পরিচালক শিহাব শাহীন। তিনি বলেন, ‘আমাদের সিনেমার গল্পটাই এমন যে মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সঙ্গে এই দুই জায়গাতেই সবার এতো এতো হেল্প পেয়েছি তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।’
এই সিনেমায় দেখা মিলবে নতুন মুখ রূপন্তী আকিদের। এছাড়াও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’
৬৮০ দিন আগে
‘একুশে পদক-২০২৪’ পাচ্ছেন ২১ বিশিষ্টজন
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
২১ জনের মধ্যে ভাষা আন্দোল বিভাগে পদক পাচ্ছেন দুইজন।
আরও পড়ুন: একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ ২টি প্রতিষ্ঠান ও ১৯ ব্যক্তিত্ব
তারা হলেন- মো. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। আর শিল্পকলার বিভিন্ন বিভাগে এই পদক পেয়েছেন ১১ জন।
সংগীতে পেয়েছেন- জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
অভিনয়ে- ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
আরও পড়ুন: একুশে পদক ২০২৩ বিজয়ী কনক চাঁপাকে গ্যালারি কসমসের সংবর্ধনা
নৃত্যকলায়- শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন চারজন।
তারা হলেন- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
৬৮৪ দিন আগে