ঢাকা
পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। অপর ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
১৪৮ দিন আগে
নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাবিতে শ্রমিক নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন লাইব্রেরি ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে রাত ১০টার দিকে।
নিহত আরিফুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিংতম বলেন, ‘গতকাল (শুক্রবার) বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসা হয়। তারা জানান, তিনি একটি ভবনের ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দেই।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লাইব্রেরির ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করছে অনিক ট্রেডিং করপোরেশন লিমিটেড।
শ্রমিক নিহতের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আপাতত সেখানে আমাদের কাজ বন্ধ আছে। আর আমি বর্তমানে ঢাকায় আছি। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন বলে জেনেছি। আজকে আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’
আরও পড়ুন: প্রভোস্টবিহীন জাবির কাজী নজরুল হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে; এটি অত্যন্ত দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে, অথচ আমাকে কেউ জানায়নি। সকালে যেটি ঘটেছে, সেটি আমি রাতে জানতে পারলাম।’
তিনি বলেন, ‘শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। ভুক্তভোগীর জন্য শুধু ক্ষতিপূরণই নয়, বরং এর সঙ্গে জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়— সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
১৪৯ দিন আগে
মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
নিহত আব্দুল কুদ্দুস চান মিয়া ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা।
আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরের আটরশি দরবার শরিফগামী একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে যায়। পরে বাসটি সড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িক যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়া হয়।
১৫০ দিন আগে
গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধু নিহত
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে বায়েজিদ হোসেন (৩৫) ও মাহিন (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত বায়েজিদ হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং মাহিন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে।
আরও পড়ুন: নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে পাঁচ বন্ধু পাঁচুয়া গ্রামে নৌকা করে শাপলা তুলতে গেলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। এ সময় বায়েজিদ পানিতে ডুবে নিহত হন। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘পাঁচুয়া বিলে পাঁচ বন্ধু মিলে শাপলা দেখতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে যায়। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।’
১৫০ দিন আগে
ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ফরিদপুরের নগরকান্দার সদর বাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে জিলু নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৭ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাভারে ১১ অবৈধ বালু বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদপ্তরের
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান তিনি।
১৫১ দিন আগে
পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যান চলাচল ব্যাহত
রাজবাড়ী ও মানিকগঞ্জকে সংযোগকারী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পানি বৃদ্ধির সঙ্গে স্রোত বেড়ে যাওয়ায় লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগের থেকে সময় লাগছে প্রায় দ্বিগুণ।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাটের বিশাল পন্টুনের কোথাও লঞ্চ বাধা নেই। সেখানে কেবল যাত্রীসাধারণ, টিকিট চেকার ও হকাররা অবস্থান করছেন। নদীতে প্রচণ্ড বেগে স্রোত বয়ে যাওয়ায় মাঝেমধ্যে পন্টুন কেঁপে উঠছে। চালকদের সতর্ক করতে পন্টুনে লাঠির মাথায় লাল কাপড় বেঁধে রাখা হয়েছে।
এদিক-ওদিক লক্ষ করলে দেখা যায়, পন্টুনের পূর্বদিকে বসতভিটার কাছে দুটি লঞ্চ নোঙর করে রাখা হয়েছে। পাটুরিয়া থেকে আসা একটি যাত্রীবাহী লঞ্চ পন্টুনের পূর্বদিকে এসে ভিড়ছে। তখন বেঁধে রাখা লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা যায়, বাধ্য হয়ে ছোট বা দুর্বল লঞ্চ এবং ফেরি বসিয়ে রাখা হয়েছে। স্রোতের তোড়ে টিকতে না পেরে পন্টুন ছেড়ে পাশের বসতবাড়ির কাছে রাখা হচ্ছে লঞ্চ। গত দুই সপ্তাহ ধরে এমনই অবস্থা চলছে।
ঘাটে থাকা এমভি নিপু-১ এর ইনচার্জ মাস্টার কাজী শফিক বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পন্টুনে লঞ্চ রাখতে পারছি না, এমনকি ভেড়াতেও পারছি না। দৌলতদিয়া থেকে পাটুরিয়া পৌঁছাতে আগে ২০ থেকে ২২ মিনিট সময় লাগত, এখন ৪৫ থেকে ৫০ মিনিট লাগছে।
আরও পড়ুন: ভাঙন-ঝুঁকিতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট
তিনি আরও বলেন, যেখানে ঘাটে সবসময় ৮ থেকে ১০টি লঞ্চ থাকত। বর্তমানে মাত্র একটি করে লঞ্চ রাখা হচ্ছে। যাত্রী সেবা চালু রাখতে একটি লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে, আরেকটি আসছে।
১৫২ দিন আগে
গাজীপুরে ড্রেনে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে হোসেন মার্কেটের বাস্তুহারা এরশাদনগরের হায়দরাবাদ এলাকার বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম।
নিহত নারীর নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩১)। তিনি চুয়াডাঙ্গার সদর উপজেলার বাগানপাড়া (মসজিদ পাড়া) গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে ছিলেন। মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।
আরও পড়ুন: জাফলংয়ে নিখোঁজের তিন দিন পর পর্যটকের লাশ উদ্ধার
রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলান। ম্যানহোল থেকে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই রাত, একদিন কয়েক কিলোমিটার জুড়ে উদ্ধার তৎপরতা চালানোর পর বুধবার সকালে বিলে উদ্ধার অভিযান শুরু করার ঘন্টাখানেকের মধ্যেই তার মরদেহের সন্ধান পান।
১৫৩ দিন আগে
গাজীপুরে স্থানীয়দের নিয়ে ডাকাতি ঠেকিয়ে দিল পুলিশ, গ্রেপ্তার ৬
গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের পিপিএস নামক পাইপ কারখানায়।
গ্রেপ্তাররা হলেন— ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাঘটিয়া গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়া (৩২), একই জেলার তারাকান্দা থানার এমদাদুল হক (৪৫), বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কামুলা গ্রামের ফারুক (৩২), নওগা জেলার রাণীনগর থানার রাজাপুর গ্রামের আরিফ (৩০), নরসিংদী জেলার মাধবদি থানার বালুর মাঠ এলাকার শিমান্ত (২১) ও চাঁদপুর জেলার মতলবপুর গ্রামের ইব্রাহীম (২৩)।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাক নিয়ে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল ওই কারখানায় ডাকাতি করতে যায়। এ সময় তিন ডাকাত ট্রাক নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করে। বাকি ছয়জন কারখানার ফটক টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা নিরাপত্তা প্রহরী মকুবল হোসেনকে হাত-পা বেঁধে মারপিট করে ফেলে রাখে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত ইসলামী ব্যাংক লিমিটেডের কমকর্তা আব্দুস ছালাম তিনতলা থেকে ডাকাতির ঘটনাটি প্রথমে দেখতে পান। এসময় তিনি কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়দের বিষয়টি জানান। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, কারখানাটি দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। রাত পৌনে১১টার দিকে কয়েকজন অপরিচিত লোক প্রধান ফটক টপকে পিপিএস পাইপ কারখানার ভেতরে প্রবেশ করে। বিষয়টি জেনে স্থানীয়রা জড়ো হয়ে কারখানার ভেতেরে প্রবেশ করেন। এরপর নিরাপত্তা প্রহরীকে বেঁধে ডাকাতির বিষয়টি টের পান তারা।
এ সময় পুলিশ ও স্থানীয়দের দেখে ডাকাতরা কারখানার পেছন দিক দিয়ে দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের ধাওয়া করে ছয়জনকে ধরতে করতে সক্ষম হন স্থানীয়রা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে অপেক্ষমান তিন ডাকাত পালিয়ে যায়। পরে আহত ছয় ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কারখানার নিরাপত্তা প্রহরী মকবুল হোসেন বলেন, ‘অপরিচিত কিছু লোক গেটের উপর দিয়ে ভেতরে ডুকে আমার হাত-পা বেঁধে মারপিট করে। আমাকে ফেলে রেখে তারা ডাকাতি করতে শুরু করে। লোকজন চলে এলে ডাকাতরা সীমানা দেওয়াল টপকে বাহিরে চলে যায়।’
আব্দুস ছালাম বলেন, ‘তিনতলা থেকে দেখতে পাই নিরাপত্তা প্রহরীকে কারা যেন মারছে। পরে বুঝতে পারি যে কারখানায় ডাকাত ডুকেছে। তাৎক্ষণিক স্থনীয়দের, পুলিশ এবং কর্তৃপক্ষকে জানাই। দ্রুত সময়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশও এসে পড়ে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাক ডা. আজগর হোসেন সোহাগ জানান, রাত বারোটার দিকে পুলিশ আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সোহেল ও এমদাদুলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, ডাকাতরা কারখানাটির মালপত্র লুট করতে এসেছিল। খবর পেয়ে পুলিশের একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
১৫৩ দিন আগে
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের পারিবারিক কবরস্থানে আমজাদের লাশ দাফন সম্পন্ন হয়।
গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান।
পুলিশ জানায়, পূর্বের বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় (২৩ জুলাই) আমজাদকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পরদিন (বৃহস্পতিবার) বিকালে তার ভাই আরিফুল আলম খান বাদী হয়ে ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ ওইদিন রাতেই সোহেল মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয় নিয়ে বুধবার বিকালে বাড়ির সামনে স্থানীয় সোহেল ও সবুজদের সঙ্গে আমজাদ খানদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারি বেধে যায় এবং সোহেল মণ্ডলদের লোকজন বেশি মার খায়। পরে ওইদিন সন্ধ্যায় আমজাদ খান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে সোহেল ও সবুজদের লোকজন তার পথরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎকারী রাজবাড়ীর সেই মিটার রিডারম্যান গ্রেপ্তার
আরিফুল আলম খান জানান, ‘আমজাদকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও জানান, অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার (২৫ জুলাই) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হয়। অবস্থার আবার অবনতি হলে শুক্রবার ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান আমজাদ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পূর্বের বিরোধ কেন্দ্র করে কৃষক আমজাদ খানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ, এরপর তিনি মারা যান। মামলাটিতে ৩০২ ধারা যুক্ত করে রবিবার প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সোহেল মণ্ডল নামের একজনকে ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
১৫৪ দিন আগে
মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (২৭ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্ল্যাহ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথার কারণে জেলখানা থেকে সারোয়ারকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটের দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু
তিনি বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাকে ভর্তি রাখার সময়ও পাওয়া যায়নি।’
জেল সুপার জানান, সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার তিন কন্যা রয়েছে, যাদের মধ্যে দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই।
গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি।
১৫৫ দিন আগে