ঢাকা
নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। সম্পর্কে তারা একে অপরের বন্ধু ছিলেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০) ও বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩)।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার দিকে সাইফুল, অপু ও আশিক নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার তিন তরুণের নিহতের বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২ দিন আগে
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে কোনাবাড়ীর থানাধীন আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
২০২ দিন আগে
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী নিহত, স্বামী আহত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে সুবর্না আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আরিফ হেসেন।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, শিশুসহ আহত ৫
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দীর্ঘদিন ধরে আরিফ ও সুবর্না গ্যাস বেলুনের ব্যবসা করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে গ্যাসের বড় বোতল থেকে বেলুন ফুলানোর কাজ করছিলেন আরিফ ও তার স্ত্রী সুবর্না। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ হয়।
এতে ওই দম্পতি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুবর্নাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আরিফ বর্তমানের ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
২০৩ দিন আগে
যমুনার ভাঙনে নদীতে বিলীন তিনতলা স্কুলভবন
মানিকগঞ্জে যমুনা নদীর ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।
শনিবার (৮ জুন) বিকালে পানির তীব্র স্রোতে ব্যাপক ভাঙনে দেখা দিলে নদী গর্ভে চলে যায় ভবনটি।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে যমুনার পানি বেড়ে তীব্র স্রোত তৈরি হয়। স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। এরপর প্রথমে বিদ্যালয়টির একাংশ নদীগর্ভে দেবে যায়। পরে বাকি অংশও নদী গর্ভে বিলীন হয়ে যায়।
বাচামাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার বলেন, ‘ভবনের ভেতরে থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বের করা গেলেও আলমিরাসহ বেশ কিছু ভারি জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, ‘ভাঙনের তীব্রতার খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। ছুটির কারণে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পানির তীব্র স্রোতে বিদ্যালয় ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে যায়।’
২০৩ দিন আগে
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের ঢল, কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত জামাত
টানা কয়েক দিন বৃষ্টি হলেও আজ রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তাই ভোর থেকেই মানুষের স্রোত দেখা যায় শোলাকিয়া অভিমুখে। ঈদুল আযাহার নামাজ আদায়ের জন্য জায়নামাজ হাতে দলে দলে মুসল্লিরা আসেন শোলাকিয়া ঈদগাহে।
শনিবার (৭ জুন) উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ১৯৮ তম জামাত। বিভিন্ন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই মাঠের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের উপস্থিতি শুরু হয় বিশাল এ ঈদগাহ ময়দানে এবং সকাল ৯ টায় শুরু হয় ঈদের জামাত। জামাত পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ।
এদিন ঈদ জামাতে দূর-দূরান্তের মুসুল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ট্রেন ছেড়ে আসে ময়মনসিংহ ও অপরটি ভৈরব থেকে ছেড়ে আসে।
আরও পড়ুন: সারা দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা
তবে শোলাকিয়া মাঠের নিরাপত্তার স্বার্থে টুপি, মাস্ক ও জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন করা নিষেধ ছিলো। সবার সহায়তার জন্য মাঠে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিক্যাল টিমও দায়িত্ব পালন করে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমান বলেন, হাজার হাজার মুসুল্লির অংশগ্রহণে ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রচলিত রীতি অনুযায়ী, শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত শুরুর আগে তিনবার বন্দুকের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতি নেওয়ার সঙ্কেত দেওয়া হয়। প্রথম ১৫ মিনিট আগে তিনটি গুলি, ১০ মিনিট আগে দুটি গুলি ও ৫ মিনিট আগে একটি গুলির সঙ্কেতের মধ্য দিয়ে জামাত শুরু হয়।
জামাতের পর খুতবা পাঠ শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার কাজেম উদ্দীন জানান, নামাজের সময় দুই প্লাটুন বিজিবি সদস্য, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোষাকে নজরদারি করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
এছাড়াও মাঠসহ প্রবেশ পথগুলোতে ছিল সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। আর আকাশে উড়েছে পুলিশের ড্রোন ক্যামেরা।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, মসনদ-ঈ-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খানের উত্তরসূরী দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে ৪ দশমিক ৩৫ একর ভূমি শোলাকিয়া ঈদগাহকে ওয়াকফ করেন। ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহের জন্য সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮২৮ সালে শোলাকিয়া ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে ‘শোয়া লাখ’ মুসল্লির এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তখন ‘শোয়া লাখিয়া’ নামে পরিচিতি পায় এই ময়দান। পরে, শোয়া লাখিয়া থেকে ‘শোলাকিয়া’ নামকরণ করা হয়।
২০৫ দিন আগে
রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়
পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড।
বৃহস্পতিবার (৫ জুন) গত বছরের এক দিনে সর্বোচ্চ প্রায় পৌনে পাঁচ লাখ টাকার টোল আদায়ের রেকর্ড ভেঙে প্রায় সাড়ে ৫ লাখ টাকা টোল আদায় করা হয়।
ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটির প্রথম দিনেই এই রেকর্ড হয়েছে। তবে ছুটি ছাড়াই আগের দিন বুধবার (৪ জুন) পদ্মা সেতুতে এক দিনে ৪ কোটি ৯ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এদিন ৩৭ হাজার ৪৬৫ গাড়ি পারাপার হয়েছে সেতুটি দিয়ে।
বৃহস্পতিবার মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ৩৫ হাজার ৯৮৫টি যান। এতে মাওয়ায় টোল প্লাজায় টোল আদায় হয় ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।
আর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে ১৬ হাজার ৫০২টি যান। এসব যানবাহন থেকে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান আলতাফ।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে ঈদের যাত্রীরা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
এর আগে, ২০২২ সালের ২৬ জুন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।
পদ্মা সেতুর দায়িত্বে থাকা যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফেরার ক্ষেত্রে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
আগামী ২৫ জুন পদ্মা সেতু তিন বছর পূর্তি। এ পর্যন্ত টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি । এই সময়ে ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮ যান পারাপার হয়েছে।
২০৬ দিন আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি
ঈদ উদযাপনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। তবে যাত্রীদের চাপ থাকা সত্ত্বেও স্বস্তিতেই চলাচল করতে পারছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই এ নৌপথে ফেরি ও লঞ্চ পারাপারের যাত্রীদের চাপ বাড়তে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রায় নিরাপদ ও নির্বিঘ্নে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।
এর ফলে ঘাট এলাকায় ফেরি কিংবা লঞ্চের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। অনায়াসেই লঞ্চ-ফেরিতে উঠতে পেরে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেই যানজট
জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার জানান, ঘাটের নিরাপত্তা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ, নৌপুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন জানান, বর্তমানে নদীতে পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় তীব্র স্রোত রয়েছে। এ কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি চলাচলে কিছুটা বেশি সময় লাগছে। তবে ফেরির সংখ্যা বেশী থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।
২০৭ দিন আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত মিনি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার(৪ জুন) বিকাল ৪টায় উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এসময়ে হঠাৎ ট্রাকের নীচে থাকা ভূর্গস্থ্য গ্যাসের লিকেজ থেকে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।
আরও পড়ুন: পুরানা পল্টনের বহুতল ভবনে আগুন
এসময়ে পিছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠে।
খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
২০৭ দিন আগে
ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন চাকাবিশিষ্ট ‘মাহিন্দ্রা’ গাড়ির ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
বুধবার (৪ জুন) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে হতাহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
তিনি জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ইউএনবিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকজন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। যে বাসটির সঙ্গে ধাক্কা লাগে সেটি ছিল ঢাকাগামী।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
২০৮ দিন আগে
দেয়াল ধসে নরসিংদীতে যুবক নিহত
নরসিংদীর পলাশে দেয়াল ধসে আব্দুস সাত্তার নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ফকিরা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত সাত্তার (৩০) ওই ইউনিয়নের হাসনহাটা গ্রামের ওমর আলীর ছেলে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ‘সাত্তার রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ফকিরা মোড় এলাকায় হঠাৎ প্রায় তিনশ বছরের পুরনো একটি দেওয়াল ধসে তার ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২০৮ দিন আগে