ঢাকা
রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শাহজাহানপুরে ফ্লাইওভার থেকে নামার সময় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম কামরুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, এসআই কামরুল ইসলাম রাত ৮টা ১৫ মিনিটের দিকে তার সবুজবাগ এলাকার বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল মতিঝিলের উদ্দেশে যাচ্ছিলেন। শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভার থেকে নামার পরপরই বলাকা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পরে এসআই কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালককে গ্রেপ্তার করে বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে শাহজাহানপুর থানার এসআই ইলিয়াস মোহাম্মদ এ ঘটনায় একটি মামলা করেছেন।
২০৯ দিন আগে
ধামরাইয়ে ঘরের দরজা ভেঙে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
স্বজনরা মোবাইল ফোনে কল করে কোনো উত্তর পাচ্ছিলেন না। ঘরের দরজা ভেঙে দেখলেন ভয়াবহ দৃশ্য। পড়ে থাকা অবস্থায় পাওয়া গেল মা ও তার দুই ছেলের লাশ।
সোমবার (২ জুন) দুপুরে এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার গাঙ্গুলদিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত ব্যবসায়ী রাজা মিয়ার বাড়িতে।
এদিকে বছরখানেক আগে এই পরিবারের কর্তা ব্যবসায়ী রাজা মিয়া একইভাবে ঘরের ভেতর মারা যান। বছর না ঘুরতেই একইভাবে একটি কক্ষের ভেতর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটল ওই ব্যবসায়ীর স্ত্রী ও তার দুই ছেলের।
আরও পড়ুন: নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৃত তিনজন হলেন- নাজমা আক্তার (৩৫), তার দুই ছেলে মো. শামীম হোসেন (১২) ও সোলায়মান হোসেন (৬)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজা মিয়ার মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে একই উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. রবিন হোসেনের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান আছে। মা ও দুই ভাই ঈদের উপহার নিয়ে নাসরিন আক্তারের বাড়িতে আসার কথা ছিল সোমবার সকালে। তাদের আসতে বিলম্ব দেখে নাসরিন আক্তার তার শ্বশুরবাড়ি থেকে সোমবার সকাল থেকে মা ও ভাইদের ফোন দিতে থাকেন। দুপুর ১২টা নাগাদ মা ও দুই ভাই মোবাইল ফোন রিসিভ না করায় নাসরিন আক্তার বাবার বাড়িতে চলে যান। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে তিনি লোকজন নিয়ে দরজা ভেঙে দেখতে পান ঘরের ভেতর বিছানার ওপর তার মা ও দুই ভাইয়ের লাশ পড়ে রয়েছে।
বিষয়টি ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ময়নাতদন্তের জন্য লাশ ৩টি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে রাজা মিয়ার মেয়ে নাসরিন আক্তার বলেন, আমার মা ও দুই ভাই স্বাভাবিকভাবে মারা যায়নি। কেউ না কেউ তাদের কৌশলে হত্যা করেছে। কেবল আমার শরিকদের সঙ্গেই জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। যে বিরোধের কারণে আমার বাবা বছরখানেক আগে মারা গেছেন। আর একইভাবে বছর না ঘুরতেই আমার মা ও দুই ভাইয়ের জীবন গেল। আমি তদন্তসাপেক্ষে এ হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘরের ভেতর একই সঙ্গে তিনজনের মৃত্যু সত্যিই রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
২০৯ দিন আগে
রাজবাড়ীতে ট্রাক উল্টে নিহত ২
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর বাংলাদেশ হাট মোড়ের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা অন্তত আরও ৮ জন।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কালুখালী স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক ১৪টি গরু নিয়ে ১০জন আরোহীসহ বাংলাদেশ হাট মোড়ের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহতসহ আট জন আহত হন। নিহতরা হলেন— কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার আফদালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও আফদালপুর গ্রামের রফিকুল (৪০)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার গরু ও মালামাল পুলিশ হেফাজতে রয়েছে।’
২১১ দিন আগে
ফ্যাসিবাদের পরিবর্তে ফ্যাসিবাদ যেন ক্ষমতায় না বসে: রফিকুল ইসলাম খান
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হতে হবে।
শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদ যেন ক্ষমতায় বসতে না পারে। যুদ্ধাপরাধী হিসাবে জামায়াতের যেসব নেতাদের বিচারিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে, তারও বিচার করতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজাও বানাবে না—আমরা হবো দেশের মানুষের সেবক।
আরও পড়ুন: বাজেটে নতুন চমক থাকছে না: দেবপ্রিয় ভট্টাচার্য
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়।’
অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা আমির বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমুখ।
২১১ দিন আগে
দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর দারুস সালাম থানার আহমদ নগর এলাকায় শনিবার সকালে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ মে) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান, পুলিশ খবর পেয়ে আহমেদ নগরের হাদ্দি পট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা জানিয়েছেন যে দুপুর ১২টার পরে বা তার আগে তাদের হত্যা করা হয়েছে।’ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কবিরাজকে ১০ টুকরো করে হত্যা, দুজনের ফাঁসির আদেশ
ওসি রকিবুল বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেক মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, নিহতদের একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একটি মামলা দারুস সালাম থানায় এই ঘটনার আগের দিনই দায়ের করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২১১ দিন আগে
বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বাংলাদেশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুপুর সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায়, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
আরও পড়ুন: বৃষ্টি ও ঝড়ো বাতাসে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, জনদুর্ভোগ
এছাড়া, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, ‘সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’
২১৩ দিন আগে
পুকুরে ফুটবল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতরা হলেন বেহাকৈর নয়াপাড়া এলাকার হাবিবুর (৮) ও একই এলাকার জুনায়েদ (৬)।
বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলাধুলার সময় তাদের ফুটবল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ফুটবল তুলতে গিয়ে তারা পুকুরে নেমে যায় এবং ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কাঁচপুর মর্ডান হাসপাতাল নিয়ে যান।
অবস্থার অবনতি দেখে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে এ ধরনের কোনো খবর দেওয়া হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২১৪ দিন আগে
মানিকগঞ্জে কালীমন্দিরে আগুন, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস
মানিকগঞ্জে একটি কালীমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের কয়েকটি প্রতিমা ও ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার সদরপুর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে— সে বিষয়ে খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালীমন্দিরে আজ (বুধবার) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সরজমিনে দেখা গেছে, আগুনে বিভিন্ন প্রতিমা পুড়ে গেছে। মন্দিরের ভেতরে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। ঘটনা তদন্তে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
স্থানীয়রা জানান, আজ (বুধবার) ভোরে আধাপাকা ঘরে কালীমন্দিরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে মন্দিরে বেশ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে আগুনে ১০ লাখ টাকার মালামাল ছাই, আহত ১০
২১৪ দিন আগে
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন আন্না বেগম (২০) ও লিমন শেখ (৩৫)।
জানা যায়, মুকসুদপুর উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার বনগ্রাম সড়কের লোহাইর মুন্সি বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।
নিহতের স্বামী জানান, “আজ সকাল বেলা বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে লোহাইর গ্রামের বাড়ি ফিরছিলেন আন্না বেগম। ভ্যানটি বনগ্রাম নামক স্থানে পৌঁছালে আন্নার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান।”
“এতে তিনি মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কালাম আজাদ জানান, “হাসপাতালে নেওয়ার আগেই আন্না বেগমের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের আবেদন অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
অপরদিকে, কোটালীপাড়া উপজেলায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে ওই ট্রলির চালক লিমন শেখ (৩৫) নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। লিমন কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, “রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
২১৪ দিন আগে
আবারও ডিম নিক্ষেপ মমতাজকে
হত্যাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তার ওপর আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় মমতাজের মানিকগঞ্জ আদালতে হাজিরা
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাংচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড এবং সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।
এদিকে প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে সংসদে কটূক্তি করায় মমতাজের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের নেতাকর্মীরা। আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আজও তার দিকে ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ কিছু মানুষ।
২১৫ দিন আগে