������������
মিঠামইনে স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর স্পিডবোট ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এ সময়, চালকসহ যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মা-বাবার সঙ্গে থাকা ৪ বছর বয়সী মোছা. বুসরা নামে এক শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
বুসরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। বসির অষ্টগ্রাম উপজেলায় ভূমি অফিসে কর্মরত।
মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মিঠামইন ফায়ার সার্ভিসের উদ্ধার দল। সেখানে স্পিডবোট ও নৌকা পাওয়া যায়নি। তারা নিখোঁজ শিশুর উদ্ধারে চেষ্টা চালান।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোরে উদ্ধার অভিযান চালাবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
গুলশানের নর্দায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর গুলশানের নর্দা এলাকায় শুক্রবার বিকালে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
নিহত জাহানারা খাতুন তাহেরা ভাটারা নর্দা সৌদি মসজিদ এলাকার মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজধানী পরিবহনের একটি বাস এক নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজধানী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২
গোপালগঞ্জে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাট এলাকার পদ্মা হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রানী বেগম (৬০), আলী শেখ (৬২)। আহতরা হলেন- ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়রা জানান, গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসে। মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের ওই দুই যাত্রী নিহত হন। সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। এতে ওই গাড়ির বেশ কিছু ক্ষতি হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার নামে চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনাপাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
তিনি আরও বলেন, সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যক্তি আমার বন্ধু। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচু মিয়া বলেন, ইমনের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আরও পড়ুন: পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের সময় ৯২ লালবাগ রোডের মদিনা মিষ্টান্নভাণ্ডারে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: টঙ্গীতে এসকে+এফ ফার্মাসিউটিক্যালসের গুদামের আগুন নিয়ন্ত্রণে
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৮
এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খাদিজা বেগম, কৃষ্ণপদ পাল, তাজল মোল্লা ও সজিব মোল্লা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী।
তিনি আরও বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন ডেঙ্গু রোগী।
আরও পড়ুন: ফরিদপুরকে অর্থনৈতিক হাব গড়ে তুলতে হবে: এফবিসিসিআই সহসভাপতি
ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
রবীন্দ্র সরোবরে রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৬
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁকর্মীদের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাহফুজুর রহমান আলিফ, বায়েজিদ, নাসিফ, আজিম মাহমুদ তৌহিদ, সিফাতুল ইসলাম, আজাহা, মাহিন ও জুনায়েদ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ব্যাচেলর পয়েন্ট কাবাব দোকানের ব্যবস্থাপক বোরহান উদ্দিন জানান, রেস্টুরেন্টের আহত কর্মচারীদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- হাবিব, আরিফ, রিপন, আল আমিন ইসলাম, আলিম মিয়া, আরিফ, আলামিন ও বোরহান উদ্দিন। তারা সবাই ওই এলাকার ব্যাচেলর পয়েন্ট কাবাব শপ এবং জুস বার ও কাবাব দোকানের কর্মী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কয়েকজন বন্ধু রবীন্দ্র সরোবরে গিয়ে একটি দোকানে আড্ডা দেয় ও তাস খেলে। দোকানের এক কর্মী তাদের অন্য কোথাও বসতে বলেছিলেন এবং তাদের সেখানে তাস খেলতে দেওয়া হয়নি। এক পর্যায়ে কর্মচারীরা এক ছাত্রীকে গালিগালাজ করেন।
বিষয়টি শোনার পর আমাদের কয়েকজন সহপাঠী ও বন্ধু বিষয়টি সমাধানের জন্য সেখানে গেলে দোকানের কর্মীরা রড ও লাঠি দিয়ে তাদের পিটিয়ে আহত করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দোকানের ব্যবস্থাপক ও কর্মচারীরা জানান, কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীরা হামলা চালিয়ে তাদের দোকান ভাঙচুর করে এবং ক্যাশ বক্স থেকে টাকা ছিনিয়ে নেয়।
ব্যবস্থাপক বোরহান উদ্দিন অভিযোগ করেন, শতাধিক শিক্ষার্থী দোকানে এসে কর্মচারী ও মালিককে মারধর করে ও ভাংচুর করে। আমাদের ক্যাশ বক্স খোলা থাকায় তারা আমাদের ১ লাখেরও বেশি টাকা নিয়ে যায়।
তিনি আরও জানান, যখন তারা বিষয়টি নিষ্পত্তি করতে এসেছিল, আমি ও আমার কর্মীরা তাদের কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তারা কোনো পাত্তা দেয়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় ঢাবি প্রক্টরের সঙ্গে আমাদের কথা বলার কথা রয়েছে। তিনি কোনো অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।
আরও পড়ুন: বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
ফরিদপুরকে অর্থনৈতিক হাব গড়ে তুলতে হবে: এফবিসিসিআই সহসভাপতি
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ড. যশোদা জীবন দেব নাথ জানিয়েছেন, ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সবার ভূমিকা রাখতে হবে।
বেকারত্বদূর করার জন্য সরকারি ও ব্যক্তি পযায়ে শিল্প-কারখানা স্থাপন করতে হবে।
আরও পড়ুন: ফ্রান্সের টেমস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এফবিসিসিআই নেতা জীবন দেবনাথের ডি.লিট ডিগ্রি অর্জন
তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে ফরিদপুর জেলা আধুনিক রূপে রূপান্তরে দাবি উঠেছে। আর এই চাহিদা পূরণ করতে হলে প্রথমে এ জেলায় বিশ্বাবিদ্যালয় স্থাপন করতে হবে।
আমরা চাই দিল্লি আইআইটি যে শাখা বাংলাদেশে স্থাপনের পরিকল্পনা রয়েছে সেটি ফরিদপুরে করা হোক।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি ফরিদপুর পূজা উদযাপন কমিটির সদস্য হিসেবেও রয়েছেন।
তিনি বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে ডাউন-টাউন সিটি গড়ে তোলার উপর গুরুত্বরাপ করেন। এতে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হবে।
আরও পড়ুন: আসিয়ান, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশ হতে পারে: এফবিসিসিআই
নেপাল বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির ভালো উৎস হতে পারে: এফবিসিসিআই
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. মুসা শেখ (২৮) সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে জেনেসিস ফ্যাশনস কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শনিবার সকাল ৭টার দিকে তিনি কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি তাকওয়া পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ৫০০ গ্রাম আইস জব্দ, আটক ২
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পোশাক কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে মানসুরা খাতুন নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত মানসুরা গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী উত্তরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়াজীর মেয়ে। তিনি গাজীপুরা পশ্চিমপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে হুপলুন পোশাক কারখানায় চাকরি করতেন। এবং বাসায় বাসায় গিয়ে শিশুদের গান ও নৃত্য শেখাতেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার