চট্টগ্রাম
খাগড়াছড়িতে এবার আম বাজারজাতকরণে নির্ধারিত তারিখ নেই
এ বছর খাগড়াছড়ি জেলায় আম বাজারজাতকরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কৃষকরা তাদের বাগানে উৎপাদিত আম পরিপক্ব হলেই বাজারজাত করতে পারবেন বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে একই জাতের আমও বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্ব হয়। পাহাড়ের উপরি জমিতে অবস্থিত বাগানগুলোর আম আগে পাকতে শুরু করে। তাই যদি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়, তাহলে আগাম পরিপক্ব হওয়া আম বাগানের চাষিরা ক্ষতির মুখে পড়বেন।’
এই অবস্থার পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রারণ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, আম পরিপক্ব হলেই বাগান মালিক ও কৃষকরা আম বাজারজাত করতে পারবেন। তবে কেউ যেন অপরিপক্ব আম বাজারে না আনতে পারে, সে বিষয়ে তদারকি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
স্থানীয় আম চাষি মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমার সাতটি বাগান রয়েছে। এ বছর আবহাওয়ার কারণে কিছু বাগানের আম সময়ের আগেই পেকে যাবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে একটি বাগানের আম্রপালি আম পুরোপুরি পেকে যাবে বলে আশা করছি।’
তবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি জেলার সভাপতি আবু তাহের মোহাম্মদ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আম চাষি ও ব্যবসায়ীদের সমন্বয়ে যৌক্তিক একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করলে ভোক্তারা প্রতারিত হবে না। নাহলে এখন কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ নেবে। অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে আগাম পাকিয়ে বাজারজাত করবে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’
এক্ষেত্রে বাজারে ভোক্তার অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও ক্যাবের যৌথ নজরদারির দাবি জানিয়েছেন তিনি।
২৩৪ দিন আগে
ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার
ফেনীতে কবুতর চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ানোর ঘটনায় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
এর আগে বুধবার দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী সাজেদা বেগম।
অন্যান্য আসামিরা হলেন— জাহাঙ্গীর আলম, রিসাল, মাঈন উদ্দিন বেনু, গিয়াস উদ্দিন, মাঈন উদ্দিন সোহাগ, আজাদ, অনিক, শামছুর রহমান লাভু, ইব্রাহিম খলিল, বাইট্টা নিজাম, মাঈন উদ্দিন জসিম ও সোহেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্যম মাথিয়ারা গ্রামে সালিসি বৈঠকে সাজেদা বেগম ও জোহরা বেগম নামে দুই নারীকে তাদের ছেলেদের চুরির অভিযোগে নাকে খত দিতে বাধ্য করা হয়। সেখানে বিএনপি নেতা দেলু লাঠি দিয়ে সাজেদা বেগমের শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
আরও পড়ুন: ফেনীতে ছাত্রদল নেতার হামলায় সমন্বয়কসহ আহত ৩
ন্যাক্কারজনক এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনায় অভিযুক্ত সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।
এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে নির্দেশ দেন।
ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২৩৫ দিন আগে
ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ ইউএনবিকে বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।’
২৩৫ দিন আগে
গাছের ডাল কাটায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (৭ মে) পৌনে ৬টার দিকে উপজলোর কশোরপাড় ইউনয়িনের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৬৫) ওই এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলে।
আরও পড়ুন: সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত: উপদেষ্টা
নিহতের পরিবার জানায়, স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন আবুল কাশেম। মঙ্গলবার বিকালে প্রতিবেশী হানিফ কাশেমকে তার বাড়ির আম গাছের ডাল সীমানার বাইরে চলে গেছে বলে গালি দেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ বুধবার সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন কাশেম। এ সময় হানিফ, তার ভাই মিঠু, হিরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে যান। সেখানে তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৩৫ দিন আগে
চট্টগ্রামে ক্যাম্পের অফিসে র্যাব কর্মকর্তার আত্মহত্যা
চট্টগ্রামের র্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের অফিস কক্ষে র্যাব কর্মকর্তা নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার(৭ মে) সকালে এই ঘটনা ঘটেছে।
নিহত পলাশ সাহা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। তিনি র্যাব-৭ ব্যাটালিয়নের অধীনে বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন।
র্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে এএসপি পলাশ যখন অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঘটনাটি ঘটে। তিনি তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি নিয়ে তার অফিস কক্ষে প্রবেশ করেন।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
র্যাব-৭ এআরএমের সিনিয়র এএসপি (মিডিয়া) মোজাফফর হোসাইন জানান, কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরে র্যাব সদস্যরা গুলির শব্দ শুনতে পান এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার সার্ভিস পিস্তলটি মেঝেতে পাওয়া যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২৩৫ দিন আগে
ফেনীতে ছাত্রদল নেতার হামলায় সমন্বয়কসহ আহত ৩
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধিসহ দুই সাবেক সমন্বয়কের ওপর হামলার অভিযোগ উঠেছে ফেনী কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশি।
এদের মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং নাদিয়া সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।
অভিযুক্ত জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
হামলার শিকার মাহফুজ বলেন, ‘আমরা তিনজন ফেনী জেনারেল হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বের হলে কলেজের কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে নাদিয়াকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে জিল্লুর।
আরও পড়ুন: পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
তার ভাষ্যে, ‘নাদিয়াকে গালি দিতে নিষেধ করায় তেড়ে আসে জিল্লুর। পরে সহযোগীদের নিয়ে চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
তিনি বলেন, তখন আমরা শান্তভাবে তাকে গালি দিতে নিষেধ করি। এতে তিনি তেড়ে এসে বলে, তোর এত স্পর্ধা। এরপর জিল্লু ও তার সহযোগীরা চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর ওই সাংবাদিককে হত্যা হুমকি দিয়েছিল। এরপরও এই অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে। কি দৈব ক্ষমতা তার।’
সিফাত আরও বলেন, ‘ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এ ব্যাপারে কী পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দেব না।’
অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনার আহ্বান জানান সিফাত।
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘ইতোমধ্যে একটি অভিযোগের ভিত্তিতে জিল্লুরের পদ স্থগিত করা হয়েছে। এবারও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে হামলার প্রতিবাদে ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মঙ্গলবার রাতে শহরের ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
আরও পড়ুন: ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩২ জনের বিরুদ্ধে মামলা
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত জিল্লুর রহমানকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, সম্প্রতি স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়ে জিল্লুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ২৮ এপ্রিল ওই পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজমকে তিনি হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে ৪ মে জিল্লুরের সব সাংগঠনিক পদ স্থগিত করে জেলা ছাত্রদল।
২৩৬ দিন আগে
কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। এক পর্যায়ে রাসেল নিহত শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ।ৎ
আরেও পড়ুন: কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতাসহ ৩ জন কারাগারে
মঙ্গলবার বিকালে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দুই জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যার পর ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলে মৃতদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় অভিযুক্ত রাসেলের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন নিহতের স্ত্রী তাসলিমা বেগম।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
২৩৬ দিন আগে
কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতাসহ ৩ জন কারাগারে
কক্সবাজার সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এনসিপির স্থানীয় এক নেতাসহ গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ আদেশ দেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাসকারী জাহাঙ্গীর কাশেমের ছেলে রাইয়ান কাশেম, তার বাবার মালিকাধীন আল্লাওয়ালা হ্যাচারির নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান।
রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) স্থানীয় নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, রবিবার মধ্যরাত কক্সবাজার সদরের খুরুশকুল পুরাতন ব্রিজ সংলগ্ন আল্লাওয়ালা হ্যাচারিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে রাইয়ান কাশেম নামের একজনকে উত্তেজিত জনতার মারধরে আহত হলে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র দেন। সোমবার রাতে পুলিশ তাকে কক্সবাজার নিয়ে আসে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়। পরে আদালত শুনানি শেষে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ঘটনায় আটক একজনকে ছেড়ে দেওয়া হয়।
জসিম উদ্দিন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলার এজাহার জমা দেননি। লিখিত অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তারপরও পু্লিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামে একটি হ্যাচারিতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন: গ্রেপ্তারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু
নিহত আলী আকবর কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে।
নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূলত জমির বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ খুন করা হয়েছে।
তবে ঘটনায় উত্তেজিত জনতার হামলার শিকারের আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান তিনি।
২৩৬ দিন আগে
লামায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বান্দরবান জেলার লামা উপজেলায় টমটম গাড়ির চাপায় মো. আশেক নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মো. আশেক গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা প্ল্লী চিকিৎসক মো. রাসেলের ছেলে।
স্থানীয়রা জানান, আশেক সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় ফুটবলটি বাড়ি সংলগ্ন রাস্তার ওপর পড়ে। ফুটবলটি আনতে গেলে মালুমঘাটগামী একটি টমটম গাড়ির চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. আশেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন: সিলেটে এপ্রিলে ২৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪২
এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় শিশু আশেক।
লামা থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৩৭ দিন আগে
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ফেনীতে যুবকের ৬ মাসের জেল
ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওসমান গনি। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় ৩০ টাকায় প্রতি প্যাকেট ‘কুকুরের মাংসের বিরিয়ানি’ বিক্রি, গ্রেপ্তার ৪
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করা হচ্ছে—এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-তে অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর পেয়ে উৎসুক জনতা বিপুল সংখ্যায় ঘটনাস্থলে ভিড় জমায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী নিধন থেকে বিরত থাকতে এ সময় তিনি সবার প্রতি আহ্বান জানান।
২৩৯ দিন আগে