চট্টগ্রাম
ঘরে ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গরিব উল্লাহপাড়া গ্রামে ঘরে ঢুকে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) উল্লাহপাড়া গ্রামের স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে নগরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরও পড়ুন: হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ
স্থানীয়রা জানান, দিবাগত রাতে ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সৈকত বলেন, ‘নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২৫২ দিন আগে
চলন্ত অটোরিকশাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে দুই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোরে নগরীর আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা বেগম (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা বেগম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিকশাচালক মো. জমির বলেন, ‘ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন দগ্ধ হন।
অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সেহরিতে রান্না করতে গিয়ে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক বলেন, ‘সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
আনয়নকারীরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
২৫২ দিন আগে
খাগড়াছড়ি থেকে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে
পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি বেড়াতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) গ্রুপকে দায়ী করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে টমটম চালকসহ তাদের অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। এরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অপহরণের শিকার শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিজু উৎসব শেষে গতকাল ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। ঐদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ার কারণে তারা পাঁচজন খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। সেখান থেকে আজ সকালে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ জন শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন: ‘অপহরণের’ কায়দায় তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ
পিসিপি'র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা অপহরণ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) অপহরণের ঘটনা ঘটিয়েছে জানিয়েছেন তিনি।
রিবেক চাকমা সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে অপহৃত পাঁচজন শিক্ষার্থীর মধ্যে রিশন চাকমা পিসিপির (জেএসএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য বলে জানিয়েছেন।
বিবৃতিতে অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচজন শিক্ষার্থী ও ড্রাইভারকে সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আমরা সব সময় ভ্রাত্রিঘাতি সংঘাত, হানাহানি বন্ধের কথা বলে আসছি। সেখানে এমন ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এই ঘটনায় ইউপিডিএফকে জড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিভিন্ন মাধ্যম থেকে অপহরণের ঘটনার কথা শুনেছেন। তবে থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
২৫৬ দিন আগে
চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফ, কোলের শিশুর মৃত্যু
কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের ছেলেশিশুসহ লাফ দেন। এ ঘটনায় মো. হামদান নামের ৮ মাস বয়সী ওই শিশুটির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুর মা-বাবা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভীত-সন্ত্রস্ত হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মো. হামদান নামের ৮ মাস বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন এলাকায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
আরও পড়ুন: চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে
আরও জানা যায়, ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন। এরপর ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায়।
লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, ‘বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫৭ দিন আগে
নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিখোঁজের একদিন পর ফারহান নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে স্থানীয় মান্নান চৌধুরীর শিশু ছেলে ফারহান (৬) হঠাৎ নিখোঁজ হয়। এরপর ফারহানের খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালায়।
অবশেষে, সোমবার (১৪ এপ্রিল) বিকালে পাশের বাড়ির পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে উঠে। শিশু ফারহানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
২৫৮ দিন আগে
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের কোতোয়ালির সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগে অন্তত ২০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এ আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান।
স্খানীয়রা জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে আসলেও ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে মূল আগুনস্থলে পৌঁছাতে চরম বেগ পেতে হয়।
আরও পড়ুন: শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেওয়া দুষ্কৃতকারীরা গ্রেফতার হবে: ডিএমপি কমিশনার
একই সঙ্গে তীব্র বাতাসের কারণে আগুন ভয়ংকর রুপ নেয়। ফলে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে গিয়ে বহুনিম্ন আয়ের মানুষ নিঃস্ব হয়ে গেছেন।
বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২৫৮ দিন আগে
সালিশে জরিমানার টাকা না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
সালিশে জরিমানার টাকা না দেয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয়রা সালিশের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লাখ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় রবিবার রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে ও খালপাড়ের পক্ষের আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন: সালিশে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, ২ ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
২৫৮ দিন আগে
লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলন।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন বেপারী। তিনি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।
এছাড়া এখনও আহত কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, ‘দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এর আগে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন জসিম।’
তিনি বলেন, ‘এদিকে সাইজ উদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।’ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
আধিপত্য বিস্তার নিয়ে ৭ এপ্রিল (সোমবার) সংঘর্ষে জড়ায় রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপ। এ সময় সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন: ঝুলে থাকা বৈদ্যুতিক তার গলায় জড়িয়ে কৃষকের মৃত্যু
এদিকে ঘটনার তিনদিন পর নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিস্কার করা হয়।
২৫৮ দিন আগে
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান
চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা।
রবিবার (১৩ এপ্রিল) রাতের দিকে নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করেছে। হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
অনেক বছর ধরে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের’ ব্যানারে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি ৪৭ বছরে পা রাখতে চলেছে।
আরও পড়ুন: বর্ষবরণ উপলক্ষে ঢাবি চারুকলার তৈরি ফ্যাসিস্ট মুখাবয়বে আগুন
পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, রাত পৌনে ৮টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের যুবক ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান নিয়ে মঞ্চের দিকে আসেন।
একপর্যায়ে তারা ডেকারেশনের কাপড় ও ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলেন।
হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। তবে সোমবার (১৪ই এপ্রিল) অনুষ্ঠান করার মতো অবস্থা আর ছিল না বলে জানান তিনি।
টিটু বলেন, ‘ডিসি অফিসে মিটিংয়ের সময় উপস্থিতদের মধ্যে কয়েকজন হামলার সময়ও ছিলো বলে শুনেছি আমি। মঞ্চের পিছনের ডিজাইন তারাই ছিঁড়ে ফেলে দিয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না।’
নববর্ষের দিনও এমন হামলার ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা থেকেই এবারের বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেওয়া দুষ্কৃতকারীরা গ্রেফতার হবে: ডিএমপি কমিশনার
তিনি জানান, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করেছে বলে হামলাকারীরা দাবী করেছেন।
হামলাকারীদের জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ করে আলমগীর হোসেন বলেন, হামলায় কেউ আহত হয়নি, কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
২৫৯ দিন আগে
কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে রড তৈরির কারখানায় কাজ করার সময় কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে মো. রিফাত (২৫) ও মো. মোস্তফা (২৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা এবং মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত।
স্থানীয়রা জানান, কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে ২ শ্রমিক নিহত
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।’
‘রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।’
এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
২৫৯ দিন আগে