চট্টগ্রাম
কুমিল্লায় সবজিখেতে গাঁজা চাষ, গ্রেপ্তার চাষি
কুমিল্লার বুড়িচংয়ে সবজিখেতে গাঁজা চাষের অভিযোগে মো. দুলাল মিয়া (৪৮) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল (বুধবার) মধ্যরাতে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিমপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে বিপুল ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ, ২ জন আটক
পুলিশ জানায়, অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজিখেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, পুলিশের অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বক্সে রাখা শুকনা গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫১ দিন আগে
বাল্যবিবাহ ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে স্কুলছাত্রীর দরখাস্ত
চাঁদপুরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে পরিবার—এমন অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত দিয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ওই শিক্ষক।
সাহসিকতা দেখানো মেয়েটির নাম রুহি আক্তার (১৩)। সে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বাড়ি উপজেলার কড়ৈতলী গ্রামের গাজী বাড়িতে। বাবা প্রবাসী আব্দুর রশিদ এবং মা গৃহিণী সুমি বেগম।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান শিক্ষক পংকজ শর্মার হাতে লিখিত আবেদনটি দেয় রুহি। আবেদনে সে জানায়, তার জন্ম ২০১২ সালের ১৮ জুন। সে এখনো পড়াশোনা করছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে সে রাজি নয়। তাই প্রধান শিক্ষকের সহায়তা চায় সে।
প্রধান শিক্ষক পংকজ শর্মা বলেন, ‘দরখাস্ত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ, নারী-শিশুসহ দগ্ধ ৩
ইউএনও সুলতানা রাজিয়া বলেন, ‘এই বয়সে এমন সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা মেয়েটির পাশে আছি এবং যে কোনো মূল্যে বাল্যবিয়ে ঠেকানো হবে।’
রুহির মা সুমি বেগম বলেন, ‘পারিবারিকভাবে ভালো পাত্র দেখা হয়েছিল, তবে এখনো বিয়ের দিন-তারিখ ঠিক হয়নি। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা হবে না।’
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। বাল্যবিয়ের ক্ষেত্রে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন, আমরা প্রশাসনিক সহায়তা করি।’
১৫২ দিন আগে
কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
কুমিল্লার বুড়িচংয়ে বাসা থেকে এক মা ও তার কিশোরী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ ও ঋণজনিত আর্থিক সংকটের কারণে বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে মিশু আক্তার (১৪)। তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও মেয়ে।
আরও পড়ুন: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, ব্যবসায়ীর মৃত্যু
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া বসবাস শুরু করেন। চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও আমরা তদন্ত করে দেখছি।’
১৫২ দিন আগে
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই থেমে থেমে বৃষ্টি ঝরছে। এর মধ্যে চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এরপর থেকে থেমে থেমে চলছে বৃষ্টি।
এতে নগরীর মেহেদীবাগ, জিইসি, চকবাজার, মুরাদপুর, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, আগ্রাবাদ, বড়পোল, হালিশহর, দেওয়ানহাট, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, তিনপুল, জামাল খান, প্রবর্তক মোড় এলাকার সড়কে বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি মিশে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে পরিবহন সংকট দেখা দিয়েছে। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন বলে অভিযোগ করেছেন অনেকে।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যর্থতার মূল্য: মেগা প্রকল্পের পরও জলাবদ্ধতার দুর্ভোগ
তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেকেই গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দেন। আবার অনেকে মাঝপথে গাড়ি পেয়ে দেরিতে পৌঁছান পরীক্ষা কেন্দ্রে। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে গাড়ি ভাড়ায় বাড়তি টাকা গুনতে হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেক অভিভাবক।
চট্টগ্রামের কাপাসগোলা এলাকার এক অভিভাবক ইউএনবিকে বলেন, ‘মেয়েকে নিয়ে সিএনজিতে চড়েছি। সিএনজিচালক সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া চেয়েছেন। বাধ্য হয়ে দিয়েছি।’
১৫৪ দিন আগে
গোমতী পাড়ের অবৈধ স্থাপনার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন
বাঁধের নিরাপত্তা রক্ষার্থে কুমিল্লার সদর উপজেলার গোমতী পাড়ের বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
রবিবার (২৮ জুলাই) বিকাল ও রাতে অভিযান চালিয়ে এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা পালপাড়া কালিমন্দির থেকে বিবির বাজার স্থল বন্দর এলাকার জায়গাগুলোর অবৈধ স্থাপনা ক্যাফে, রেস্টুরেন্ট, টং দোকান, মুদি দোকান গুলোতে অবৈধ বিদুৎ সংযোগ ছিল। এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের এক বছরেও প্রশাসনে শৃঙ্খলা ফেরেনি
তানজিনা জাহান জানান, আনুমানিক ১৫টি স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে একই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা।
১৫৪ দিন আগে
ফেনীতে ট্রাকের পেছনের মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ৮
ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল স্টারলাইন পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে একটি মাইক্রোবাসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছলেন। পথিমধ্যে লালপোল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন- ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পুরগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন (৩৬), একই উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাশেমের ছেলে শাকিল (২৪), ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকার শিপনের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২০), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (২৫) ও মাইজদীর পূর্ব শোলাকিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০)।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ৩
আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ‘নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫৪ দিন আগে
নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহীম (৪) ও নাদিম হোসেন (৩) নামে দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুরা একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে ইব্রাহীম ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, রবিবার সকালে দুই শিশুর মা ও পরিবারের নারী সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুরা বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে জাল ফেলে খোঁজ শুরু করেন।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, ‘শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনদের ভাষ্যমতে, তারা পানিতে ডুবে মারা গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫৪ দিন আগে
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
চাঁদপুরের কচুয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ফাইজা আক্তার ও হুমায়রা আক্তার নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে এই দুটি ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— ফতেবাপুর গ্রামের মো. গোফরান উদ্দিন প্রধানের ১৮ মাস বয়সী মেয়ে ফাইজা আক্তার এবং সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ৩ বছর বয়সী মেয়ে হুমায়রা আক্তার।
স্বজনরা জানান, ফতেবাপুর গ্রামের ফাইজা আক্তার নিজ বাড়ির পুকুরঘাটে গোসল করতে গিয়ে পানি নিয়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
অন্যদিকে, একই উপজেলার সাজিরপাড় গ্রামের হুমায়রা আক্তার খেলাধুলার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকেও পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা ইউএনবিকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫৫ দিন আগে
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল খেলার মাঠে ঢুকে পড়ল বাস, নিহত ১
কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটির চাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশাচালক নিহত হন। এ দুর্ঘটনায় মাঠে থাকা আরও পাঁচজন দর্শক আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে দর্শকদের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ দর্শকরা বাসটি ভাঙচুর করেন।
এতে আহতরা হলেন— দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০), কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।
১৫৫ দিন আগে
খাগড়াছড়িতে ইউপিডিএফ–জেএসএস সংঘর্ষে চারজন নিহতের শঙ্কা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি দুর্গম এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এখনো নিশ্চিতভাবে হতাহতের বিষয়টি বলা যাচ্ছে না।’
তিনি জানান, শনিবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নারাইছড়ি ইউনিয়নের সিন্ধুকরবাড়ি পাড়ার একটি দুর্গম এলাকায় রাতের আঁধারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর তারা পেয়েছেন, তবে এখনো কোনো হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সেখানে পৌঁছাতে সময় লাগবে বলে জানান তিনি।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা বলেন, ‘শুক্রবার রাতে এলাকায় কিছু ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হতাহতের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।’
১৫৫ দিন আগে