খুলনা
মাঠে পড়েছিল স্ত্রীর লাশ, স্বামীর লাশ ঝুলছিল গাছে
বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী মনিরুজ্জামান ও স্ত্রী রেহানা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, কেউ বা কারা দিবাগত রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে রেহানাকে হত্যা করে তার লাশ মাঠে ফেলে এবং মনিরুজ্জামানকে হত্যা করে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।’
১৯৮ দিন আগে
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
মাগুরায় সদর উপজেলার দুটি মোটরসাইকেলের সংঘর্ষে লাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের ধলহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া (৪৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন বাবুর্চি। আহত ব্যক্তির নাম ফুল মিয়া (৪৫) বলে জানা গেছে। ফুল মিয়াকে গুরুতর আহতবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, লাল মিয়া পেশায় একজন বাবুর্চি। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে ধলহারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লাল মিয়া নিহত হন এবং আহত হন অপর মোটরসাইকেল চালক ফুল মিয়া।
স্থানীয়রা আহত ব্যক্তিকে মাগুরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।ওসি আবদুর রহমান জানান, এ বিষয়ে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
১৯৮ দিন আগে
চালক ঘুমিয়ে হেলপার চালাচ্ছিলেন অ্যাম্বুলেন্স, দুর্ঘটনায় নিহত ১
কুষ্টিয়ার মিরপুরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ইটবোঝাই ট্রলির সংঘর্ষে অনিক নামে এক হেলপার নিহত হয়েছেন।
দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং হেলপার অনিক গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক (১৮) ওই উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের হেলপার হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, আজ (শনিবার) সকাল ৭টার দিকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার অনিকের মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না। নিহত অনিক অ্যাম্বুলেন্সটির হেলপার ছিলেন। চালক গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন এবং অনিক অ্যাম্বুলেন্সটি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
১৯৮ দিন আগে
ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ জুন) বিকালে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত কুমার কুন্ডু বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের একপাশে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বত্তরা পালিয়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি পটকা বা বাজি ফাটিয়েছে বলে উল্লেখ করেন।
১৯৮ দিন আগে
রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া সুলতানা নামের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফারিয়া সুলতানা ঘুল্লিয়া গ্রামের সুজন শেখের মেয়ে। স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় ফারিয়া সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
২০০ দিন আগে
চৌগাছায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে আটক হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) বিকালে চৌগাছা উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে।
পুলিশ জানিয়েছে, বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। সেদিন বিকাল ৩টার দিকে ওই প্রতিবেশী বৃদ্ধ জোর করে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তার লালসার শিকার হয় শিশুটি।
ভুক্তভোগী শিশুটির ফুফু জানান, সেদিন বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেন শিশুটিকে। এরপর কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যান তারা। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুটি যে ধর্ষণের শিকার হয়েছে তা নিশ্চিত করে চৌগাছা উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য তাকে ইওসিতে পাঠানো হয়। তবে অনেক বেশি পরিমাণে রক্তপাত হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
২০০ দিন আগে
কুষ্টিয়ায় নারীকে নির্যাতনের ঘটনায় মামলা, আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও
কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া নির্যাতনের পর ওই নারীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে সাতজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে পুলিশ তিন নারী আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের রিপনের স্ত্রী মুক্তি খাতুন, মোমিনের স্ত্রী পারভিন খাতুন ও বক্করের স্ত্রী লিপি খাতুন। তাদের গ্রেপ্তার করা হয় শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে।
এদিকে, গ্রেপ্তারের পর আসামিদের ছিনিয়ে নিতে বেলা ১১টা থেকে শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে রাখে। থানা চত্বরে বেলা ১১টা ৩৫ মিনিট থেকে ৫১ মিনিট পর্যন্ত গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশ আসামিদের আদালতে নিয়ে যায়।
থানা চত্বরে গিয়ে দেখা যায়, সেখানে উৎসুক জনতার ভিড়। পুলিশ আসামিদের গাড়িতে তুলছেন এবং জনগণ তাদের বাঁধা দিচ্ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
মির্জাপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রিপন বলেন, ‘ওই নারী আমার বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছে। পুলিশ চোরের পক্ষ নিয়ে আমার স্ত্রীসহ তিনজনকে ধরে এনেছে। আমরা চোরের শাস্তি এবং আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।’
এলাকার বাসিন্দারা জানান, গত সোমবার বিকালে প্রতিবেশীর ঘরে ঢুকে মাংস চুরি করার অভিযোগ ওঠে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে। সে সময় প্রতিবেশীর স্ত্রী তাকে ধরে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করে মাংস কেড়ে নেন।
আরও পড়ুন: ইউনূস-তারেকের বৈঠক থেকে গণতন্ত্রের সুবাতাস বইবে: রিজভী
এক পর্যায়ে তাকে উদ্ধার করে নিয়ে যান স্বামী। ঘটনার পর স্থানীয়রা রাত ৮টার দিকে তাদের বাড়িতে ভাঙচুর করে এবং তাকে তুলে ফের প্রতিবেশীর বাড়ি নিয়ে যান। সেখানে তাকে মারধর করে মাথার চুল কেটে দেন।
মামলার বাদী বলেন, ‘ষড়যন্ত্র করে চুরির নাটক সাজিয়ে আমার সঙ্গে অন্যায় করেছেন গ্রামের লোকজন। আমি বিচারের আশায় থানায় মামলা করেছি, কিন্তু মামলা তোলার জন্য সকলেই হুমকি দিচ্ছে।’
ঘটনার পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় শতাধিক বাসিন্দা নারীকে ধরে নিয়ে যাচ্ছেন। কেউ মাথার কাপড় সরিয়ে দিচ্ছেন, আনন্দ-উল্লাস করছেন, এবং কেউ কেউ এসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রশিদ বলেন, ‘শারীরিক নির্যাতন, চুল কর্তন, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘আসামিদের আদালতে নেওয়ার সময় গ্রামবাসী বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
২০১ দিন আগে
যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
যশোরে পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।
নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‘লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০ যাত্রী
পুলিশ সুপার আরও বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে।
২০১ দিন আগে
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র-মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ
কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী টুটুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় শটগান, মোটরসাইকেল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাচ্ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঝিটকা বাজারে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতির দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান বলেন, ‘রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে নিয়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
২০১ দিন আগে
শার্শায় আওয়ামী লীগ নেতাদের হামলায় বিএনপিকর্মী নিহত
যশোরের শার্শায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় লিটন হোসেন নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন (৩০) দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) রাত ১০ টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় লিটনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
নিহতের বাবা আজগর আলী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার ছেলের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। তারা এর আগেও কয়েকবার আমার ছেলেকে মারধরও করেছে। ঈদের আগের দিন তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিও হয়। এসব ঘটনার জেরে লিটনকে হত্যা করা হয়েছে।’
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ‘লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। শত্রুতার জেরে সেলিম ও রমজানসহ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।’
২০১ দিন আগে