খুলনা
কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, নারীসহ আহত ৩০
কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের আজিজুল চৌধুরী (৪০) এবং একই গ্রামের মুরসালিন চৌধুরী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় প্রথমে আজিজুল চৌধুরীকে রাত ৮টার দিকে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মুরসালিন চৌধুরীর মৃত্যু হয়। এছাড়া, আহতদের বাগেরহাটের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
স্থানীয়রা জানান, শনিবার বিকালে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারীসহ ৩২ জন আহত হয়। আহতদের মধ্যে এরশাদ গ্রুপের দুই জন নিহত হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।
২০৪ দিন আগে
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
বাগেরহাটে মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিঙ্গাধি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আজিজুল চৌধুরী (৪০) মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সিঙ্গাধি গ্রামের এরশাদ চৌধুরী ও তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী মারা যান।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নিহত আজিজুল এরশাদ চৌধুরীর পক্ষের লোক ছিলেন বলে জানা গেছে।
ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতির শান্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা বলেন তিনি।
২০৪ দিন আগে
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও বেশি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৭টা ৪৫ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম বলেন, ‘সাতক্ষীরা জেলায় ২০টির অধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।’
আরও পড়ুন: ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরেই এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লিদের মতে, বিগত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেন।
২০৬ দিন আগে
ঈদে বেনাপোল বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপারে পাসপোর্টধারীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত বন্দর এলাকায় সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানাকে অবহিত করা হয়েছে।
আগামী রবিবার (১৫ জুন) সকাল থেকে বন্দর পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুন: সোনামসজিদ বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক আনু জানান, ঈদে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ঈদ উদযাপনে নিজ নিজ গ্রামের বাড়িতে যাবেন। এছাড়াও অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে নিজ এলাকায় অবস্থান করবেন। তারা কর্মস্থলে ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্য খালাস নেবেন না। আগামী রবিবার (১৫ জুন) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদের ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ সময় কিছুটা বেশি ভিড় হয়ে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের ছুটিতে ভারতে যাত্রীর চাপ তুলনামূলক কম।
২০৭ দিন আগে
লিবিয়ায় প্রবাসীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি, ফেনীতে গ্রেপ্তার ৩
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ফেনী থেকে আনতে কুমারখালী থানা পুলিশ রওনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
জানা যায়, জীবিকার সন্ধানে ২০২৪ সালে দালালের খপ্পরে লিবিয়ায় পাড়ি জমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামের যুবক পলাশ ইসলাম (৩৫)। কিন্তু সেখানে জীবিকার সংস্থানে গিয়ে উল্টো পড়েছেন জীবন সংকটে। তাকে নির্মম নির্যাতনের ভিডিও ও অডিও পরিবারের কাছে পাঠিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
মুক্তিপণের টাকার দাবিতে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। আর ভয়াবহ সেসব নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে স্বজনদের কাছে।
এমন ঘটনায় গত ১ জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন পলাশের ভাই আব্দুর রহিম। তিনিও বর্তমানে আসামি আনতে পুলিশের সঙ্গে ফেনীর পথে রয়েছেন।
মামলার আসামিরা হলেন নাজমা আক্তার (৩০), তার স্বামী আফসার হোসেন ও মঈনুদ্দিন নামে এক ব্যক্তি।
মামলার এজাহারে বলা হয় আমার ভাই পলাশ ইসলাম (৩৫) ও ২ নম্বর আসামি আফসার পূর্ব পরিচিত। আফসার লিবিয়া প্রবাসী ছিলেন। সেই সূত্রে আফসার আমার ভাইকে বিদেশ (লিবিয়া) নিয়ে যাওয়ার জন্য ২০২৪ সালের ২৫ মার্চ সাড়ে চার লাখ টাকা নেন। এরপর আমার ভাই লিবিয়াতে এক বছর ২ মাস থাকলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো আমার ভাইকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে আফসার তার স্ত্রীকে দিয়ে ১৫ লাখ টাকা দাবি করতে থাকেন। টাকা দিতে না পারায় আমার ভাইকে ভিডিও কল দিয়ে মারধর করে দেখায়। মুখ, হাত-পা বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারধর করা হচ্ছে। হাত পায়ের আঙুলের নখ তুলে তার আর্তচিৎকারের অডিও পাঠানো হচ্ছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায় তারা আরও তিন জনকে একইভাবে বন্দী করে রেখেছে।
আরও পড়ুন: দিনাজপুরে চুরির অভিযোগে মা-মেয়েকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন
এদিকে নাজমা অনবরত বিভিন্ন নাম্বার থেকে আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছে। ভাইয়ের প্রাণ রক্ষার্থে তিন নম্বর বিবাদী মঈনুদ্দিনের ইসলামী ব্যাংক একাউন্টে আমরা দেড় লাখ টাকা পাঠিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছি। বাকি টাকার জন্য তারা বিভিন্ন নাম্বার থেকে বারবার ফোন দিচ্ছেন।
জানতে চাইলে আব্দুর রহিম বলেন, আমি এখন ফেনীতে যাচ্ছি পুলিশ ভাইদের সঙ্গে। ফিরে এসে বিস্তারিত জানাতে পারব। আমরা যেকোনো মূল্যে ভাইকে ফেরত চাই। দেশে তার সন্তানরা বাবার পথ চেয়ে আছে।
আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, র্যাব তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। কুষ্টিয়া পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
২০৮ দিন আগে
নড়াইলে পুকুরে পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের
নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে রাহাদ শেখ ও রিহান শেখ নামের দুই শিশু নিহত হয়েছেন।
বুধবার(৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাহাদ শেখ আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। তাদের উভয়ের বয়স প্রায় পৌনে দুই বছর। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, আজ সকালে খাবার শেষে বাড়ির উঠানে খেলছিল রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একই পরিবারের দুই শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০৮ দিন আগে
হত্যা করে যুবকের লাশ তারই ঘরের চালে ফেলে গেল দুর্বৃত্তরা
মাগুরা শহরের তাঁতীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তাকে এক বন্ধু ডেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে নিজ বাড়ির টিনের চাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন (১৮) মাগুরা পলিটেকনিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি তাঁতীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১ জুন) রাত ১০ টার দিকে আল আমিনকে বাসা বাসা থেকে ডেকে নিয়ে যান তার এক বন্ধু। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে প্রতিবেশিরা তাদের টিনের চালের ওপর একটি লাশ দেখতে পেয়ে তার বাবাকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী।
তিনি জানান, নিহত আল আমিনের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। পূর্বশত্রুতার কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ টিনের চালে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান তিনি।
২০৮ দিন আগে
খুলনায় দুর্বৃত্তের ছুরিতে প্রাণ গেল যুবকের
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে ঘটনা ঘটে।
নিহত সবুজ (৩০) সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে। তিনি ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সবুজ হরিজন কলোনিতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে সেখান থেকে বের হওয়ার পর চার থেকে পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে সবুজের পেটের নিচে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
আরও পড়ুন: মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক বলেন, ‘এ বিষয় নিয়ে স্থানীয়রা আর কোনো কথা বলছে না। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে।’
তবে ঘটনাটি মাদককেন্দ্রিক বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
২০৯ দিন আগে
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় নিহত ৩
মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌর এলাকার আবালপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাওড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাক উল্টে নিহত ২
এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।
২১০ দিন আগে
মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার শাপলা চত্বরের পশ্চিম পাশে মাদক নিয়ে বিরোধের জেরে জীবন হোসেন ওরফে মন্টু (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বেপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল তাদের দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। ছুরির উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই জীবন নিহত হয়।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
২১১ দিন আগে