রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চর মোহনপুর গ্রামের খাইরুল ইসলাম, রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী ও শিবগঞ্জ নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর গ্রামের তাসবুর আলী।
আরও পড়ুন: মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
স্থানীয়রা জানান, চরমোহনপুর এলাকার ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন খাইরুল। একই সময় বহরমপুর ও বারোঘরিয়ায় গরু নিয়ে বজ্রপাতে নিহত হন জালাল আলী ও তাসবুর আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
২২২ দিন আগে
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
পাবনায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ছুম্মা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ছুম্মা খাতুন (৫০) খাজা প্রামাণিকের স্ত্রী।
মঙ্গলবার (২০ মে) বিকালে গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃষ্টি নামার পর মাঠে থাকা ছাগল আনতে যান ছুম্মা খাতুন। তার সঙ্গে স্বামী খাজাও ছিলেন। এ সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: সিলেটের গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গয়েশপুর ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ‘বজ্রপাত সরাসরি বুকে আঘাত করলে বুকের একপাশ ছিদ্র হয়ে যায়। এ বিষয়ে পুলিশকে জানালেও আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘সব প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে।’
২২২ দিন আগে
বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
রবিবার (১৮ মে) বিকাল দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘সামিয়ার মা তাকে রেখে বাথ রুমে কাপড় ধুতে গিয়েছিলেন। এ সময় সামিয়া বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করতে গিয়ে বালতিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় শিশু সামিয়াকে উদ্ধার করেন তার মা।’
২২৪ দিন আগে
নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল মেকানিকের নিহত
নওগাঁ শহরের বালুডাঙ্গায় বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৬টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের জেলা পরিষদ গেটের সামনে সোহেল রানার একটি মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে। রবিবার বিকালে একটি মোটরসাইকেল মেরামতের পর সেটি পরীক্ষামূলকভাবে চালিয়ে তিনি বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ডের পাশে তিনি ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন। সে সময় প্রায় ৪০০ ফুট দূরের ওই বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি পাশে থাকা বলাকা ট্রেডার্স পেট্রোল পাম্পে রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২২৪ দিন আগে
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন মেহেরচণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো—নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)।
আরও পড়ুন: সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
২২৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় কাবিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজী মোড়-সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাবিরুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কাবিরুল। এ সময় শিবগঞ্জ পৌরসভার হাজী মোড়-সহড়াতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাবিরুল।’
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ । ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছেন।
২২৫ দিন আগে
নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৭ মে) রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মামুন সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সানেক চেয়ারম্যান আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আমীরগঞ্জ বাজার এলাকায় মামুনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তকে সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: সিলেটে আ.লীগ নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।’
এ ছাড়া, অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মাহাবুর রহমান।
২২৫ দিন আগে
নিখোঁজ হওয়ার ২০ দিন পর যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার
রাজশাহীর তানোরে নিখোঁজের ২০ দিন পর শিব নদ থেকে এক যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলার হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশের বস্তাটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তারা লাশ শনাক্ত করেন। তার পরিবারের দাবি, একই গ্রামের কলেজছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল বলেন, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রী আটক
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের হাড়গোড় সম্বলিত বস্তাটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।’
২২৫ দিন আগে
নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন
নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাহাত আলী (২৪) পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। চলন্ত অবস্থায় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কেটে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, ‘সচেতনতাই এ ধরনের দুর্ঘটনা রোধের একমাত্র উপায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়াতে নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।’
২২৬ দিন আগে
নওগাঁয় ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৩৬ জন
নওগাঁয় মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৬জন। উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে আনুষ্ঠানিকভাবে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ফলাফল ঘোষণা করেন তিনি। ফলাফল ঘোষণা শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানান নওগাঁর পুলিশ সুপার। এ সময় বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।
শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
সাফিউল সারোয়ার জানান, ‘সেবার ব্রতে চাকরি’— এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় সরকারি কোষাগারে ১২০ টাকা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্রার্থীরা।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
সাফিউল সারোয়ার জানান, এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তিনজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
তিনি বলেন, ‘এই প্রতারক চক্র বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা চুক্তি করেছিল। আটকের পর তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে পুলিশ।’
২২৭ দিন আগে