সিলেট
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানাধীন আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
মাহি তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
২০১ দিন আগে
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ নামের এক যুবকের ঝুলন্ত রাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবের আহমদ (৩৫) ওই গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন এবং প্রায় দেড় মাস আগে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা জুবের আহমদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তারা ঘরের তীর বেয়ে উপরে উঠে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তাৎক্ষণিকভাবে বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২০২ দিন আগে
সিলেটে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ঈদের দিন (৭ জুন) রাতে কদমতলি এলাকার যমুনা মার্কেটের ডায়মন্ড আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় হোটেলের ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করা হয়।
আটকরা হলেন—হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান (৪৫) ও নাইট গার্ড খিজির আহমদ (৩৫)।
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
এ বিষয়ে কদমতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ‘প্রতিবন্ধী ওই তরুণীকে কদমতলি এলাকায় একা পেয়ে তাকে ডায়মন্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে হোটেলের ম্যানেজারসহ পাঁচজন তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছি।’
তিনি আরও বলেন, ‘ভিকটিম বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।’
বাকি অভিযুক্তদের ধরতেও অভিযান চলছে বলে জানান এসআই সুমন চক্রবর্তী।
২০৩ দিন আগে
সিলেটের আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
ঈদের দিন সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে নিরঞ্জণ দাস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় নগরীর বন্দরবাজার এলাকার কুটি ভবনস্থ ‘তালহা রেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিরঞ্জণ দাস সিলেটের কানাইঘাট উপজেলার চতুল এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
২০৪ দিন আগে
গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক মেয়র আব্দুল হানিফ খাঁনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, আব্দুল হানিফ খান উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: লাউয়াছড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে আব্দুল হানিফ খান বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানান তিনি।
ওসি জানান, তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
২০৬ দিন আগে
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩০ মে) সাদা পাথর বন্ধের আদেশে সই করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তবে এ আদেশ প্রকাশ করা হয় রবিবার (১ জুন)।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু
বিলম্বের কারণ সম্পর্কে ইউএনও আজিজুন্নাহার জানান, শুক্রবার দিনভর পাহাড়ি ঢল অব্যাহত ছিল। পরিস্থিতির তাৎক্ষণিক গুরুত্ব বিবেচনায় তিনি জরুরি ভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু শুক্রবার ও শনিবার (৩১ মে) সরকারি ছুটি থাকায় আদেশটি দ্রুত প্রচার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের জন্য আবারও সাদা পাথর খুলে দেওয়া হবে।
সাদা পাথর পর্যটনকেন্দ্র সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান, যা প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটককে আকৃষ্ট করে।
২১০ দিন আগে
কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানান, প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘এই বিষয়ে গুজব ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।
২১১ দিন আগে
সিলেটে বিপৎসীমা ছাড়াল সুরমা-কুশিয়ারা নদীর পানি, বন্যার শঙ্কা
গত তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (১ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অন্যান্য নদ-নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা স্পর্শ করেছে।
আজ সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
একদিনে সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, এটি এই মৌসুমের সর্বোচ্চ। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিল। একই সময়ে কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা শনিবার বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।
আরও পড়ুন: মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
২১১ দিন আগে
১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট নগরীর কাজিটুলার এলাকার একটি বাসায় এক স্কুলছাত্রীকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রবিউল হক রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত রবিউল হক রায়হানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিশ্বনাথ থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী কিশোরী বাদীর মেয়ে। সে (ভুক্তভোগী) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান বাদীর পার্শ্ববর্তী বাড়ির হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসছে। প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা মেয়েকে একাধিকবার প্রেমের প্রস্তাব করে। ভুক্তভোগী বিষয়টি নিজ পরিবারকে অবগত করলে বাদী রবিউলকে তার নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
এতে রবিউল হক রায়হান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট নগরীর কাজিটুলার মক্তব গল্লীর জনৈক ফয়ছল আহমদ এর বাসায় নিয়ে আটকে রেখেছে।
আর এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী জানায়, রবিউল কাজিটুলাস্থ ফয়ছল আহমদের ঘরে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিলেট থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রবিউল হক রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।’
২১১ দিন আগে
আধিপত্য বিস্তার: সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচরে দুই পক্ষের সংঘর্ষে খালিদ মিয়া (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত খালিদ মিয়া উত্তর কালনীচর গ্রামের তেরা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও একই গ্রামের মৃত হামিদ উল্যাহর ছেলে জুনাইদ, মৃত রুকুম উল্যাহর ছেলে আকাইদ মিয়া ও তাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে কালনীচর বাজারসহ কয়েকটি সম্পত্তি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১ মার্চ দুই পক্ষের বিরুদ্ধে পৃথক এ্যাসল্ট মামলা করেছে পুলিশ। মামলা ও অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল হোতাদের গ্রেপ্তার করা হয়নি। বেশ কয়েকজন জামিনে রয়েছেন।
আরও পড়ুন: সাম্য হত্যা: আসামিদের ধরলেও রহস্য উদঘাটন হবে কবে
বিরোধ নিষ্পত্তির জন্য গত ১৯ এপ্রিল উপজেলা বিএনপি, গ্রামপ্রবাসী ও স্থানীয় প্রবীণদের সমন্বয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে শনিবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আলী হোসেন জগন্নাথপুর অংশে গরু চড়াতে গেলে আব্দুল হক ছানু মিয়ার অনুসারীরা তাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় অস্ত্রবিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অস্ত্রের আঘাতে গুরুতর আহত খালিদ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
২০১৭ সালের উপজেলা নির্বাচনের সময়ও একই এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে দুই জন নিহত হন।
২১১ দিন আগে