চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমিসহ আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট র্সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাজারের ব্যবসায়ীরা ইউএনবিকে জানান, কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্স দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তারা আরও বলেন, প্রথমে একজন সিএনজির ড্রাইভার দেখে বাজারে আগুন লেগেছে। পরে আমরা বাজারে আগুন লাগার বিষয়টি মাইকিং করি। এছাড়াও আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নরসিংদীর দুই বাজারে আগুনে ছাই ২২ দোকান
চাঁদপুর পুরানবাজারের চাঁদপুর (দক্ষিণ) ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম ইউএনবিকে বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফরিদগঞ্জের ১টিসহ চাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কাঠের দোকান, ফার্নিচার, ওষুধ, কাপড়ের দোকান ও স্বর্ণের দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে মালামাল ও টাকা পয়সাসহ সব ছাই হয়ে যায়।
এতে প্রায় কোটি টাকার মালামাল ও মূল্যবান সম্পদের ক্ষতি হয়েছে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।