জাতীয়-পার্টি
নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নু
অবশেষে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার বিকালে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি।
চুন্নু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে বলে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার আশ্বাসের ভিত্তিতে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, কোনো জোটে না গিয়ে দলটি প্রতিটি আসনে স্বতন্ত্রভাবে লড়বে।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো।’
চুন্নু বলেন, ‘দুপুর পর্যন্ত আমরা প্রায় ১৪০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছি। প্রায় প্রতিটি আসনে একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
চুন্নু বলেন, দল এবার কোনো আসনে আপস করবে না।
তিনি বলেন, ‘আমরা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগিতে জড়িত হব না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতিকে সমর্থন করে, দুর্নীতির অভিযোগমুক্ত একটি পরিচ্ছন্ন রেকর্ড বজায় রাখে। আমরা ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েছি।’
৭৬৭ দিন আগে
নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়: জাতীয় পার্টি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার দল বিশ্বাস করে নির্বাচন ছাড়া গণতন্ত্রে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।
মঙ্গলবার(২১ নভেম্বর) সংসদের বর্তমান বিরোধী দলটির মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এখন পর্যন্ত শতভাগ বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ অধরাই রয়ে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন।’আরও পড়ুন: জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
চুন্নুর আজকের বক্তব্যকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাদেরের ঘোষণার ভিত্তি প্রস্তুত করা বলে মনে করা যেতে পারে।
তিনি বলেন, বেশির ভাগ মানুষের মনে প্রশ্ন থাকে, ভোটকেন্দ্রে গেলে তারা নিজেরা ভোট দিতে পারবেন কি না।
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও সংশয় রয়েছে। তাই ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা সময় নিচ্ছি। আমরা কোনও জোট বা মহাজোট গঠন করব না, আমরা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
মঙ্গলবার জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের জন্য মোট ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, আবদুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা ও উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ মনোনয়ন ফরম নিয়েছেন।আরও পড়ুন: নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি: চুন্নু
৭৬৮ দিন আগে
নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি: চুন্নু
সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া শুরু করেছি, তবে আমাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।’
সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন তারা।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
চুন্নু বলেন, নির্বাচনমুখী দল হিসেবে তারা আশা করছেন একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সব দল অংশ নেবে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দেবেন।
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে অনুরোধ করছি, ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবে ভোটাররা যাতে এই আস্থা পেতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেবেন কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, তাদের দল ৩০০টি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অনমনীয়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছানোর সময় এখনও আছে।
আরও পড়ুন: জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনও (ইসি) প্রয়োজনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করতে পারে।
এর আগে সকাল ১০টা থেকে দলীয় চেয়ারম্যানদের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
প্রতি আসনের জন্য ৩০ হাজার টাকা করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
সোমবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হবে।
জাতীয় পার্টির টিকিট নিয়ে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেবেন তাদের ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাক্ষাৎকারে মুখোমুখি হতে হবে।
২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর, যেখানে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
আরও পড়ুন: জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে: চুন্নু
ইসির তফসিলকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদ
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ
৭৬৯ দিন আগে
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ সোমবার থেকে। যদিও তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের কাছে বিবেচনাধীন রয়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রি আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
আরও পড়ুন: জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে: চুন্নু
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি: রওশন
৭৭০ দিন আগে
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি: রওশন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পূর্ণ সহযোগিতা চেয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি তার সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রওশন এরশাদ বলেছেন, তাদের দল জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।
রওশন বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল... আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সংবিধানকে সম্মান করি। তাই নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই।’
আরও পড়ুন: জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে: চুন্নু
তিনি আরও বলেন, তবে নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর আরও সময় প্রয়োজন হওয়ায় কাগজ জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হতে পারে।
মনোনয়নপত্র ও আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ‘সংবিধান অক্ষুণ্ণ রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।’
আরও পড়ুন: ইসির তফসিলকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদ
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ
৭৭০ দিন আগে
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে: চুন্নু
রাজনৈতিক আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় আগামী জাতীয় নির্বাচনে দলটি যোগ দেবে কি না, তা দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
রবিবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের সভাপতির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনার জন্য তিনটি প্রধান দলকে চিঠি দিলেও এখন পর্যন্ত সংলাপের কোনো লক্ষণ দেখা যায়নি।
চুন্নু বলেন, বিএনপি সংলাপের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি, তবে ক্ষমতাসীন দল তা প্রত্যাখ্যান করেছে।
এ অবস্থায় জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না তা নিয়ে এখন প্রশ্ন রয়েছে বলে জানান তিনি।
চুন্নু বলেন, ‘আমাদের সিনিয়র নেতারা প্রয়োজনে আমাদের প্রেসিডিয়াম সদস্যদের একটি সভা আহ্বান করবেন এবং আমরা দু-এক দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব যে আমরা নির্বাচনে যাব কি না।’
তিনি বলেন, তাদের দল এখনও একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক আলোচনা চায়।
আরও পড়ুন: ইসির তফসিলকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদ
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এক বিবৃতিতে একে স্বাগত জানিয়েছেন।
রওশনের অনুগত কয়েকজন নেতা নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
তবে সাম্প্রতিক বৈঠকে দলের চেয়ারম্যান জিএম কাদেরের অনুগত বেশিরভাগ তৃণমূল নেতা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: জনগণ আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন: জিএম কাদের
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ
৭৭১ দিন আগে
ইসির তফসিলকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদ
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন।
বুধবার তফসিল ঘোষণার পর এক বিবৃতিতে তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।
বিবৃতিতে তিনি ইসিসহ সংশ্লিষ্ট সকল কতৃপক্ষ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি: সিইসি
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন- আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেধ্যে দেওয়া ভাষণে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।
আরও পড়ুন: ইসি ঘোষিত নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান বিএনপির
একতরফা তফসিল ঘোষণা জাতির সঙ্গে ইসির চরম উপহাস ও প্রহসন: এবি পার্টি
৭৭৪ দিন আগে
জনগণ আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ আগামী সাধারণ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন।
আরও পড়ুন: কা বা ক্ষমতার জন্য নিজেকে বিক্রি করতে পারব না: জিএম কাদের
সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে ‘উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জিএম কাদের বলেন, আসন্ন নির্বাচন জনগণের অগ্রাধিকার এবং আগামী দিনগুলোতে কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগে অনুষ্ঠিত দুটি ডেমোক্রেসি সামিটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘জার্মানি পরিচালিত ১২৯টি দেশের মধ্যে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪৮টি দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় রয়েছে।’
তিনি বলেন, জরিপে বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডার সরকারকে ‘নতুন স্বৈরাচারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জিএম কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন প্রমুখ।
আরও পড়ুন: দুইটি দল শুধু পূজা-নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে: জিএম কাদের
নানা অজুহাত দিয়ে দাম বাড়ানো হচ্ছে: জিএম কাদের
৭৯৭ দিন আগে
দুইটি দল শুধু পূজা-নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে: জিএম কাদের
নির্বাচন ও পূজার মৌসুম এলেই সংখ্যালঘুদের নিরাপত্তার ধোঁয়া তুলে 'দুই দল' রাজনীতি করে বলে মন্ত্রব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি দাবি করেন, অন্য সময়ে তারা (প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি) সংখ্যালঘুদের আতঙ্কিত করে রাখে।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, সংখ্যালঘুদের ভয় ভীতি দেখিয়ে তাদের হাতের মুঠোয় রাখার নোংরা রাজনীতি চলছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'সম্প্রতি একটি দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, নির্বাচনের আটাকা বা ক্ষমতার জন্য নিজেকে বিক্রি করতে পারব না: জিএম কাদেরগে একটি দল সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারে। তাই তাদের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় পাহারা দেবেন। অন্য দলের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, একটি দল সংখ্যালঘুদের ওপর হামলা ও সরকারের বিরুদ্ধে মামলা করার ষড়যন্ত্র করছে।
আরও পড়ুন: নানা অজুহাত দিয়ে দাম বাড়ানো হচ্ছে: জিএম কাদের
তিনি বলেন, ‘এটি সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে, উভয় দলই সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে।’
জিএম কাদের বলেন, 'এ দেশে 'সংখ্যালঘু' বলে কিছু নেই। এ দেশের সবাই বাংলাদেশি। ধর্মের কারণে কেউ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহরে আমরা সেই সমাজকে সভ্য বলতে পারি না।
এ সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান তারেক আদেল, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে রওশনের শুভেচ্ছা
৭৯৮ দিন আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে রওশনের শুভেচ্ছা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, গতিশীল নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ, বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আরও বলেন, ক্রান্তিলগ্নে বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে গৌরবের আসনে সমাসীন করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তার অসাম্প্রদায়িক, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে এক আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি।
আরও পড়ুন: আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ
রওশন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনীতিতে তার সুদীর্ঘ পথচলা মোটেই কণ্টকমুক্ত ছিল না উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তিনি তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সাহস ও সাংগঠনিক দক্ষতাবলে সব প্রতিবন্ধকতা মোকাবিলা এবং নানা ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন।
বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহতালা তার সহায় হোন। যাতে তিনি দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, দুর্নীতি, সন্ত্রাস নির্মূল করতে পারেন এবং দেশবাসীকে সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও উন্নত জীবন গঠনে সহায়তা করতে পারেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক
রওশন এরশাদের অসুস্থতার সুযোগে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে: জিএম কাদের
৮২২ দিন আগে