আইনশৃঙ্খলা
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও পরিবারের সদস্যদের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. খায়রুল হক।
জব্দ ও অবরুদ্ধ আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- নজিবুরের পুত্র ফারাবি এনএম রহমানের নামে সিদ্ধেশ্বরীতে ৩ হাজার ৬৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার স্ত্রী নাজমা রহমান, ফারাবি এনএ রহমান ও ফুয়াদ এনএ রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব ও ৫টি বিও হিসাব।
পড়ুন: হাসিনা ও তার দোসরদের অপরাধ পাকিস্তানি বাহিনীকে হার মানিয়েছে: আইন উপদেষ্টা
দুদকের আবেদন সূত্রে জানা যায়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার অর্জনের বিষয়ে তারা কোনো বৈধ উৎসের তথ্য দিতে পারেননি তিনি।
অভিযোগসংশ্লিষ্ট মো. নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা এসব সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদগুলো অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
১৫২ দিন আগে
শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। এসময় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।
সোমবার(২৯ জুলাই) গভীর রাতে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় আটক করা হয় রফিকুল ইসলামকে। মৃত. মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ভোলায় ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ
বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও’র নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেপ্তার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৫৩ দিন আগে
জনস্বার্থে পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার
জনস্বার্থে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন এবং রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের (আইন নম্বর ৫৭) ৪৫ ধারার আওতায় এই অবসর কার্যকর হয়েছে। এই ধারার আওতায়, চাকরিজীবন ২৫ বছরের পূর্ণ করার পর কোনো সরকারি কর্মচারীকে জনস্বার্থে অবসর দেওয়া যায় এবং এর জন্য আলাদা করে কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই।
আদেশে বলা হয়েছে, অবসর আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তারা সব অবসর সুবিধা পাবেন।
১৫৩ দিন আগে
সাবেক এমপি বাহার ও মেয়ের ১৭ কোটি টাকা অবরুদ্ধ করল সিআইডি
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি অর্থ অবরুদ্ধ (ফ্রিজ) করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৮ জুলাই) সিআইডির গণমাধ্যম শাখা জানায়, ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এ অর্থ অবরুদ্ধ করা হয়েছে।
প্রতারণা, জালিয়াতি, কমিশনভিত্তিক লেনদেন ও হুন্ডির মাধ্যমে অবৈধভাবে এ বিপুল অর্থ উপার্জন করা হয়েছে বলে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে।
প্রাথমিক তদন্তে বিদেশে অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।
সিআইডি জানায়, এসব তথ্যের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫৩ দিন আগে
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ দুই নারী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই দুই নারী হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ও ফিরোজা (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।
সোমবার (২৮ জুলাই) রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিনমুনসুর।
তিনি বলেন, গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রবিবার (২৭ জুলাই) রায়পুরা থানা পুলিশ শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি এক নলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রোহার রাম দা উদ্ধার করে। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৫৩ দিন আগে
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে আবারও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ অঙ্গীকার করেন।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের আমাদের মাটি থেকে নির্মূল করব।’
বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন: নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে শাসন ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হবে: সালাহউদ্দিন
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যায়।
প্রধান উপদেষ্টা ইউনূস বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।’
১৫৩ দিন আগে
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সদস্যসহ ৩০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ।
সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন বলে জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৫ জুলাই) কড়া নিরাপত্তার মধ্যে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই ছয় আসামি হলেন— সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, রাফিউল, আনোয়ার পারভেজ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আশেক।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: পলাতক ২৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
গত ১০ জুলাই পলাতক ২৬ আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
এর আগে, ৩০ জুন আবু সাঈদ হত্যায় পুলিশের সদস্যসহ মোট ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় ১৬ জুলাই বিকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন। আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শিক্ষার্থী।
১৫৪ দিন আগে
স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত রাজনৈতিক দলগুলো: অধ্যাপক আলী রীয়াজ
স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এ পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া ৭টি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু নিষ্পত্তি হয়নি।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, শৃঙ্খলাবাহিনী হিসেবে পুলিশের আইনানুগ ও প্রভাবমুক্তভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নিশ্চয়তা এবং বাহিনীর যেকোনো সদস্যের অভিযোগ অথবা নাগরিকদের পক্ষ থেকে পুলিশবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
কমিশনের সহ-সভাপতি জানান, ৯ সদস্যবিশিষ্ট কমিশনে আপিল বিভাগের অনূর্ধ্ব ৭৫ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত বিচারপতি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন। অনূর্ধ্ব ৬২ বছর বয়সী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার নিচের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কমিশনের সদস্যসচিব হবেন।
পড়ুন: বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা: বিডা
এ ছাড়া কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের সংসদ-নেতার প্রতিনিধি, বিরোধীদলীয় নেতার প্রতিনিধি, স্পিকার ও ডেপুটি স্পিকারের একজন করে প্রতিনিধি, সচিব পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন), ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তালিকাভুক্ত একজন আইনজীবী এবং নিবন্ধিত মানবাধিকার সংস্থায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানবাধিকার কর্মী। কমিশনের সদস্যদের মধ্যে ন্যূনতম ২ জন নারী সদস্য থাকবেন।
এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
১৫৪ দিন আগে
নওগাঁয় বিয়ের প্রলোভনে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের এক লাখ টাকা অর্থদণ্ড এবং দণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ সদর উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক আলী (৫০) ও টুকু সরদার (৫২)।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে একই গ্রামের ইসাহাক আলী ও টুকু সরদার গণধর্ষণ করেন।
আদালত জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
১৫৪ দিন আগে
পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র্যাবে পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫৪ দিন আগে